আপনি বললেই তো নির্বাচন হবে না: প্রধান উপদেষ্টাকে মান্না

প্রতিবেদক, রাজনীতি ডটকম

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উদ্দেশে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, আমরা তার (ড. ইউনূস) সঙ্গে দেখা করে প্রস্তাব করলাম যে, আপনার উচিত হবে সব পার্টিকে নিয়ে একটা কাউন্সিল করা। যখন-তখন দরকার হলে বসবেন, কথা বলবেন। সংকট হলে, তাদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিয়ে সেভাবে দেশ চালাবেন। কিন্তু একদিনও সেটি করেননি। যখন সংকট হয় তখন শুধু আমাদের ডাকেন।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে গণতন্ত্র মঞ্চ আয়োজিত ‘বর্তমান রাজনৈতিক বাস্তবতা এবং করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

ড. ইউনূসের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, প্রফেসর ইউনূসকে আমি বলি, ওই রকম করে আপনার দৃঢ়তা দেখানোর তো কোনো দরকার নেই যে ‘নির্বাচন হবেই’। আরে, আপনি বললেই তো হবে না। আপনি বললেই তো পাথর আটকাতে পারেন না, বালু আটকাতে পারেন না, ধর্ষণ আটকাতে পারেন না। কারণ, আপনি যে সরকার চালান সেই ‘সরকার’ শব্দটাকেই মূলত ঠিকভাবে জানেন না। কারও ওপর আপনার নিয়ন্ত্রণ নেই।

তিনি প্রধান উপদেষ্টাকে পরামর্শ দিয়ে বলেন, আলাদা করে তিন দল, আলাদা করে সাত দলকে ডাকা না রেখে একসঙ্গে সব দলকে ডাকুন। ডেকে বলুন, এটাই বাংলাদেশের চিত্র। আমি চাই আপনারা আমাকে সাহায্য করুন যেন এই ভোটটা আমি করতে পারি। শুধু রাজনৈতিক দল নয়, যত স্টেকহোল্ডার আছে-আর্মি, পুলিশ-সবাইকে ডেকে কথা বলুন।

সব সংস্কারের আগে পুলিশ সংস্কারের প্রয়োজন ছিল জানিয়ে মান্না বলেন, কোনো এলাকায় পুলিশ কারও কথা শোনে না। সরকার বলে কিছু আছে? সাদা পাথর চলে যায়, বালু চলে যায়। সরকার ঠেকাতে পারে না।

আলোচনা সভায় বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গণতন্ত্র মঞ্চভুক্ত দলগুলোর শীর্ষ নেতারা বক্তব্য রাখেন।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

নির্বাচনি কার্যক্রম শুরু করতে ১ জানুয়ারি সিলেট যাচ্ছেন তারেক রহমান

নতুন বছরের প্রথম দিন আগামী বৃহস্পতিবার (১ জানুয়ারি) সিলেট সফরে যাওয়ার পরিকল্পনা করেছেন তিনি। ১৭ বছরের বিরতিতে দেশে ফেরার পর এটিই হবে তার প্রথম রাজনৈতিক সফর।

৩ ঘণ্টা আগে

ভোট থেকে সরে দাঁড়ালেন এনসিপির মনিরা শারমিন ও মনজিলা ঝুমা

রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে মনিরা ও দিবাগত মধ্যরাতে মনজিলা নিজেদের ফেসবুক প্রোফাইলে পোস্টের মাধ্যমে এ ঘোষণা দেন। এর মধ্যে মনিরা সরাসরি জামায়াতের সঙ্গে এনসিপির জোটকে তার সিদ্ধান্তের নেপথ্যের কারণ হিসেবে উল্লেখ করেছেন। মনজিলা এ বিষয়ে কোনো কারণ উল্লেখ করেননি।

৩ ঘণ্টা আগে

খালেদা জিয়ার আসনগুলোতে প্রস্তুত ‘বিকল্প প্রার্থী’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৩, বগুড়া-৭ ও ফেনী-১ আসন থেকে খালেদা জিয়া নির্বাচন করবেন বলে জানিয়েছিল বিএনপি। তবে তার শারীরিক অবস্থা সংকটাপন্ন বিবেচনায় এসব আসনে বিকল্প প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছে বিএনপি সূত্র।

৫ ঘণ্টা আগে

তাসনিম-তাজনূভারা এনসিপির সঙ্গেই থাকবেন— আশা নাহিদের

এ জোটের বিরোধিতাকারী ও দল থেকে পদত্যাগকারীদের বিষয়ে জানতে চাইলে এনসিপির আহ্বায়ক বলেন, ‘যারা বিরোধিতা করছে, তাদের সঙ্গে আমরা কথা বলব। তাদের আরও বোঝানোর চেষ্টা করব। আশা করি, তারা এনসিপির এই সিদ্ধান্তের সাঙ্গেই থাকবে।’

১৪ ঘণ্টা আগে