তিয়াত্তরের মতো ডাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে: ভিপি প্রার্থী কাদের

ঢাবি প্রতিনিধি
আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ২০: ০৭

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ঘিরে বিশেষ গোষ্ঠীকে সুবিধা দেয়ার পাঁয়তারা চলছে বলে অভিযোগ করেছেন বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের ভিপিপ্রার্থী আবদুল কাদের। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।

আব্দুল কাদের বলেন, ১৯৭৩ সালের নির্বাচনের মতো এবারো বিশেষ গোষ্ঠী ডাকসুকে বানচালের ষড়যন্ত্র করছে। নির্বাচন বহাল রেখে আদালতের রায়ে শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে। আমরা রায়কে সাধুবাদ জানাই।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ৫৭টি বিভাগে পরীক্ষা চলমান থাকার পরও নির্বাচন অনুষ্ঠিত হওয়া শিক্ষার্থীদের মনোযোগ বিচ্ছিন্ন করছে। দূরবর্তী স্থানে ভোটকেন্দ্র স্থাপন, সেনা মোতায়নের গুজব, একটানা ৬-৭ দিনের ছুটি তৈরি করা এসবই শিক্ষার্থীদের নিরুৎসাহিত করার প্রয়াস। কমিশন শিক্ষার্থীদের প্রস্তাবনা উপেক্ষা করে বারবার নিজেদের পরিকল্পনা চাপিয়ে দিচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি।

এ সময় বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের জিএস প্রার্থী আবু বাকের মজুমদার বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন চায় না শিক্ষার্থীরা সুষ্ঠুভাবে ভোট দিক। এ কারণেই ভোটকেন্দ্র হল থেকে অনেক দূরে দিয়েছে। বর্তমানে আটটি ভোটকেন্দ্র আছে, সামান্য পুনর্বিন্যাস করলে শিক্ষার্থী বান্ধব পরিবেশ তৈরি করা যাবে বলে তিনি আশা করেন।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ডাকসু প্রার্থীকে ধর্ষণের হুমকি দেওয়া আলী হুসেনকে ঢাবি থেকে বহিষ্কার

১৬ ঘণ্টা আগে

মেঘমল্লার বসুর অস্ত্রোপচার সফল

মেঘের সংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের এক বার্তায় বলা হয়েছে, মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাত ৯টায় রাজধানীর হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে সার্জন এ বি এম খুরশীদ আলমের তত্ত্বাবধানে তার অ্যাপেনডিক্সের অস্ত্রোপচারটি সফল হয়েছে।

১৭ ঘণ্টা আগে

ডাকসু নিয়ে আপিল বিভাগের ফুলকোর্ট শুনানি আজ

সোমবার হাইকোর্টের ওই আদেশের পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস উত্তাল হয়ে ওঠে। আইনি মারপ্যাঁচ ডাকসু নির্বাচন স্থগিত করার মাধ্যমে গণতান্ত্রিক চর্চা বাধাগ্রস্ত করার অভিযোগ তোলেন তারা। পরে চেম্বার জজ হাইকোর্টের আদেশ স্থগিত করলে তারা উল্লাস করেন।

১৮ ঘণ্টা আগে

নির্বাচনি পরিবেশ নিয়ে উদ্বেগ, প্রধান উপদেষ্টাকে নানা পরামর্শ রাজনৈতিক নেতাদের

এ সময় তারা নির্বাচনী পরিবেশ তৈরির জন্য সরকারকে আরও কঠোর হওয়ার পরামর্শও দিয়েছেন। এ ছাড়া নির্বাচন পদ্ধতি নিয়েও কথা বলেছেন কেউ কেউ। পাশাপাশি আওয়ামী লীগ সরকারের চিহ্নিত সন্ত্রাসী, দোসরদের গ্রেপ্তার করা ও প্রশাসনের দলবাজদের চাকরিচ্যুত করারও দাবি জানান নেতারা।

১ দিন আগে