কুমিল্লায় জমি নিয়ে বিরোধে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৩

কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার বরুড়া থানা। ছবি: সংগৃহীত

কুমিল্লার বরুড়া উপজেলার ভবানীপুর ইউনিয়নের জালগাঁও গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতরা হলেন— জালগাঁও গ্রামের আব্দুস সাত্তার (৬২) ও খোরশেদ আলম (৩৫)। সংঘর্ষে আহত হয়েছেন— খোরশেদ আলমের স্বজন মো. জহির, মো. জয়নাল ও মো. মোর্শেদ।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আব্দুস সাত্তারের সঙ্গে প্রতিবেশী জয়নাল ও তার ভাইদের দীর্ঘদিন ধরে একটি জমি নিয়ে বিরোধ চলছিল। এ সংক্রান্ত একটি মামলা আদালতে বিচারাধীন।

আজ শুক্রবার সকালে আব্দুস সাত্তার ওই জমিতে কাজ করতে গেলে প্রতিপক্ষ জয়নাল, খোরশেদ, মোর্শেদ ও জহির বাধা দেন। এ সময় আব্দুস সাত্তার সঙ্গে থাকা একটি ছুরি দিয়ে তাদের এলোপাতাড়ি আঘাত করেন। এতে চারজনই গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে খোরশেদ আলমের মৃত্যু হয়।

খোরশেদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে জয়নালের লোকজন ঘটনাস্থলে এসে পাল্টা হামলা চালায়। এ সময় আব্দুস সাত্তারকে এলোপাতাড়ি মারধর করা হলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

ভবানীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খলিলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জের ধরেই এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এ বিষয়ে বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন জানান, জমি সংক্রান্ত বিরোধে এ সংঘর্ষ হয়েছে। নিহত দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

তেভাগা আন্দোলনের পুরোধা কমরেড অমল সেনের মৃত্যুবার্ষিকীতে নানা আয়োজন

শনিবার (১৭ জানুয়ারি) ঐতিহাসিক তেভাগা আন্দোলনের অন্যতম পুরোধা, মুক্তিযুদ্ধের সংগঠক এবং বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড অমল সেনের ২৩তম মৃত্যুবার্ষিকী।

৭ ঘণ্টা আগে

উত্তরায় বাসায় ভয়াবহ আগুন, প্রাণ গেল ৩ জনের

রাজধানীর উত্তরায় সাত তলা একটি ভবনের দ্বিতীয় তলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনজনের মৃত্যুর খবর দিয়েছে ফায়ার সার্ভিস। ওই ভবন থেকে আরও ১৩ জনকে উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

৮ ঘণ্টা আগে

বাগেরহাটে সিলভার লাইন গ্রুপের উদ্যোগে বিনামূল্যে ওয়াইফাই সেবা চালু

‘স্মার্ট লাইফ ফ্রি ওয়াইফাই’— স্লোগানকে সামনে রেখে দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী সিলভার লাইন গ্রুপ বাগেরহাট জেলার সব ইউনিয়নে সাধারণ জনগণ ও শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ইন্টারনেট (ওয়াইফাই) সেবা চালু করেছে।

১৮ ঘণ্টা আগে

ময়মনসিংহ-৯: প্রার্থিতা ফিরে পেয়েছেন স্বতন্ত্র হাসিনা, তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস

হাসিনা খান চৌধুরীর প্রার্থিতা ফিরে পাওয়ার খবরে নান্দাইলের বিভিন্ন স্থানে তার সমর্থক ও অনুসারীদের মধ্যে ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। নির্বাচনি মাঠে তিনি একজন শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচিত হচ্ছেন বলে মনে করছেন স্থানীয়রা।

১৯ ঘণ্টা আগে