বাকেরকে সমর্থন, ডাকসু থেকে সরে দাঁড়ালেন মাহিন সরকার

ঢাবি প্রতিনিধি
আবু বাকেরকে সঙ্গে নিয়ে তাকে সমর্থন জানিয়ে ডাকসু নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন মাহিন সরকার। ছবি: রাজনীতি ডটকম

আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ নেই৷ তবে সংবাদ সম্মেলন করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন সমন্বিত শিক্ষার্থী সংসদ প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী মাহিন সরকার।

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) বৈষম্যবিরোধী প্যানেলের জিএস প্রার্থী আবু বাকের মজুমদারকে সমর্থন জানিয়েছেন মাহিন। এর আগে এই নির্বাচনে অংশ নিতে মনোনয়ন ফরম সংগ্রহ করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে বহিষ্কৃত হয়েছিলেন তিনি।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনের সামনে এক সংবাদ সম্মেলনে মাহিন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দে । এ সময় আবু বাকের মজুমদার তার পাশে ছিলেন।

সংবাদ সম্মেলনে আবু বাকের মজুমদারকে সমর্থন দিয়ে মাহিন সরকার বলেন, আমার কাছে সবসময় মনে হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নয়, সব জায়গায় গণঅভ্যুত্থানের শক্তির মধ্যে ঐক্য প্রয়োজন। সে জায়গা থেকে আমি মনে করছি, ডাকসু নির্বাচনে গণঅভ্যুত্থানের সামনের সারির নেতৃত্ব নির্বাচিত হতে পারে তাহলে যে কারও চাইতে ঢাবি শিক্ষার্থীদের প্রতি তারা বেশি দায়বদ্ধতা অনুভব করবে।

তিনি বলেন, যারা এর আগে ঢাবি শিক্ষার্থীদের স্বার্থে লড়াই-সংগ্রাম করেছে, তারাই তাদের পরিশ্রমের মর্ম বুঝবে এবং তাদের জন্য বেশি কাজ করবে। সে জায়গা থেকে আমার মনে হচ্ছে আবু বাকের মজুমদার জিএস পদে নির্বাচিত হতে পারে, তা আমার বিজয় বলে সূচিত হবে।

মাহিন আরও বলেন, আমি আমার সমর্থন আবু বাকের মজুমদারের প্রতি ব্যক্ত করছি। আমি ডাকসু নির্বাচনের সব ভোটারের প্রতি আহবান জানাচ্ছি, আবু বাকের মজুমদারকে আপনারা জিএস পদে বিজয়ী করুন।

মাহিন সরকার এনসিপির যুগ্ম সদস্য সচিব ছিলেন। এদিকে বাগছাসের সঙ্গে সরাসরি সম্পর্ক না থাকলেও এনসিপি-বাগছাস দুটিই জুলাই আন্দোলন থেকে গড়ে ওঠা দল ও সংগঠন। বাগছাসের প্রতি এনসিপির পূর্ণ সমর্থন রয়েছে বলে ধারণা করা যায়। এ অবস্থায় ডাকসু নির্বাচনে বাগছাস পূর্ণাঙ্গ প্যানেলে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেওয়ার পরও মাহিন মনোনয়ন ফরম নিলে তাকে এনসিপি থেকে বহিষ্কার করা হয়।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে না গণঅধিকার পরিষদ

তিনি বলেছেন, জামাতের আমির, ইসলামী আন্দোলনের আমিরসহ যে সমস্ত জাতীয় নেতৃবৃন্দ গণঅভ্যুত্থান-পরবর্তী রাষ্ট্র সংস্কারের আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন এবং আগামীর বাংলাদেশ নির্মাণে ভূমিকা রাখবেন, তাদের প্রতি সম্মান দেখিয়ে রাজনৈতিক দলগুলো যেন এসব জাতীয় নেতৃবৃন্দের এলাকায় প্রার্থী না দিয়ে নতুন উদাহরণ সৃষ্টি

১৫ ঘণ্টা আগে

এনসিপির কেন্দ্রীয় নির্বাচন সেলে যুক্ত হলেন যারা

সেলগুলোর মধ্যে রয়েছে- আইটি সেল, প্রচার ও প্রকাশনা সেল, দপ্তর সেল, মিডিয়া সেল, অর্থ সেল এবং বিভাগীয় সাংগঠনিক সম্পাদক।

১৫ ঘণ্টা আগে

কারো দলীয় স্বার্থ বাস্তবায়ন করা এই সরকারের কাজ নয় : তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, “ফ্যাসিবাদী শাসনামলে ফ্যাসিবাদের রোষানল থেকে বাঁচতে ফ্যাসিবাদবিরোধীদের কেউ কেউ ‘গুপ্ত কৌশল’ অবলম্বন করেছিল।’ একইভাবে পতিত-পরাজিত ফ্যাসিবাদী অপশক্তিও বর্তমানে ‘গুপ্ত কৌশল’ অবলম্বন করে দেশের গণতন্ত্রে উত্তরণের পথকে বাধাগ্রস্ত করে কি না, সে ব্যাপারে সজাগ দৃষ্টি রাখার

১৬ ঘণ্টা আগে

জামায়াতসহ ৮ দলের কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

এদিনের বৈঠকে আগামী ১১ নভেম্বর ঢাকার সমাবেশ সফল করার আহ্বান জানান আট দলের নেতারা। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি ও জাতীয় নির্বাচনের আগে গণভোটসহ পাঁচ দফা দাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। তার আগে দাবি মেনে নেওয়া না হলে সমাবেশ থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানানো হয়।

১৬ ঘণ্টা আগে