রয়টার্সকে নাহিদ— অস্থিরতার কারণে এ বছরে নির্বাচন আয়োজন কঠিন হতে পারে

ডেস্ক, রাজনীতি ডটকম
রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে নাহিদ ইসলাম বলছেন, দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নির্বাচনের অনুকূলে নেই। ছবি: রয়টার্স

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সাধারণ মানুষের নিরাপত্তা এখনো পুরোপুরি নিশ্চিত করতে পারেনি বলে মনে করেন নবগঠিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। এ কারণে এ বছর জাতীয় নির্বাচন আয়োজন করা কঠিন হতে পারে বলে মনে করছেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, আমরা আশা করেছিলাম, কিছুটা সংস্কারের মাধ্যমে পুলিশের কার্যক্রম ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে। গত সাত মাসে পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও তা প্রত্যাশার চেয়ে কম। এখন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশ বাহিনীর যে অবস্থা, তা দেখে মনে হচ্ছে না যে এ বছর জাতীয় নির্বাচন আয়োজন করা সম্ভব।

বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে নাহিদ ইসলাম এসব কথা বলেন। বৃহস্পতিবার (৬ মার্চ) বিকেলে রয়টার্স সাক্ষাৎকারটি প্রকাশ করেছে।

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। শেখ হাসিনা পালিয়ে গিয়ে আশ্রয় নেন ভারতে। নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। এরপর থেকেই বিএনপিসহ কিছু রাজনৈতিক দল যত দ্রুতসম্ভব জাতীয় নির্বাচন দাবি করে আসছে। অন্যদিকে জামায়াতে ইসলামীসহ আরও কিছু রাজনৈতিক দলের দাবি, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করতে হবে।

এর মধ্যে ড. মুহাম্মদ ইউনূস বলে আসছেন, এ বছরের ডিসেম্বরেই নির্বাচন হতে পারে। সবশেষ বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আগামী ডিসেম্বর থেকে মার্চের মধ্যে হতে পারে নির্বাচন। বৃহস্পতিবারই বিবিসি এ সাক্ষাৎকার ছাপিয়েছে।

প্রধান উপদেষ্টার এমন বক্তব্যের বিপরীত অভিমতই প্রকাশ করলেন নাহিদ ইসলাম। সপ্তাহখানেক আগে তিনিও ছিলেন সরকারের অংশ। দুটি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। জুলাই অভ্যুত্থানের নেতৃত্বে থাকা ছাত্র ও তরুণদের নিয়ে জাতীয় নাগরিক পার্টি গড়ে তোলার জন্য তিনি সরকার থেকে সরে দাঁড়ান।

Nahid Islam Reutrers Interview Photo 06-03-2025 (2)

নাহিদ ইসলাম জাতীয় নির্বাচনের আগে ‘জুলাই ঘোষণাপত্র’ নিয়ে সবাইকে ঐকমত্য পোষণ করতে হবে বলে শর্ত জুড়ে। ছবি: রয়টার্স

রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, তরুণদের নতুন দলটি দেশের রাজনৈতিক পরিমণ্ডলে বড় ধরনের প্রভাব রাখবে। ভোটের রাজনীতিতেও নিয়ামক হয়ে উঠতে পারে দলটি।

গত ২৮ ফেব্রুয়ারি নাগরিক পার্টির আত্মপ্রকাশের অনুষ্ঠানে নাহিদ ইসলাম বলেছিলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় তারা নতুন বাংলাদেশের জন্য নতুন সংবিধান চান, জাতীয় নির্বাচনের বদলে চান গণপরিষদ নির্বাচন। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে অবশ্য তিনি বলেছেন, জাতীয় নির্বাচনের জন্যই তারা প্রস্তুত। তবে এর আগে ‘জুলাই ঘোষণাপত্র’ নিয়ে জাতীয় ঐকমত্যের শর্ত জুড়ে দিয়েছেন তিনি।

নাহিদ বলেন, নির্বাচন যখনই হোক, আমরা অংশ নিতে প্রস্তুত। তবে নির্বাচনের আগে ‘জুলাই ঘোষণাপত্র’ নিয়ে রাজনৈতিক দল ও ছাত্র আন্দোলনের নেতাদের ঐকমত্যে পৌঁছানো জরুরি। আমরা যদি এক মাসের মধ্যে ঐকমত্যে পৌঁছাতে পারি, তাহলে তাৎক্ষণিকভাবে নির্বাচনের ডাক দিতে পারি। কিন্তু ঐকমত্যে পৌঁছাতে আরও বেশি সময় লাগলে নির্বাচনও পিছিয়ে যাওয়া উচিত।

সমাজের বিত্তশালীদের অনেকেই নাগরিক পার্টিকে অর্থ সহায়তা করলেও পার্টির তহবিলের জন্য সাধারণ মানুষের ওপরই ভরসা করতে চান বলে জানান নাহিদ। তিনি বলেন, আমরা শিগগিরই নতুন অফিসের জন্য ক্রাউডফান্ডিং শুরু করব এবং নির্বাচনের জন্যও একটি তহবিল গঠন করব।

আরও পড়ুন-

ডিসেম্বরে নির্বাচন আয়োজনে ইসি কতটা প্রস্তুত?

ডিসেম্বরেই জাতীয় নির্বাচন হতে পারে: প্রধান উপদেষ্টা

সরকার ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে : ফখরুল

বেশি সংস্কার না চাইলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন: প্রেস সচিব

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

এনসিপির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকারকে বহিষ্কার

দলীয় শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে বিজ্ঞপ্তিতে বিস্তারিত কোমো তথ্য দেওয়া হয়নি। তবে মাহিন সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের জন্য স্বতন্ত্রদের একটি প্যানেল 'ডিইউ ফার্স্টে'র হয়ে সাধারণ সম্পাদক (জিএস) হিসাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন।

১৭ ঘণ্টা আগে

ডাকসুর মনোনয়ন ফরম সংগ্রহ ও জমার সময় বাড়ল

বিজ্ঞপ্তি অনুযায়ী, এই নির্বাচনে অংশ নিতে আগ্রহীরা মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবেন। মনোনয়ন ফরম জমা দিতে পারবেন বুধবার (২০ আগস্ট) বিকেল ৫টা পর্যন্ত।

১৮ ঘণ্টা আগে

ডাকসু নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি : ছাত্রদল

তিনি বলেন, ‘আজকে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল সংসদ এবং কেন্দ্রীয় ডাকসুর মনোনয়ন ফরম সংগ্রহের শেষ দিন। তারই ধারাবাহিকতায় ফজিলাতুন্নেছা মুজিব হলের ছাত্রদলের কিছু শিক্ষার্থী এবং কিছু সাধারণ শিক্ষার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করতে যায় বিকাল সাড়ে ৩টার পরে। ঠিক সেই সময় ফজিলাতুন্নেছা মুজিব হলের একদল উগ্র শ

১৯ ঘণ্টা আগে

ডাকসু নির্বাচন— কোন প্যানেলে ভিপি-জিএস প্রার্থী কারা

এর বাইরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরিচিতমুখ উমামা ফাতেমার নেতৃত্বে রয়েছে একটি স্বতন্ত্র প্যানেল। ‘ডাকসু ফর চেঞ্জ’ স্লোগান নিয়ে ছাত্র অধিকার পরিষদ সভাপতি বিন ইয়ামিন মোল্লা লড়বেন আরেকটি প্যানেল নিয়ে। রয়েছে আরও কিছু স্বতন্ত্র প্যানেল, যেগুলো এখনো চূড়ান্ত হয়নি।

২১ ঘণ্টা আগে