হান্নান মাসউদের পথসভায় হামলার অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি
হামলায় আহত হান্নান মাসউদ। ছবি: হান্নানের ফেসবুক থেকে

নোয়াখালীর হাতিয়া উপজেলার একটি বাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়ক আবদুল হান্নান মাসউদের পথসভায় হামলার অভিযোগ পাওয়া গেছে। হামলায় পাঁচ-ছয়জন সমর্থক আহত হয়েছেন।

হান্নানসহ এনসিপির নেতাকর্মীদের অভিযোগ, বিএনপি নামধারী কিছু লোক তাদের ওপর হামলা করেন। হান্নান জানিয়েছেন, এরা বিএনপি থেকে বহিষ্কৃত। স্থানীয় বিএনপিও জানিয়েছে, এ হামলার বিষয়ে তাদের কিছু জানা নেই।

সোমবার (২৪ মার্চ) সন্ধ্যায় উপজেলার জাহাজমারা বাজারে এ ঘটনা ঘটে। পরে হামলার প্রতিবাদে এনসিপির নেতাকর্মীরা জাহাজমারা বাজার সড়কে অবস্থান কর্মসূচি পালন করছেন। হামলাকারীরাও তাদের থেকে কিছুটা দূরে অবস্থান নিয়েছে।

এনসিপির স্থানীয় নেতাকর্মীরা বলেন, শনিবার থেকে হান্নান হাতিয়ায় অবস্থান করছেন। সোমবার বিকেলে জাহাজমারা বাজারে যান তিনি। ইফতারের পর বাজারে একটি পথসভায় বক্তব্য দিচ্ছিলেন। এ সময় বিএনপি নামধারী কিছু লোক অতর্কিতে পথসভায় বাধা দেন এবং হান্নানের ওপর হামলার চেষ্টা করেন। এ সময় এনসিপির কয়েকজন আহত হন।

হাতিয়া থানার উপপরিদর্শক (এসআই) মুকুল আহমদ জানান, বিএনপির একটি মিছিল হান্নান মাসউদের পথসভার স্থানে পৌঁছালে দুপক্ষের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটে। পরে হান্নান মাসউদ তার সমর্থকদের নিয়ে হাটের পাশে রাস্তায় অবস্থান নেন। এ সময় দুপক্ষের মধ্যে উত্তেজনায় বাজারের কেনাবেচা বিঘ্নিত হয়।

পুলিশ জানিয়েছে, রাত ১১টাতেও দুপক্ষই সড়কে অবস্থান নিয়েছিল।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

উত্তরায় অগ্নিকাণ্ডে নিহতদের তিনজনই ঈশ্বরগঞ্জের

নিহতদের স্বজন ও স্থানীয় বাসিন্দারা জানান, হারিছ উদ্দিন ও শহীদুল ইসলাম দীর্ঘদিন যাবৎ রাজধানীর উত্তরায় ফলের ব্যবসা করতেন। ব্যবসার সুবাদে হারিছ উদ্দিনের স্ত্রী ও দুই ছেলে এবং শহীদুল ইসলামের স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে উত্তরার একটি ভাড়া বাসায় থাকতেন। আজ শুক্রবার (১৬ জানুয়ারি ) সকালে তাদের ভাড়া বা

৮ ঘণ্টা আগে

গণভোটের প্রচারে গিয়ে অফিসে অনুপস্থিত, সমাজসেবা কর্মকর্তাকে শোকজ

তবে গণভোটের প্রচারে সক্রিয় ভূমিকা রাখার কারণেই তাকে শোকজ করা হয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা। গত ১৩ জানুয়ারি (মঙ্গলবার) বরগুনা জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. শহিদুল ইসলাম এ শোকজ নোটিশ জারি করেন।

৮ ঘণ্টা আগে

কুমিল্লায় জমি নিয়ে বিরোধে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৩

শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতরা হলেন— জালগাঁও গ্রামের আব্দুস সাত্তার (৬২) ও খোরশেদ আলম (৩৫)। সংঘর্ষে আহত হয়েছেন— খোরশেদ আলমের স্বজন মো. জহির, মো. জয়নাল ও মো. মোর্শেদ।

১০ ঘণ্টা আগে

মুরাদনগরে পুলিশ ফাঁড়ি থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার করল র‍্যাব

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার বাবুটিপাড়া ইউনিয়নের লাজৈর গ্রামের ভূইয়া বাড়ি ব্রিজ সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

১২ ঘণ্টা আগে