শীতে কাঁপছে কুড়িগ্রাম, ১২ ডিগ্রিতে নামল তাপমাত্রা

কুড়িগ্রাম প্রতিনিধি
শীতে বিপাকে পড়েছে খেটেখাওয়া নিম্ন আয়ের মানুষ। ফাইল ছবি

উত্তরের সীমান্তবর্তী জেলা কুড়িগ্রামে শীতের তীব্রতা ক্রমশ বাড়ছে। হিমেল হাওয়ার দাপটের সঙ্গে ঘন কুয়াশার কারণে জনজীবন অনেকটাই স্থবির হয়ে পড়েছে।

আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) জেলার তাপমাত্রা নেমে এসেছে ১২ ডিগ্রি সেলসিয়াসে।

রাজারহাট আবহাওয়া কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, আজ সকাল ৬টায় ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এখন প্রতিদিনই কুয়াশা পড়ছে। সামনে কুয়াশা ও ঠাণ্ডা আরও বাড়বে।

এদিকে,ঘন কুয়াশার চাদরে ঢেকে থাকায় দিনের বেলায়ও সড়কপথে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে।

স্থানীয়রা বলছেন, ঠান্ডা দিন দিন বাড়ছে। বাতাস ও ঘন কুয়াশার তাদের খুব কষ্ট হচ্ছে। নিন্ম আয়ের লোকজন শীতের কারণে কাজে বের হতে পারছেনা। এছাড়া, তীব্র শীতে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাচ্ছে অতিদরিদ্র ও ছিন্নমূল মানুষেরা। সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত কনকনে হিমেল হাওয়ার প্রবাহ আরও বেড়ে যাওয়ায় তাদের কষ্ট বহুগুণ বেড়ে যায়।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আব্দুল মতিন বলেন, ৯টি উপজেলাতে ৬ লাখ করে মোট ৫৪ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। কম্বল ক্রয় করা হচ্ছে। তা তালিকা করে শীতার্ত মানুষের মাঝে বিতরণ করা হবে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

পুরান ঢাকায় আবাসিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বলেন, চকবাজারের একটি ৩ তলা আবাসিক ভবনের তৃতীয় তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে।

১৭ ঘণ্টা আগে

৫ দশকের জীবিকা, দৃষ্টিপ্রতিবন্ধী পরিবারকে গান বন্ধ করে ভিক্ষার নির্দেশ

বুধবার (২৬ নভেম্বর) কিছু লোক তাদের গান গাইতে নিষেধ করে দেওয়ার পর থেকে আর গান গাইতে পারছেন না তারা। তবে কে বা কারা তাকে গান গাইতে নিষেধ করে গেছেন, সে বিষয়ে কিছু বলতে পারেননি তিনি।

১ দিন আগে

জাতীয় নির্বাচনের আগেই গণভোট দেন, সরকারকে সংকটে ফেলতে চাই না

জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন, পিআর পদ্ধতিতে নির্বাচন, জাতীয় পার্টি ও আওয়ামী লীগের শরিক ১৪ দলকে নিষিদ্ধ করা—এমন পাঁচ দফা দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়। দেশের সব বিভাগীয় শহরে পর্যায়ক্রমে সমাবেশ করা হবে, যার প্রথম আয়োজন রাজশাহীতে অনুষ্ঠিত হয়।

২ দিন আগে

জাতীয় নির্বাচনের আগে গণভোটের আয়োজন করুন: রাশেদ প্রধান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বেই গণভোট আয়োজনের দাবি জানিয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি—জাগপার সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান। আজ রোববার দুপুরে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে পাঁচ দফা দাবিতে আন্দোলনরত সমমনা আট দলের বিভাগীয় সমাবেশে তিনি এ আহ্বান জানান।

২ দিন আগে