র‌্যাবের হাতে ব্যবসায়ী আটক, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ

র‌্যাবের হাতে ব্যবসায়ী আটক, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ

গাজীপুর প্রতিনিধি
ব্যবসায়ী মোশারফ হোসেনকে ব্যবসায়ী মোশারফ হোসেনকে আটকের প্রতিবাদে রোববার বিকেলে র‌্যাবের গাড়ি ঘিরে রাখে স্থানীয়রা। ছবি: রাজনীতি ডটকম

গাজীপুরের শ্রীপুরে অটোরিকশা পার্টস ব্যবসায়ী মোশারফ হোসেনকে র‌্যাব সদস্যরা আটক করলে এর প্রতিবাদে শ্রীপুর-বরমী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী ও স্থানীয় ব্যবসায়ীরা। তারা বরামা চৌরাস্তা এলাকায় র‌্যাবের গাড়ি আটকে মোশারফ হোসেনকে ছেড়ে দেওয়ার দাবি জানান।

রোববার (৭ সেপ্টেম্বর) বিকেল ৫টা থেকে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় সড়কের উভয় পাশে যানবাহন আটকা পড়ে যানজট লেগে যায়।

ব্যবসায়ী মোশারফ হোসেন শ্রীপুর উপজেলার বরমী মধ্যপাড়া গ্রামের আহম্মদ আলীর ছেলে। তিনি বরামা চৌরাস্তা এলাকায় দোকান নিয়ে অটোরিকশা পার্টস ব্যবসা করেন।

স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী জানান, বিকেলে র‌্যাব সদস্যরা দুটি গাড়ি নিয়ে গিয়ে মোশারফের দোকানে ঢুকে তাকে অস্ত্রসহ আটকের কথা জানান। তবে স্থানীয়দের অভিযোগ, র‌্যাব গাড়িতে করে অস্ত্র এনে মোশারফ হোসেনকে ফাঁসিয়েছে।

এ ঘটনার পর বরামা এলাকার বিভিন্ন শ্রেণিপেশার নারী-পুরুষ বিভিন্ন দোকানের চেয়ার, টেবিল, টায়ার ও অন্যান্য মালামাল ফেলে সড়কে অবস্থান নেন। এ সময় তারা র‌্যাবের গাড়ি আটকে রাখেন।

Local People Protest Against RAB Over Businessman Held 07-09-2025 (1)

বিভিন্ন দোকানের চেয়ার-টেবিল ফেলে সড়ক অবরোধ করেন স্থানীয়রা। ছবি: রাজনীতি ডটকম

খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে পৌঁছায়। তারা চেষ্টা করেও বিক্ষোভকারীদের সড়ক থেকে সরাতে পারেনি। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যৌথবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে কয়েকজনকে আটক করে।

স্থানীয় অধিবাসী ও ব্যবসায়ীদের দাবি, একাধিক মামলার আসামি স্থানীয় জহিরুল ইসলাম লিটনের নির্দেশে র‌্যাব সদস্যরা ব্যবসায়ী মোশারফ হোসেনকে তার দোকাস থেকে অস্ত্রসহ আটকের নাটক সাজিয়েছে। র‌্যাব সদস্য ও জহিরুল ইসলাম লিটনের বিচারের দাবিতে তারা ওই আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

স্থানীয়রা জানান, বরামা গ্রামের রফিকুল ইসলামের ছেলে জহিরুল ইসলাম লিটন ২০২৩ সালের ৯ জুলাই অস্ত্রসহ র‌্যাবের হাতে গ্রেপ্তার হয়েছিলেন। তার বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে।

তারা আরও অভিযোগ করেন, শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে বরামা চৌরাস্তা এলাকায় চিহ্নিত সন্ত্রাসী জহিরুল ইসলাম কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়ান। স্থানীয় বিক্ষুব্ধ জনতা ও ব্যবসায়ীরা ওই রাতে জহিরুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করেন। তারা জহিরুলকে গ্রেপ্তারের দাবিতে মিছিলও করেন। একপর্যায়ে জহিরুলের বাড়ি ভেঙে ফেলার চেষ্টা করলে পুলিশ উপস্থিত হয়ে তাদের নিবৃত্ত করে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আব্দুল বারিক বলেন, ব্যবসায়ী মোশারফ হোসেনকে অনেক আগেই ছেড়ে দেওয়া হয়েছে। বিক্ষোভকারীদের অভিযোগ, কেন তাকে র‌্যাব আটক করল।

জানতে চাইলে র‌্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের কমান্ডার পুলিশ সুপার (এসপি) কে এম এ মামুন খান চিশতী বলেন, র‌্যাব উত্তরা টিম ব্যবসায়ী মোশারফ হোসেনকে আটক করে। আমরা ঘটনাস্থলে আছি, সঙ্গে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তরাও আছেন। থানা-পুলিশ আছে। প্রকৃত ঘটনাটা বিশ্লেষণ করে দেখা হচ্ছে। এরপর থানায় নিয়ে যাওয়া হবে। থানা থেকে ঊর্ধ্বতন কর্মকর্তাদের মাধ্যমে সিদ্ধান্ত জানানো হবে।

র‌্যাবের গাড়িতে করে অস্ত্র এনে মোশারফ হোসেনের দোকানে রেখে তাকে ফাঁসানো হয়েছে— স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর এমন অভিযোগের বিষয়ে র‌্যাবের এই এসপি বলেন, আমাদের এ ধরনের কাজ করার কোনো সুযোগ নেই। তবে উর্ধ্বতন কর্মকর্তারা এ অভিযোগটিও যাচাই-বাছাই করে দেখবেন যে তাকে ফাঁসানো হয়েছে কি না।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে বরমা এলাকায় কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে আতঙ্ক তৈরি করে। এর প্রতিবাদে ওইদিন রাত তিনটা পর্যন্ত স্থানীয়রা একই স্থানে বিক্ষোভ করে। পরে আইনশৃঙ্খলা বাহিনী এসে তাদের সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ, প্রাণ গেল বিএনপি নেতার

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে এ হামলার ঘটনা ঘটে। এ সময় সাইফুল সরদারের বসতবাড়ি ভাঙচুর করা হয়েছে। নিহত সাইফুল আলফাডাঙ্গা উপজেলা সদর ইউনিয়ন বিএনপির সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ছিলেন।

১৬ ঘণ্টা আগে

গোপালগঞ্জের তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে, এ মৌসুমে সর্বনিম্ন

ঘন কুয়াশা ও তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে গোপালগঞ্জের জনজীবন। জেলার সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে, যা চলতি মৌসুমে এখন পর্যন্ত দেশের সর্বনিম্ন তাপমাত্রা বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

১৯ ঘণ্টা আগে

ঘন কুয়াশায় মেঘনায় ২ লঞ্চের সংঘর্ষ, নিহত ৮

ঘন কুয়াশায় চাঁদপুরের মেঘনা নদীতে যাত্রীবাহী দুটি লঞ্চের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৮ জন নিহত ও বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত ২টা নাগাদ হাইমচর উপজেলা ও হরিণা এলাকার মাঝামাঝি স্থানে অ্যাডভেঞ্চার-৯ ও জাকির সম্রাট-৩ নামে দুটি লঞ্চের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

১৯ ঘণ্টা আগে

২২ বছর ধরে ইউপি চেয়ারম্যান, এমপি নির্বাচন করতে পদত্যাগ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ ছেড়েছেন কক্সবাজার জেলা জামায়াতে ইসলামীর আমির ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী। তিনি টানা ২২ বছর টেকনাফের উপজেলার হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন।

২০ ঘণ্টা আগে