সীতাকুণ্ডে দেশীয় অস্ত্র তৈরির কারখানার সন্ধান, ৪ সন্ত্রাসী আটক

চট্টগ্রাম ব্যুরো
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি দেশীয় অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

শনিবার (৩০ আগস্ট) চালানো এক অভিযানে ৪ জন সন্ত্রাসীকে আটক করা হয়।

কারখানাটি থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, সেই কারখানা থেকে ৬টি দেশিয় অস্ত্র, ৩৫ রাউন্ড খালি কার্তুজ, ৫ রাউন্ড তাজা কার্তুজ, ১টি চাইনিজ কুড়াল, ২০টি ছুরি, চার্জারসহ ২টি ওয়াকিটকি, ১টি মেগাফোন, ৪টি প্যারাসুট ফ্লেয়ার এবং অন্যান্য অস্ত্র তৈরির সরঞ্জামাদি ও যন্ত্রপাতি উদ্ধার করা হয়েছে।

আটককৃতদের থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে এবং সন্ত্রাস দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের অধীন সিন্দুকছড়ি জোন এই অভিযান চালিয়েছে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

বরিশালে ৩ জেলে গুলিবিদ্ধ

এ সময় আত্মরক্ষার্থে অভিযান পরিচালনাকারী দল ২০ রাউন্ড গুলিবর্ষণ করে। এতে ৩ জন জেলে গুলিবিদ্ধ হয়েছেন।

২ দিন আগে

ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল: সিইসি

তিনি বলেন, ‘আওয়ামী লীগের সব কর্মকাণ্ড নিষিদ্ধ থাকায় বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত দলটি নির্বাচনে অংশ নিতে পারবে না। যদি নির্বাচনের আগে বিচার সম্পন্ন হয়, তখন সেটা দেখা যাবে।’

২ দিন আগে

‘লক্ষ্মীপুর-১ আসনে মাহফুজ আলম প্রার্থী হতে পারেন’

তিনি বলেন, ‘৫ আগস্টের পর এ দেশে পুরোনো রাজনৈতিক বন্দোবস্তের কবর রচিত হয়েছে। প্রতিহিংসার এমন রাজনীতি এ দেশে আর চলতে দেওয়া হবে না, যেখানে ক্ষমতাসীনরা বিরোধীদের ওপর নির্যাতন চালাবে।’

২ দিন আগে

বৃষ্টিতেও নেভেনি সিইপিজেডের কারখানার আগুন, ধসে পড়ছে ভবন

শুধু তাই নয়, দীর্ঘ সময় ধরে গোটা ভবন আগুনে পুড়তে থাকায় এখন ভবনে ধস দেখা দিতে শুরু করেছে। ভবনটি ওপর থেকে ভেঙে একের পর এক ছাদ-দেওয়ালসহ বিভিন্ন অংশ ধসে পড়ছে। এরই মধ্যে অষ্টম ও সপ্তম তলা ছাদ ভেঙে পড়েছে। ভবনটি থেকে মাঝে মধ্যে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে।

৪ দিন আগে