ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক

কাজে আসছে না অর্ধ কোটি টাকায় নির্মিত ৭ যাত্রী ছাউনি

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহ-কিশোগঞ্জ মহাসড়কের নান্দাইল অংশে ৫০ লাখ টাকা ব্যয়ে সাতটি যাত্রী ছাউনি নির্মাণ করা হয়েছে। ছাউনিগুলো যেখানে নির্মিত হয়েছে, সেখানে কোনো বাস থামছে না। ফলে যাত্রীরা ছাউনিগুলো ব্যবহার করতে পারছেন না। বর্তমানে ছাউনিগুলো হকার ও ভবঘুরেদের দখলে রয়েছে।

যাত্রীদের অভিযোগ, বাস যেখানে থামে সেখানে ছাউনিগুলো নির্মাণ না করে বাসস্ট্যাণ্ড থেকে কিছুটা দূরে নির্মাণ করা হয়েছে। ফলে তারা ছাউনিগুলো ব্যবহার করতে পারছেন না। তবে কর্তৃপক্ষ বলছে, স্থানীয় প্রশাসনসহ গণ্যমান্য ব্যক্তিদের মতামত নিয়েই ছাউনি নির্মাণের স্থান নির্ধারণ করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দুই মাস আগে সড়ক ও জনপথ অধিদপ্তর প্রায় অর্ধ কোটি টাকা ব্যয়ে নান্দাইল চৌরাস্তায় তিনটি, জামতলা বাজার, মুশুলী, নান্দাইল সদর ও কানুরামপুর এলাকায় একটি মোট সাতটি যাত্রী ছাউনি নির্মাণ করে।

সরেজমিনে দেখা গেছে, সড়কের যে স্থানে বাস এসে যাত্রীর জন্য থামে, সেখান থেকে অনেকটা দূরে যাত্রী ছাউনি। যাত্রীরা বাসে উঠতে সড়কের পাশে দাঁড়িয়ে থাকলেও ছাউনিতে যাচ্ছেন না। ছাউনিগুলোতে হকার ও ভবঘুরে লোকজন দখল করে রেখেছেন।

ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল চৌরাস্তা এলাকা দিয়ে নেত্রকোনা থেকে ঢাকা, কিশোরগঞ্জের তাড়াইল থেকে ঢাকা, ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ ও ভৈরবের দিকে যাত্রীবাহী বাসসহ নানা ধরনের যানবাহন চলাচল করে। চৌরাস্তায় প্রচুর যাত্রীর সমাগম হয়। কিন্তু চৌরাস্তা এলাকায় নির্মাণ করা তিনটি যাত্রী ছাউনির কাছাকাছি কোনো রুটের বাস থামে না। ময়মনসিংহগামী সড়কের মোড়ে নির্মিত একটি যাত্রী ছাউনির কাছাকাছি জায়গা থেকে বিআরটিসি পরিবহনের বাসগুলো ছেড়ে যায়। কিন্তু অন্য পরিবহনের বাসগুলো এখানে থামে না।

স্থানীয় বারইগ্রামের বাসিন্দা মো. সাইফুল ইসলাম বলেন, যাত্রী ছাউনির কাছে বাস থামে না। ছাউনিতে যাত্রী আসবেন কীভাবে?

ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জগামী এমকে সুপার পরিবহন বাসের চালক মো. মাসুদ মিয়া জানান, যাত্রী ছাউনিগুলো সঠিক জায়গায় নির্মাণ করা হয়নি। তাই সেগুলো যাত্রীদের উপকারে আসছে না।

মুশুলী বাজারে একটি যাত্রী ছাউনি নির্মাণ করা হয়েছে। কিন্তু সেটিও কোনো কাজে লাগছে না। বাজার এলাকায় বাস থামে না। তবে যাত্রী ছাউনি থেকে অনেকটা দূরে মুশুলি চৌরাস্তা নামক স্থানে বাস থামে।

মুশুলি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিনুল হক জানান, বাসে করে কলেজে আসার পথে হেলপারকে বললে যাত্রী ছাউনির কাছে কোনো কোনো যাত্রীকে নামিয়ে দিয়ে যায়। তবে বাস থামে না। নান্দাইল সদরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে প্রতিদিন হাজারো যাত্রী বাস ও অন্যান্য যানবাহনে করে বিভিন্নস্থানে যাতায়াত করে থাকেন। কিন্তু যে স্থানে যাত্রীরা দাঁড়িয়ে গন্তব্যে যাওয়ার জন্য বাসের অপেক্ষা করেন, সেখানে যাত্রী ছাউনি নির্মাণ না করে প্রায় ৫০০ ফুট পূর্বদক্ষিণ দিকে যাত্রী ছাউনিটি নির্মাণ করা হয়েছে। যা যাত্রীদের কোনো কাজে লাগছে না। যাত্রী ছাউনির আশপাশে বাস থামে না। বরং সেখানে ভাড়ায় চালিত যানবাহন দাঁড় করিয়ে রাখা হয়। যাত্রী ছাউনিটি এখন রাজনৈতিক দলের সভামঞ্চ, ভবঘুরেদের শোয়ার জায়গা অথবা আড্ডা মারার স্থান হিসেবে ব্যবহৃত হচ্ছে।

জানতে চাইলে কিশোরগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের উপ-বিভাগীয় প্রকৌশলী বিজয় বসাক জানান, নান্দাইলে মোট আটটি যাত্রী ছাউনি নির্মাণ করা হবে। এরমধ্যে সাতটির নির্মাণ কাজ শেষ হয়েছে। একেকটি যাত্রী ছাউনি নির্মাণ কাজে বরাদ্দ প্রায় সাত লাখ টাকা।

এই কর্মকর্তা দাবি করেন, ছাউনিগুলো যাত্রীদের কাজে লাগছে। স্থান নির্বাচন নিয়ে প্রশ্ন করলে তিনি নান্দাইল উপজেলা প্রশাসন, স্থানীয় ইউপি চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে যাত্রী ছাউনি নির্মাণের জায়গা বাছাই করা হয়েছে বলে জানান।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

গাজীপুরে কয়েল কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

গাজীপুরের বাঘেরবাজারে ফিনিক্স কয়েল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। বুধবার দুপুর ১টার দিকে নগরীর বাঘেরবাজার এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

১২ ঘণ্টা আগে

ময়মনসিংহে দাঁড়িয়ে থাকা ট্রেনে দুর্বৃত্তের আগুন

আগুন নেভানোর পর দেখা যায়, একটি বগির কয়েকটি সিটের অংশবিশেষ পুড়ে গেছে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, অন্যান্য আরও কয়েকটি সিটে গান পাউডার জাতীয় মিশ্রণ ছড়িয়ে রাখা হয়েছিল। ধারণা করা হচ্ছে, দ্রুত আগুন ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে এগুলোতে পেট্রলজাতীয় তরল পদার্থ ঢালা হয়েছিল।

১৪ ঘণ্টা আগে

এক রশিতে ঝুলছিল স্বামী-স্ত্রীর মরদেহ

স্থানীয়রা জানান, আগুনমুখা নদীর তীরের ছোট ঘরটিতে রাকীব পরিবার নিয়ে থাকতেন। পেশায় তিনি একজন জেলে। সোমবার শ্বশুরবাড়ি ১২নং গাববুনিয়া গ্রাম থেকে স্ত্রী ও সন্তানকে নিয়ে নিজ বাড়িতে ফেরেন। রাত গভীর হওয়ার কিছুক্ষণ পরেই ঘটে এই ঘটনা।

১ দিন আগে

আজও ধানমন্ডি ৩২ নম্বর নিরাপত্তার চাদরে ঢাকা

মানবতাবিরোধী অপরাধের মামলায় ভারতে পালিয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘোষণার দিনে সোমবার (১৭ নভেম্বর) ধানমন্ডি ৩২ নম্বরে উত্তেজনা থাকলে মঙ্গলবার (১৮ নভেম্বর) এই এলাকার পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক।

২ দিন আগে