ভারতে ইলিশ রপ্তানি শুরু : প্রথম দিনেই গেল ৩৭ টন

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অন্তর্বর্তীকালীন সরকার ৩৭টি রপ্তানিকারক প্রতিষ্ঠানকে মোট ১২০০ মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানির অনুমতি দিয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে এর প্রথম চালান বেনাপোল বন্দর দিয়ে ভারতে প্রবেশ করে। প্রথম দিনে আটটি ট্রাকে করে ৩৭ টন ৪৬০ কেজি ইলিশ পাঠানো হয়েছে।

সরকার প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য নির্ধারণ করেছে সাড়ে ১২ মার্কিন ডলার (যা বাংলাদেশি টাকায় প্রায় ১৫৬৩ টাকা)।

এছাড়া ভারতে ইলিশ রপ্তানি করতে বেনাপোল কাস্টমস হাউজে কাগজপত্র দাখিল করেছে সিঅ্যান্ডএফ এজেন্ট রাহাত ট্রেড লিমিটেড বেনাপোল, বাংলাদেশ থেকে ভরতে ইলিশ রপ্তানিকারক প্রতিষ্ঠান মেসার্স সততা ফিশ বেনাপোল।

ভারতের এসব ইলিশ আমদানি করছে কলকাতার জয় শন্তসী মা এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান।

ইলিশ রপ্তানিকারক প্রতিষ্ঠান সততা ফিশের স্বত্বাধিকারী সাহাদুর রহমান খোকন জানান, সরকার তার প্রতিষ্ঠানকে ৪০ মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানির জন্য অনুমোদন দিয়েছে। প্রথম দিনে ৩০৬০ কেজি (৩ মেট্রিক টন) ইলিশ ভারতে রপ্তানি করা হয়েছে। সরকার আগামী ৫ অক্টোবর পর্যন্ত ভারতে ইলিশ রপ্তানির সময় নির্ধারণ করে দিয়েছে। এ নির্দিষ্ট সময়ের মধ্যে বাকি ইলিশ ভারতে রপ্তানি করা হবে বলে তিনি জানান।

বিষয়টি নিশ্চিত করে বেনাপোল মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ অফিসের পরিদর্শক আসওয়াদুল ইসলাম জানান, ১৬ সেপ্টেম্বর থেকে আগামী ৫ অক্টোবর পর্যন্ত ২০ দিনের মধ্যে ভারতে ইলিশ রপ্তানির সময় নির্ধারণ করে দিয়েছে সরকার।

ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

৫ ব্যাংক চূড়ান্তভাবে একীভূত হচ্ছে, বসছে প্রশাসক

সমস্যাগ্রস্ত পাঁচটি শরিয়াভিত্তিক বেসরকারি ব্যাংক একীভূত করে নতুন একটি ব্যাংক গঠনের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ।

১ দিন আগে

'দেশের সার্বিক মূল্যস্ফীতি মোটামুটি স্থিতিশীল'

দেশের সার্বিক মূল্যস্ফীতি মোটামুটি স্থিতিশীল, সম্প্রতি খাদ্য বর্হিভূত পণ্যে মূল্যস্ফীতি কমেছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। একইসঙ্গে আমেরিকা থেকে পণ্য আমদানি করলেও ভোক্তাদের ওপর তেমন কোনো প্রভাব পড়বে না বলেও জানান তিনি।

১ দিন আগে

২ মাসের এডিপি বাস্তবায়ন জুলাই আন্দোলনের সময়ের চেয়েও কম

আইএমইডির তথ্য বলছে, চলতি অর্থবছরের প্রথম দুই মাসে যেখানে এডিপি বাস্তবায়ন তথা অর্থ ব্যয় মোট বরাদ্দের ২ দশমিক ৩৯ শতাংশ, সেখানে গত অর্থবছরে তা ছিল ২ দশমিক ৫৭ শতাংশ।

২ দিন আগে

আরও ৩৫ কোটি ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক

সংশ্লিষ্টরা জানান, অর্থপাচার কমে যাওয়ায় রেমিট্যান্সে উচ্চ প্রবাহ এবং রপ্তানি আয় বেশি আসছে। এতে আগের সব বকেয়া পরিশোধের পরও রিজার্ভ বাড়ছে।

২ দিন আগে