চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা, বাড়তে পারে শীতের তীব্রতা

চুয়াডাঙ্গা প্রতিনিধি
আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৫, ০৯: ৫১
শীতে বিপাকে পড়েছে খেটেখাওয়া নিম্ন আয়ের মানুষ। ফাইল ছবি

সারাদেশে জেঁকে বসতে শুরু করেছে শীত। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা চুয়াডাঙ্গায়।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, মঙ্গলবার (২৩ ডিসেম্বর) জেলাটিতে তাপমাত্রা নেমে এসেছে ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসে।

অন্যদিকে, দেশের সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে টেকনাফে। কনকনে ঠান্ডার পাশাপাশি মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকা ও উত্তরাঞ্চলে ঘন কুয়াশার দাপট অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আগামী পাঁচ দিনের পূর্বাভাসে তাপমাত্রার এই নিম্নমুখী প্রবণতা আরও স্পষ্ট হওয়ার ইঙ্গিত পাওয়া গেছে।

সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া বুলেটিনে বলা হয়, সারা দেশের অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া মধ্যরাত থেকে পর দিন সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চল এবং নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

আবহাওয়া অফিস জানায়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর একটি বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ঢাকা-১০ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন আসিফ মাহমুদ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

১ দিন আগে

খুলনায় এনসিপি নেতাকে প্রকাশ্যে গুলি

ডা, মিতু লিখেছেন, এনসিপির খুলনা বিভাগীয় প্রধান ও এনসিপি শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারকে একটু আগে গুলি করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেলে নেওয়া হয়েছে।

১ দিন আগে

নেত্রকোনায় স্বেচ্ছাসেবক লীগের সদস্য সুমন বিস্ফোরক মামলায় কারাগারে

নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সুমন কুমার রায়কে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখালে আদালত এ আদেশ দেন।

২ দিন আগে

নিরাপত্তা শঙ্কায় ক্লাস নিতে অস্বীকৃতি রাবি শিক্ষকের

নিরাপত্তা শঙ্কায় ক্লাস-পরীক্ষা নিতে অস্বীকৃতি জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যায়ের (রাবি) কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক কাজী জাহিদ। রবিবার (২১ ডিসেম্বর) সকালে তিনি নিজের ফেসবুক টাইমলাইনে এক পোস্টে নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে এ কথা জানান।

২ দিন আগে