১৫ ফেব্রুয়ারির আগে ভোট, পেছানোর কোনো শক্তি নেই: প্রেস সচিব

নোয়াখালী প্রতিনিধি
আপডেট : ৩১ অক্টোবর ২০২৫, ১৭: ০৩
শুক্রবার নোবিপ্রবিতে অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ছবি: সংগৃহীত

জুলাই সনদের গণভোট ইস্যুতে যে সিদ্ধান্তই আসুক না কেন, আগামী বছরের ১৫ ফেব্রুয়ারির আগেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেন, ‘গণভোট ইস্যুতে সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা। এ বিষয়ে যে সিদ্ধান্তই নেওয়া হোক না কেন, জাতীয় নির্বাচন ১৫ ফেব্রুয়ারির আগেই হবে। কোনো শক্তি নেই এটাকে পেছানোর।’

শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ‘জুলাই কন্যা ফাউন্ডেশন’ আয়োজিত এক অনুষ্ঠানের সমাপনী ও পুরস্কার বিতরণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

প্রেস সচিব বলেন, ‘বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতামতের কথা বলছে। আমরা এগুলোকে হুমকি হিসেবে দেখছি না। যে যার মতো করে মতামত দেবে। এর মধ্যে যেটাকে সবচেয়ে ভালো মনে করবেন, প্রধান উপদেষ্টা সেটাই সিদ্ধান্ত নেবেন।’

তরুণদের জ্ঞান ও মেধার বিকাশকে উৎসাহ দিতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই কন্যা ফাউন্ডেশন’ আয়োজন করে ‘মাইন্ডব্রিজ ও নলেজ কম্পিটিশন ২০২৫’। নোবিপ্রবি কেন্দ্রীয় অডিটোরিয়ামে জুলাই কন্যা ফাউন্ডেশনের সভাপতি জান্নাতুল নাঈম প্রমির সভাপতিত্বে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

চব্বিশের গণঅভ্যুত্থানে পুরুষদের পাশাপাশি নারীদের ভূমিকা উল্লেখ করে শফিকুল আলম বলেন, ‘স্বৈরাচার পতন ও গণঅভ্যুত্থানে নারী-পুরুষ একসঙ্গে রাজপথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে। এখন আর নারীরা পিছিয়ে নেই। সব ক্ষেত্রেই তারা প্রতিনিধিত্ব করছে।’

অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল। বিশেষ অতিথি ছিলেন জেলা অতিরিক্ত প্রশাসক ইসমাঈল হোসেন।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সাংবাদিক এনামুল কবির টুকুর মুক্তিযোদ্ধা গেজেট বাতিল

গত ২৬ অক্টোবর মন্ত্রণালয়ের উপ-সচিব হরিদাস ঠাকুর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে 'ভুয়া মুক্তিযোদ্ধা' হিসেবে চিহ্নিত করে এই গেজেট বাতিল করা হয়। তার গেজেট বাতিলের বিষয়টি গত ২৮ অক্টোবর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।

১৪ ঘণ্টা আগে

জামায়াত নেতাকর্মীদের দাবির মুখে গণজাগরণ মঞ্চের সংগঠক গ্রেপ্তার

পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুরে ব্যক্তিগত পিস্তলের লাইসেন্স নবায়নের কাজে থানায় যান আবুল কালাম আজাদ। এ খবর জানতে পেরে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা থানায় যান। তারা আবুল কালাম আজাদকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করেন। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

১ দিন আগে

“বিএনপি ‘না’ ভোটে গেলে গণভোট অর্থহীন হবে”

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, বিএনপি ‘না’ ভোটে গেলে গণভোট অর্থহীন হবে। ফলে গণভোটের রায় নিয়ে নতুন সংকট তৈরি হবে। এজন্য গণভোটের বিষয়টি বাস্তবিক অর্থে ভেবে দেখা উচিত।

১ দিন আগে

৯ দিনের বই উৎসবে মাতবে রাজশাহী, শুরু শুক্রবার

রাজশাহীতে আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে নয় দিনব্যাপী বিভাগীয় বইমেলা। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের আয়োজনে মেলাটি অনুষ্ঠিত হবে সার্কিট হাউজের পেছনের কালেক্টরেট মাঠে। জাতীয় গ্রন্থকেন্দ্র মেলার সার্বিক সহযোগিতা করছে।

১ দিন আগে