
লালমনিরহাট প্রতিনিধি

বৃষ্টিতে প্রাণ ফিরেছে উত্তরাঞ্চলের কৃষিতে। খাল-বিল, নদী-নালা ভরে উঠেছে বর্ষার জলে, আর সেই সঙ্গে প্রতিটি গ্রামের ফসলের মাঠে শুরু হয়েছে আমন ধান রোপণের ধুম। কৃষকদের ব্যস্ততা এখন তুঙ্গে, দম ফেলার সময় নেই।
লালমনিরহাট জেলাসহ রংপুর বিভাগের আটটি জেলায় এ বছর আষাঢ় মাসে তেমন বৃষ্টিপাত হয়নি। তবে শ্রাবণের শেষ সপ্তাহ থেকে শুরু হওয়া মুষলধারে বৃষ্টিতে ছবিটা সম্পূর্ণ পাল্টে গেছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) প্রতিটি গ্রামের মাঠেঘাটে বৃষ্টির পানিতে টইটুম্বর দেখা গেছে। এসময় কৃষক রোপা আমন ধানের চারা রোপণে ব্যস্ত সময় পার করছিলেন।
তবে একসঙ্গে সব মাঠে কাজ শুরু হওয়ায় কৃষি শ্রমিকের তীব্র সংকট দেখা দিয়েছে। চড়া দামে চুক্তিতে কৃষি শ্রমিকরা কাজ করছেন। এতে প্রতি একরে কৃষকদের অতিরিক্ত ১০ থেকে ১২ হাজার টাকা খরচ করতে হচ্ছে।
জেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, লালমনিরহাটে চলতি মৌসুমে ৫৩ হাজার ৫০৩ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যা থেকে এক লাখ ৬১ হাজার ৬৭৩ মেট্রিক টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এই লক্ষ্যমাত্রা অর্জনে অনেক কৃষককে প্রণোদনা হিসেবে ধানবীজ ও সার দেওয়া হয়েছে।
বিভিন্ন গ্রামে সরেজমিনে ঘুরে দেখা গেছে, বৃষ্টির অভাবে এ বছর আমন ধান রোপণ কিছুটা বিলম্বিত হয়েছে। তবে উঁচু জমিতে কৃষকরা ইতিমধ্যেই কৃত্রিম সেচ ব্যবহার করে রোপা আমন রোপণ শুরু করেছেন। রোপা আমন ধান মূলত প্রকৃতি-নির্ভর চাষাবাদ, যা বর্ষা মৌসুমের বৃষ্টিপাতের ওপর নির্ভরশীল।
তবে কিছু কৃষক আধুনিক কৃষির দিকে ঝুঁকছেন। তাঁরা উঁচু জমিতে সেচ দিয়ে চারা রোপণ করছেন। কালীগঞ্জ উপজেলা কৃষি দপ্তরের তথ্য অনুযায়ী, গত আষাঢ় মাসে বৃষ্টি না হওয়ায় ১৫-২০ ভাগ জমিতে সেচ দিয়ে আমন ধানের চারা রোপণ করা সম্ভব হয়েছে। শ্রাবণের শেষ সপ্তাহে মুষলধারে বৃষ্টি হওয়ায় মাঠে থাকা ফাঁকা জমিতে কৃষকরা এখন পুরোদমে রোপা আমন চারা রোপণ করছেন। আশা করা হচ্ছে, ভাদ্র মাসের প্রথম সপ্তাহেই জেলায় শতভাগ রোপা আমন চারা রোপণ সম্পন্ন হয়ে যাবে।
লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. সাইখুল আরিফিন জানিয়েছেন, আমন ধানের চাষাবাদ কিছুটা প্রকৃতি নির্ভর হওয়ায় বৃষ্টি বিলম্বিত হওয়ায় কৃষকদের সেচ দিয়ে চারা রোপণের পরামর্শ দেওয়া হয়েছে। কৃষি বিভাগের এই পরামর্শ মেনে অনেক কৃষক আষাঢ়-শ্রাবণ মাসেই প্রায় ১৫-২০ ভাগ জমিতে আমন ধানের চারা রোপণ করেছেন।
তবে শ্রাবণের শেষ দিক এবং ভাদ্র মাসের শুরু থেকে ভারী বৃষ্টিপাত হওয়ায় কৃষকদের কাজ আরও সহজ হয়েছে। তাদের জমি আগে থেকেই প্রস্তুত ছিল, আর বৃষ্টির পানিতে কাদা তৈরি হওয়ায় দ্রুত চারা রোপণ শুরু করতে পেরেছেন। বর্তমানে প্রায় ৯৬ ভাগ আমন ধানের চারা রোপণ সম্পন্ন হয়েছে বলে তিনি জানান।

বৃষ্টিতে প্রাণ ফিরেছে উত্তরাঞ্চলের কৃষিতে। খাল-বিল, নদী-নালা ভরে উঠেছে বর্ষার জলে, আর সেই সঙ্গে প্রতিটি গ্রামের ফসলের মাঠে শুরু হয়েছে আমন ধান রোপণের ধুম। কৃষকদের ব্যস্ততা এখন তুঙ্গে, দম ফেলার সময় নেই।
লালমনিরহাট জেলাসহ রংপুর বিভাগের আটটি জেলায় এ বছর আষাঢ় মাসে তেমন বৃষ্টিপাত হয়নি। তবে শ্রাবণের শেষ সপ্তাহ থেকে শুরু হওয়া মুষলধারে বৃষ্টিতে ছবিটা সম্পূর্ণ পাল্টে গেছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) প্রতিটি গ্রামের মাঠেঘাটে বৃষ্টির পানিতে টইটুম্বর দেখা গেছে। এসময় কৃষক রোপা আমন ধানের চারা রোপণে ব্যস্ত সময় পার করছিলেন।
তবে একসঙ্গে সব মাঠে কাজ শুরু হওয়ায় কৃষি শ্রমিকের তীব্র সংকট দেখা দিয়েছে। চড়া দামে চুক্তিতে কৃষি শ্রমিকরা কাজ করছেন। এতে প্রতি একরে কৃষকদের অতিরিক্ত ১০ থেকে ১২ হাজার টাকা খরচ করতে হচ্ছে।
জেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, লালমনিরহাটে চলতি মৌসুমে ৫৩ হাজার ৫০৩ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যা থেকে এক লাখ ৬১ হাজার ৬৭৩ মেট্রিক টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এই লক্ষ্যমাত্রা অর্জনে অনেক কৃষককে প্রণোদনা হিসেবে ধানবীজ ও সার দেওয়া হয়েছে।
বিভিন্ন গ্রামে সরেজমিনে ঘুরে দেখা গেছে, বৃষ্টির অভাবে এ বছর আমন ধান রোপণ কিছুটা বিলম্বিত হয়েছে। তবে উঁচু জমিতে কৃষকরা ইতিমধ্যেই কৃত্রিম সেচ ব্যবহার করে রোপা আমন রোপণ শুরু করেছেন। রোপা আমন ধান মূলত প্রকৃতি-নির্ভর চাষাবাদ, যা বর্ষা মৌসুমের বৃষ্টিপাতের ওপর নির্ভরশীল।
তবে কিছু কৃষক আধুনিক কৃষির দিকে ঝুঁকছেন। তাঁরা উঁচু জমিতে সেচ দিয়ে চারা রোপণ করছেন। কালীগঞ্জ উপজেলা কৃষি দপ্তরের তথ্য অনুযায়ী, গত আষাঢ় মাসে বৃষ্টি না হওয়ায় ১৫-২০ ভাগ জমিতে সেচ দিয়ে আমন ধানের চারা রোপণ করা সম্ভব হয়েছে। শ্রাবণের শেষ সপ্তাহে মুষলধারে বৃষ্টি হওয়ায় মাঠে থাকা ফাঁকা জমিতে কৃষকরা এখন পুরোদমে রোপা আমন চারা রোপণ করছেন। আশা করা হচ্ছে, ভাদ্র মাসের প্রথম সপ্তাহেই জেলায় শতভাগ রোপা আমন চারা রোপণ সম্পন্ন হয়ে যাবে।
লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. সাইখুল আরিফিন জানিয়েছেন, আমন ধানের চাষাবাদ কিছুটা প্রকৃতি নির্ভর হওয়ায় বৃষ্টি বিলম্বিত হওয়ায় কৃষকদের সেচ দিয়ে চারা রোপণের পরামর্শ দেওয়া হয়েছে। কৃষি বিভাগের এই পরামর্শ মেনে অনেক কৃষক আষাঢ়-শ্রাবণ মাসেই প্রায় ১৫-২০ ভাগ জমিতে আমন ধানের চারা রোপণ করেছেন।
তবে শ্রাবণের শেষ দিক এবং ভাদ্র মাসের শুরু থেকে ভারী বৃষ্টিপাত হওয়ায় কৃষকদের কাজ আরও সহজ হয়েছে। তাদের জমি আগে থেকেই প্রস্তুত ছিল, আর বৃষ্টির পানিতে কাদা তৈরি হওয়ায় দ্রুত চারা রোপণ শুরু করতে পেরেছেন। বর্তমানে প্রায় ৯৬ ভাগ আমন ধানের চারা রোপণ সম্পন্ন হয়েছে বলে তিনি জানান।

হাসনাত বলেন, যখন আমি বলেছিলাম যে কুমিল্লার অনেক আসনে বিএনপির রাজনীতি এখন আওয়ামী লীগের টাকায় চলে, তখন যারা আমার বিরুদ্ধে ঝাড়ু মিছিল বের করেছিলেন, আজ তাদের হাতেই শহিদ জিয়ার রাজনীতির জানাজা হচ্ছে।
২১ ঘণ্টা আগে
দলের মনোনয়নের তালিকায় নাম না থাকায় স্বতন্ত্র হিসেবে তিন আসনে তার মনোনয়নপত্র সংগ্রহের খবর জেলায় ‘টক অব দ্য টাউনে’ পরিণত হয়েছে। ‘সিলভার সেলিম’ স্বতন্ত্র প্রার্থী হলে ভোটের হিসাব কী দাঁড়াবে, তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা। কোনো কোনো আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ‘সুবিধা’ পেতে পারেন বলেও মনে করছেন ভোটারদের
১ দিন আগে
রাজশাহীর-১ (গোদাগাড়ী–তানোর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিনের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।আজ সোমবার বেলা সাড়ে ১১টায় গোদাগাড়ী উপজেলা নির্বাচন অফিস থেকে বিএনপির নেতাকর্মীরা তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
১ দিন আগে
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক মোহাম্মদ আখতারুজ্জামান সোমবার দুপুরে সাংবাদিকদের বলেন, “মোতালেব এখন আশঙ্কামুক্ত। তার মাথার বাম পাশে গুলি লেগেছে। হাসপাতালের সার্জারি ওয়ার্ডের ড্রেসিং রুমে তার প্রাথমিক চিকিৎসা হয়েছে।”
১ দিন আগে