শ্বশুরবাড়ি থেকে আ. লীগ নেত্রী কেকার মরদেহ উদ্ধার

প্রতিবেদক, রাজনীতি ডটকম

ঝালকাঠি জেলা যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক সারমিন মৌসুমি কেকার (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ অক্টোবর) রাত ৯টার দিকে বরিশাল নগরীর সদর রোড টাউন হলের সামনে তার শ্বশুরবাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়দের দাবি, রাতে লাশ উদ্ধার করা হলেও কেকার মৃত্যু হয়েছে বিকেল ৫টার দিকে। তাছাড়া লাশের বিভিন্ন স্থানে ক্ষত চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তার রহস্যজনক মৃত্যু ঘিরে নগরজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

নিহত কেকা বরিশাল নগরীর সদর রোড এলাকার হিরন আহমেদ লিটুর স্ত্রী ও ঝালকাঠি চাঁদকাঠী এলাকার সেকেন্দার কবিরের মেয়ে।

বরিশাল মেট্রোপলিটনের কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক আব্দুল মাজেদ বলেন, সরকারি জরুরি সেবা ৯৯৯-এ সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে দেখি একটি রুমের ভেতরে লাশটি পড়ে আছে। আমরা সংবাদ পাওয়ার কয়েক ঘণ্টা আগেই তার মৃত্যু হয়েছে। মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি। তবে নিহতের শরীরের কয়েকটি স্থানে ক্ষত চিহ্ন রয়েছে।

নিহতের স্বজনদের অভিযোগ, কেকাকে তার শ্বশুরবাড়ির লোকেরা হত্যা করেছে। মৃত্যুর খবর চাপা রাখতে তারা কাউকে জানায়নি। এমনকি যে রুমের ভেতরে কেকার লাশটি ছিল, সেই রুমের সামনে স্বামী লিটু একটি রামদা নিয়ে বসে ছিলেন। তিনি কাউকে রুমে প্রবেশ করতে দেননি। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা করবেন বলে জানিয়েছে কেকার স্বজনরা।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, সদর রোড থেকে কেকা নামের এক নারীর লাশ উদ্ধার হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

বিপথগামীর জন্য কারাগার হবে সংশোধনাগার : কারা মহাপরিদর্শক

কারাগার কেবল অপরাধীদের আটকে রাখার স্থান নয়, বরং একজন বিপথগামীর জন্য এটি হবে প্রকৃত সংশোধনাগার বলে মন্তব্য করেছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন।

১০ ঘণ্টা আগে

রামেক হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি, দুর্ভোগে রোগীরা

ঢাকা, সিলেট, রংপুর ও রাজশাহীসহ দেশের বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর সাম্প্রতিক হামলার প্রতিবাদে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি পালন করছেন। এতে হাসপাতালের চিকিৎসাসেবা ব্যাহত হওয়ায় ভোগান্তিতে পড়েছেন রোগী ও তাদের স্বজনরা।

১১ ঘণ্টা আগে

রুয়েটের প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা সম্পন্ন

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এ ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (প্রথম বর্ষ) ভর্তি পরীক্ষা আজ বৃহস্পতিবার সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

১১ ঘণ্টা আগে

রাজপথে জনস্রোত, মিছিলের নগরী সিলেট

দীর্ঘ দুই দশকের প্রতীক্ষা শেষে তারেক রহমানের আগমনে উৎসবের জনপদে পরিণত হয়েছে আধ্যাত্মিক নগরী সিলেট। আলিয়া মাদ্রাসা মাঠের জনসভায় যোগ দিতে ভোর থেকেই ব্যানার-ফেস্টুন আর মিছিলের স্রোতে মিশেছে সাধারণ মানুষ ও নেতাকর্মীদের বাঁধভাঙা উচ্ছ্বাস।

১৫ ঘণ্টা আগে