নির্বাচনকে ব্যাহত করার চেষ্টা করে লাভ নাই: আমীর খসরু

প্রতিবেদক, রাজনীতি ডটকম

নির্বাচনকে ব্যাহত করার চেষ্টা করে লাভ নাই উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন না হওয়ার কোনো লক্ষণ আমি দেখছেন না, বরং নির্বাচন হওয়ার প্রস্তুতি চলছে। সারা দেশের মানুষ প্রস্তুতি নিচ্ছে নির্বাচনের জন্য। আগামী দিনের নির্বাচনকে ব্যাহত করার চেষ্টা করে তো লাভ নাই বলেন তিনি।

রোববার (২৯ জুন) গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এর আগে কানাডিয়ান হাইকমিশনার অজিত সিংয়ের সঙ্গে বিএনপির প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে নেতৃত্ব দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির এই নেতা অভিযোগ করেন, কুমিল্লার ঘটনাকে রাজনীতিকীকরণ করে একটি পক্ষ নির্বাচনী বৈতরণী পার হওয়ার চেষ্টা করছে। তিনি বলেন, ‘সমস্যা হচ্ছে—সমস্যা সমাধান না করে রাজনীতিকীকরণের পথ বেছে নিলে সমস্যা কিন্তু বাড়তে থাকবে। সারা দেশে এ রকম অনেক ঘটনা ঘটছে। সুতরাং একটা বিষয় পরিষ্কার হতে হবে—যারা এ বিষয়গুলো রাজনীতিকীকরণের মাধ্যমে আগামী দিনের তাদের নির্বাচনী বৈতরণী পার হওয়ার সুযোগ খুঁজছে, তাদের সেটা সফল হওয়ার সুযোগ নাই। কারণ, মিথ্যাচারের মাধ্যমে মানুষের চোখ অন্য দিকে নিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। কারা করেছে, সবাই জানে।’

আমীর খসরু আরও বলেন, ‘আগামী দিনে নির্বাচনে সুবিধা নেওয়ার জন্য, নিজেদের নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য এ ধরনের কর্মকাণ্ডকে সমাধান না করে এটাকে রাজনীতিকীকরণের যে কথাবার্তা চলছে, এটা খুব দুঃখজনক। এখান থেকে বেরিয়ে আসতে হবে। এর বিরুদ্ধে সরকারকে আরও সক্ষম হতে হবে।’

কানাডিয়ান হাইকমিশনারের সঙ্গে বৈঠক প্রসঙ্গে আমীর খসরু বলেন, আলোচনার বিষয়বস্তু স্বাভাবিকভাবেই ফেব্রুয়ারির নির্বাচন। নির্বাচনের প্রস্তুতি, সরকারের পক্ষ থেকে প্রস্তুতি, রাজনৈতিক দলগুলোর প্রস্তুতি, বিএনপির প্রস্তুতি—এগুলো নিয়ে আলোচনা হয়েছে। নির্বাচনে তাদের (কানাডা) সহযোগিতা থাকবে। নির্বাচন কমিশনের সঙ্গেও তারা কাজ করতে প্রস্তুত রয়েছে।

এ ছাড়া বাংলাদেশের সঙ্গে কানাডা-সম্পর্কিত যে বিষয়গুলো রয়েছে, সেগুলো নিয়েও আলোচনা হয়েছে বলে জানান খসরু।

এর আগে আজ বিকেলে কানাডিয়ান হাইকমিশনার অজিত সিং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গুলশানে দলটির চেয়ারপারসনের কার্যালয়ে আসেন। এ সময় কানাডিয়ান হাইকমিশনার ও বিএনপি মহাসচিব বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। বিএনপি মহাসচিবের সঙ্গে এ সময় দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদও উপস্থিত ছিলেন।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

স্বৈরাচার সরকারের মন্ত্রী হতে বলেছিল, কিন্তু আপস করিনি : আমীর খসরু

শনিবার (১০ জানুয়ারি) বিকেলে চট্টগ্রাম নগরের আগ্রাবাদ সিডিএ বালুর মাঠে বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিল ও আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এই সভা আয়োজন করা হয়েছে।

১ দিন আগে

তারেক রহমান বিএনপির চেয়ারম্যান হওয়ায় ঢাবি সাদা দলের শুভেচ্ছা

নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিন ধরে প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতিতেও অত্যন্ত দক্ষতা ও দূরদর্শিতার সাথে দলকে সুসংগঠিত রাখতে তারেক রহমান যে নেতৃত্বের পরিচয় দিয়েছেন, তা বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে এক অবিস্মরণীয় ভূমিকা পালন করছে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের হাত ধরেই দেশে গণতন্ত্র ও মানুষের অধিকার পুনরুদ

১ দিন আগে

ব্যারিস্টার কাজলের নেতৃত্বে বিএনপির আইনি সহায়তা সাব-কমিটি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক পত্রে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। আইনি সহায়তা সাব-কমিটির অন্য সদস্যদের নাম শিগগিরই ঘোষণা করা হবে বলে পত্রে উল্লেখ করা হয়েছে।

১ দিন আগে

বিড়ি বক্তব্যে আলোচিত ড. ফয়জুল হককে শোকজ

নোটিশে ফয়জুল হকের বিরুদ্ধে নির্বাচনী প্রচারণায় ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে বা ধর্মকে ব্যবহার করে ভোট প্রার্থনার অভিযোগ করা হয়েছে। এ বিষয়ে ১২ জানুয়ারি সোমবার সশরীরে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির প্রধানের কার্যালয়ে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

১ দিন আগে