
খুলনা ব্যুরো

মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর আমির ও জামায়াত মনোনীত ১১ দলীয় জোটের মেহেরপুর-১ আসনের প্রার্থী তাজউদ্দিন খানের ব্যবহৃত মাইক্রোবাস থেকে অস্ত্রসহ তিনজনকে আটকের খবর জানিয়েছিল পুলিশ। পরীক্ষা-নিরীক্ষার পর এগুলো ‘প্রাণঘাতী কোনো অস্ত্র নয়’ এবং ‘সমাবেশের প্রয়োজনীয় সরঞ্জাম’ বলে পরে জেলা জামায়াত নেতাদের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) সকালে মেহেরপুর শহরের হোটেল বাজার চার রাস্তার মোড়ে চেকপোস্টে গাড়ি তল্লাশির সময় তাদের আটক করা হয়। পরে সন্ধ্যাতেই তাদের ছেড়ে দেওয়া হয়েছে।
এ দিন সকালে শহরের হোটেল বাজার চার রাস্তার মোড়ে যৌথবাহিনীর চেকপোস্টে সাদা রঙের একটি নোয়া মাইক্রোবাস থেকে তিনটি ফোল্ডিং ডেবল স্টিক, একটি বিদেশি (চাইনিজ) কুড়াল, একটি ইলেকট্রিক শকার, একটি প্লাস, তিনটি ওয়াকি-টকি, চারটি চার্জার এবং একটি হ্যান্ড মাইক উদ্ধার করা হয়েছিল।
তখন মাইক্রোবাসটি জব্দ করা হয় এবং গাড়িতে থাকা তিন ব্যক্তি— বাংলা এডিশনের মেহেরপুর জেলা প্রতিনিধি ও জামায়াতে ইসলামীর কর্মী সেলিম রেজা (২৭), জেলা জামায়াত আমির তাজউদ্দিন খানের ফেসবুক পেজের অ্যাডমিন শাহারুল ইসলাম এবং গাড়িচালক ইজারুল হককে আটক করা হয়।
তারা জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের মেহেরপুর সফর উপলক্ষে শহরের হাইস্কুল মাঠে আয়োজিত সমাবেশে যোগ দিতে যাচ্ছিলেন বলে জানিয়েছিলেন মেহেরপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) বিএম রানা। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তাদের আটকের পাশাপাশি উদ্ধার করা অস্ত্র ও মাইক্রোবাসটি জব্দ করা হয় বলেও জানিয়েছিলেন তিনি।
তবে আটক এই তিন ব্যক্তিকে সোমবার সন্ধ্যাতেই জেলা জামায়াত নেতাদের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়। পুলিশ বলছে, উদ্ধারকৃত ওয়াকিটকি ও ইভেন্ট ম্যানেজমেন্টের সরঞ্জামকে প্রাথমিক অবস্থায় ‘অস্ত্র’ হিসেবে সন্দেহ করা হলেও পরে যাচাই-বাছাই করে বোঝা যায়— এগুলো ‘প্রাণঘাতী কোনো অস্ত্র নয়’।
এ বিষয়ে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারি বলেন, ‘আটক ব্যক্তিদের পরিচয় ও সরঞ্জামের বিষয়ে বিস্তারিত খোঁজ নেওয়া হয়েছে। জব্দ হওয়া সরঞ্জামগুলোর মধ্যে ওয়াকিটকি ছাড়া বাকি সব প্যান্ডেল তৈরির কাজে ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে। তাই তাদের ছেড়ে দেওয়া হয়েছে।’
এদিকে সোমবার রাতে এক জরুরি সংবাদ সম্মেলনে মেহেরপুর জেলা জামায়াত জানায়, উদ্ধারকৃত সরঞ্জামগুলোকে কিছু মহল অস্ত্র হিসেবে উপস্থাপন করেছে। বিষয়টি অতিরঞ্জিত করে কিছু গণমাধ্যম ও কেউ কেউ সামাজিক মাধ্যমেও অপপ্রচার চালিয়ে মেহেরপুর-১ আসনের জামায়াত প্রার্থীর সম্মান ক্ষুণ্ণ করতে পরিকল্পিতভাবে কাজ করছে।

মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর আমির ও জামায়াত মনোনীত ১১ দলীয় জোটের মেহেরপুর-১ আসনের প্রার্থী তাজউদ্দিন খানের ব্যবহৃত মাইক্রোবাস থেকে অস্ত্রসহ তিনজনকে আটকের খবর জানিয়েছিল পুলিশ। পরীক্ষা-নিরীক্ষার পর এগুলো ‘প্রাণঘাতী কোনো অস্ত্র নয়’ এবং ‘সমাবেশের প্রয়োজনীয় সরঞ্জাম’ বলে পরে জেলা জামায়াত নেতাদের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) সকালে মেহেরপুর শহরের হোটেল বাজার চার রাস্তার মোড়ে চেকপোস্টে গাড়ি তল্লাশির সময় তাদের আটক করা হয়। পরে সন্ধ্যাতেই তাদের ছেড়ে দেওয়া হয়েছে।
এ দিন সকালে শহরের হোটেল বাজার চার রাস্তার মোড়ে যৌথবাহিনীর চেকপোস্টে সাদা রঙের একটি নোয়া মাইক্রোবাস থেকে তিনটি ফোল্ডিং ডেবল স্টিক, একটি বিদেশি (চাইনিজ) কুড়াল, একটি ইলেকট্রিক শকার, একটি প্লাস, তিনটি ওয়াকি-টকি, চারটি চার্জার এবং একটি হ্যান্ড মাইক উদ্ধার করা হয়েছিল।
তখন মাইক্রোবাসটি জব্দ করা হয় এবং গাড়িতে থাকা তিন ব্যক্তি— বাংলা এডিশনের মেহেরপুর জেলা প্রতিনিধি ও জামায়াতে ইসলামীর কর্মী সেলিম রেজা (২৭), জেলা জামায়াত আমির তাজউদ্দিন খানের ফেসবুক পেজের অ্যাডমিন শাহারুল ইসলাম এবং গাড়িচালক ইজারুল হককে আটক করা হয়।
তারা জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের মেহেরপুর সফর উপলক্ষে শহরের হাইস্কুল মাঠে আয়োজিত সমাবেশে যোগ দিতে যাচ্ছিলেন বলে জানিয়েছিলেন মেহেরপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) বিএম রানা। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তাদের আটকের পাশাপাশি উদ্ধার করা অস্ত্র ও মাইক্রোবাসটি জব্দ করা হয় বলেও জানিয়েছিলেন তিনি।
তবে আটক এই তিন ব্যক্তিকে সোমবার সন্ধ্যাতেই জেলা জামায়াত নেতাদের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়। পুলিশ বলছে, উদ্ধারকৃত ওয়াকিটকি ও ইভেন্ট ম্যানেজমেন্টের সরঞ্জামকে প্রাথমিক অবস্থায় ‘অস্ত্র’ হিসেবে সন্দেহ করা হলেও পরে যাচাই-বাছাই করে বোঝা যায়— এগুলো ‘প্রাণঘাতী কোনো অস্ত্র নয়’।
এ বিষয়ে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারি বলেন, ‘আটক ব্যক্তিদের পরিচয় ও সরঞ্জামের বিষয়ে বিস্তারিত খোঁজ নেওয়া হয়েছে। জব্দ হওয়া সরঞ্জামগুলোর মধ্যে ওয়াকিটকি ছাড়া বাকি সব প্যান্ডেল তৈরির কাজে ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে। তাই তাদের ছেড়ে দেওয়া হয়েছে।’
এদিকে সোমবার রাতে এক জরুরি সংবাদ সম্মেলনে মেহেরপুর জেলা জামায়াত জানায়, উদ্ধারকৃত সরঞ্জামগুলোকে কিছু মহল অস্ত্র হিসেবে উপস্থাপন করেছে। বিষয়টি অতিরঞ্জিত করে কিছু গণমাধ্যম ও কেউ কেউ সামাজিক মাধ্যমেও অপপ্রচার চালিয়ে মেহেরপুর-১ আসনের জামায়াত প্রার্থীর সম্মান ক্ষুণ্ণ করতে পরিকল্পিতভাবে কাজ করছে।

গাজীপুরের পুবাইল এলাকায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে দুই সন্তানসহ এক নারী আত্মহত্যা করেছেন। সোমবার (২৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে পুবাইল রেলস্টেশনসংলগ্ন এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মা ও তার দুই সন্তানের মৃত্যু হয়।
১ দিন আগে
রাজশাহী–৩ (পবা–মোহনপুর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেছেন, রাজনীতির নামে ধর্ম নিয়ে ব্যবসা করতে দেওয়া হবে না। ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করার রাজনীতি এই দেশে আর চলতে পারে না।
১ দিন আগে
রোববার (২৫ জানুয়ারি) বিকেলে পাবনা-১ (সাঁথিয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ প্রার্থিতা প্রত্যাহার করেছেন। সেখানে বিএনপি মনোনীত প্রার্থী শামসুর রহমানের প্রতি সমর্থন জানিয়ে তিনি মনোনয়ন প্রত্যাহার করেছেন এবং বিএনপির সঙ্গে থেকেই কাজ করবেন বলে জানিয়েছেন।
২ দিন আগে