অরুণ কুমার
বাদুড় শব্দটা শুনলেই বেশ কয়েকটা শব্দ সাথে সাথে মনে আসে। কালো, অন্ধকার, রাত, অন্ধ। কালো আসে কারণ মিশেমিশে কালোর তার গায়ের রং। অন্ধকার আসে কারণ, অন্ধকারেই তাদের যত বাহাদূরি, সাথে গায়ের রংটাও কালো কিনা। রাত শব্দটা মনে আসে কারণ, জীবিত কোনো বাদুড়কে দিনের বেলায় ঘোরাঘুরি করতে দেখা যায়না । অন্ধকারে এরা স্বাচ্ছন্দে চলাচল করতে পারে। চলে শব্দ তরঙ্গ ব্যবহার করে।বাদুড়’ শব্দটা শুনলেই বেশ কয়েকটা শব্দ সাথে সাথে মনে আসে। কালো, অন্ধকার, রাত, অন্ধ। কালো আসে কারণ মিশেমিশে কালোর তার গায়ের রং। অন্ধকার আসে কারণ, অন্ধকারেই তাদের যত বাহাদূরি, সাথে গায়ের রংটাও কালো কিনা। রাত শব্দটা মনে আসে কারণ, জীবিত কোনো বাদুড়কে দিনের বেলায় ঘোরাঘুরি করতে দেখা যায়না । অন্ধকারে এরা স্বাচ্ছন্দে চলাচল করতে পারে। চলে শব্দ তরঙ্গ ব্যবহার করে।বাদুড় শব্দটা শুনলেই বেশ কয়েকটা শব্দ সাথে সাথে মনে আসে। কালো, অন্ধকার, রাত, অন্ধ। কালো আসে কারণ মিশেমিশে কালোর তার গায়ের রং। অন্ধকার আসে কারণ, অন্ধকারেই তাদের যত বাহাদূরি, সাথে গায়ের রংটাও কালো কিনা। রাত শব্দটা মনে আসে কারণ, জীবিত কোনো বাদুড়কে দিনের বেলায় ঘোরাঘুরি করতে দেখা যায়না । অন্ধকারে এরা স্বাচ্ছন্দে চলাচল করতে পারে। চলে শব্দ তরঙ্গ ব্যবহার করে।বাদুড়’ শব্দটা শুনলেই বেশ কয়েকটা শব্দ সাথে সাথে মনে আসে। কালো, অন্ধকার, রাত, অন্ধ। কালো আসে কারণ মিশেমিশে কালোর তার গায়ের রং। অন্ধকার আসে কারণ, অন্ধকারেই তাদের যত বাহাদূরি, সাথে গায়ের রংটাও কালো কিনা। রাত শব্দটা মনে আসে কারণ, জীবিত কোনো বাদুড়কে দিনের বেলায় ঘোরাঘুরি করতে দেখা যায়না । অন্ধকারে এরা স্বাচ্ছন্দে চলাচল করতে পারে। চলে শব্দ তরঙ্গ ব্যবহার করে।বাদুড় শব্দটা শুনলেই বেশ কয়েকটা শব্দ সাথে সাথে মনে আসে। কালো, অন্ধকার, রাত, অন্ধ। কালো আসে কারণ মিশেমিশে কালোর তার গায়ের রং। অন্ধকার আসে কারণ, অন্ধকারেই তাদের যত বাহাদূরি, সাথে গায়ের রংটাও কালো কিনা। রাত শব্দটা মনে আসে কারণ, জীবিত কোনো বাদুড়কে দিনের বেলায় ঘোরাঘুরি করতে দেখা যায়না । অন্ধকারে এরা স্বাচ্ছন্দে চলাচল করতে পারে। চলে শব্দ তরঙ্গ ব্যবহার করে।বাদুড়’ শব্দটা শুনলেই বেশ কয়েকটা শব্দ সাথে সাথে মনে আসে। কালো, অন্ধকার, রাত, অন্ধ। কালো আসে কারণ মিশেমিশে কালোর তার গায়ের রং। অন্ধকার আসে কারণ, অন্ধকারেই তাদের যত বাহাদূরি, সাথে গায়ের রংটাও কালো কিনা। রাত শব্দটা মনে আসে কারণ, জীবিত কোনো বাদুড়কে দিনের বেলায় ঘোরাঘুরি করতে দেখা যায়না । অন্ধকারে এরা স্বাচ্ছন্দে চলাচল করতে পারে। চলে শব্দ তরঙ্গ ব্যবহার করে।বাদুড় শব্দটা শুনলেই বেশ কয়েকটা শব্দ সাথে সাথে মনে আসে। কালো, অন্ধকার, রাত, অন্ধ। কালো আসে কারণ মিশেমিশে কালোর তার গায়ের রং। অন্ধকার আসে কারণ, অন্ধকারেই তাদের যত বাহাদূরি, সাথে গায়ের রংটাও কালো কিনা। রাত শব্দটা মনে আসে কারণ, জীবিত কোনো বাদুড়কে দিনের বেলায় ঘোরাঘুরি করতে দেখা যায়না । অন্ধকারে এরা স্বাচ্ছন্দে চলাচল করতে পারে। চলে শব্দ তরঙ্গ ব্যবহার করে।বাদুড়’ শব্দটা শুনলেই বেশ কয়েকটা শব্দ সাথে সাথে মনে আসে। কালো, অন্ধকার, রাত, অন্ধ। কালো আসে কারণ মিশেমিশে কালোর তার গায়ের রং। অন্ধকার আসে কারণ, অন্ধকারেই তাদের যত বাহাদূরি, সাথে গায়ের রংটাও কালো কিনা। রাত শব্দটা মনে আসে কারণ, জীবিত কোনো বাদুড়কে দিনের বেলায় ঘোরাঘুরি করতে দেখা যায়না । অন্ধকারে এরা স্বাচ্ছন্দে চলাচল করতে পারে। চলে শব্দ তরঙ্গ ব্যবহার করে।
অদ্ভুত হওয়ার জন্য আর বৈশিষ্ট্য রয়েছে এদের। পাখি নয়, শেয়ালমুখো এক প্রাণী। কানদুটো আবার খরগোশের মতো। পাখি না হয়েও উড়তে পারে। ডানা আছে কিন্তু পাখা নেই। ডানাদুটো দেখতে আবার ছাতার মতো! যতই আজব হোক বাদুড়ের ক্ষেত্রে এগুলোই আসল বাস্তবতা। বরং এর ব্যতিক্রম ঘটলেই হবে আজব ব্যাপর।
এই বাদড়ের আমার রকমফের আছে। লিচু গাছে কিছুটা বড় উড়ুক্কপ্রাণী রাতে আক্রমণ করে, তারাও যেমন বাদুড়। আবার অন্ধকার পুঁতিগন্ধময় ঘরের ফাঁকফোঁকরে যেসব চামচিকা আছে, সেগুলোও বাদুড়। ফ্যান্টসি সিনেমায় এক ধরনের বাদুড় দেখা যায়, বিশাল তাদের আকৃতি। ঝটিকা আক্রমণ করে এরা মানুষ তুলে নিয়ে যায়। এরা হলো ভ্যাম্পায়ার বাদুড়। বাম স্টোকারের বিখ্যাত উপন্যাস ‘ড্রাকুলা’ থেকে এই ধরনের বাদুড় মানুষের কল্পনায় আসন গেঁড়ে বসে আছে। কিন্তু বাস্তবে এমন বাদুড় এখন কোথাও মিলবে না। তবে খুদে ছোট ছোট ভ্যাম্পায়ার বা রক্তচোষা বাদুড় আছে। এরা রাতে পশুদের ওপর চড়াও হয়ে রক্ত চুষে খায়।
আরেক রকমের বাদুড় আছে, বেশ আজব। কারণ এর গায়ের রং। কালো আর বাদামী বাদুড় দেখেই আমরা অভ্যস্ত কিন্তু এক ধরেনর বাদুড়ের অস্তিত্ব পাওয়া যায় এক দশক আগে, যারা সাদাকালো! নতুন প্রজাতির এই বাদুড়ের সন্ধান মেলে দক্ষিণ সুদানে। যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ার বাকনেল বিশ্ববিদ্যালয়, ফ্লোরা অ্যান্ড ফানা ইন্টারন্যাশনাল এবং দক্ষিণ সুদানে জীববৈচিত্র ও পর্যটন মন্ত্রণালয়ের যৌথ গবেষকদল এই বাদুড় আবিষ্কার করেন।
এই বাদুড় যখন আবিষ্কার করা হয়। তখন বিজ্ঞানীরা একটা ঝামেলায় পড়ে যান, কারণ জীববিজ্ঞানের প্রচলিত শ্রেণিবিন্যাসের কোনো ঘরেই একে ফেলা যাচ্ছিল না। তাই বিজ্ঞানীরা এই প্রাণীটার জন্য Niumbaha সম্পূর্ণ নতুন এক গ্রুপ খোলেন।
সূত্র : বিবিসি নেচার
বাদুড় শব্দটা শুনলেই বেশ কয়েকটা শব্দ সাথে সাথে মনে আসে। কালো, অন্ধকার, রাত, অন্ধ। কালো আসে কারণ মিশেমিশে কালোর তার গায়ের রং। অন্ধকার আসে কারণ, অন্ধকারেই তাদের যত বাহাদূরি, সাথে গায়ের রংটাও কালো কিনা। রাত শব্দটা মনে আসে কারণ, জীবিত কোনো বাদুড়কে দিনের বেলায় ঘোরাঘুরি করতে দেখা যায়না । অন্ধকারে এরা স্বাচ্ছন্দে চলাচল করতে পারে। চলে শব্দ তরঙ্গ ব্যবহার করে।বাদুড়’ শব্দটা শুনলেই বেশ কয়েকটা শব্দ সাথে সাথে মনে আসে। কালো, অন্ধকার, রাত, অন্ধ। কালো আসে কারণ মিশেমিশে কালোর তার গায়ের রং। অন্ধকার আসে কারণ, অন্ধকারেই তাদের যত বাহাদূরি, সাথে গায়ের রংটাও কালো কিনা। রাত শব্দটা মনে আসে কারণ, জীবিত কোনো বাদুড়কে দিনের বেলায় ঘোরাঘুরি করতে দেখা যায়না । অন্ধকারে এরা স্বাচ্ছন্দে চলাচল করতে পারে। চলে শব্দ তরঙ্গ ব্যবহার করে।বাদুড় শব্দটা শুনলেই বেশ কয়েকটা শব্দ সাথে সাথে মনে আসে। কালো, অন্ধকার, রাত, অন্ধ। কালো আসে কারণ মিশেমিশে কালোর তার গায়ের রং। অন্ধকার আসে কারণ, অন্ধকারেই তাদের যত বাহাদূরি, সাথে গায়ের রংটাও কালো কিনা। রাত শব্দটা মনে আসে কারণ, জীবিত কোনো বাদুড়কে দিনের বেলায় ঘোরাঘুরি করতে দেখা যায়না । অন্ধকারে এরা স্বাচ্ছন্দে চলাচল করতে পারে। চলে শব্দ তরঙ্গ ব্যবহার করে।বাদুড়’ শব্দটা শুনলেই বেশ কয়েকটা শব্দ সাথে সাথে মনে আসে। কালো, অন্ধকার, রাত, অন্ধ। কালো আসে কারণ মিশেমিশে কালোর তার গায়ের রং। অন্ধকার আসে কারণ, অন্ধকারেই তাদের যত বাহাদূরি, সাথে গায়ের রংটাও কালো কিনা। রাত শব্দটা মনে আসে কারণ, জীবিত কোনো বাদুড়কে দিনের বেলায় ঘোরাঘুরি করতে দেখা যায়না । অন্ধকারে এরা স্বাচ্ছন্দে চলাচল করতে পারে। চলে শব্দ তরঙ্গ ব্যবহার করে।বাদুড় শব্দটা শুনলেই বেশ কয়েকটা শব্দ সাথে সাথে মনে আসে। কালো, অন্ধকার, রাত, অন্ধ। কালো আসে কারণ মিশেমিশে কালোর তার গায়ের রং। অন্ধকার আসে কারণ, অন্ধকারেই তাদের যত বাহাদূরি, সাথে গায়ের রংটাও কালো কিনা। রাত শব্দটা মনে আসে কারণ, জীবিত কোনো বাদুড়কে দিনের বেলায় ঘোরাঘুরি করতে দেখা যায়না । অন্ধকারে এরা স্বাচ্ছন্দে চলাচল করতে পারে। চলে শব্দ তরঙ্গ ব্যবহার করে।বাদুড়’ শব্দটা শুনলেই বেশ কয়েকটা শব্দ সাথে সাথে মনে আসে। কালো, অন্ধকার, রাত, অন্ধ। কালো আসে কারণ মিশেমিশে কালোর তার গায়ের রং। অন্ধকার আসে কারণ, অন্ধকারেই তাদের যত বাহাদূরি, সাথে গায়ের রংটাও কালো কিনা। রাত শব্দটা মনে আসে কারণ, জীবিত কোনো বাদুড়কে দিনের বেলায় ঘোরাঘুরি করতে দেখা যায়না । অন্ধকারে এরা স্বাচ্ছন্দে চলাচল করতে পারে। চলে শব্দ তরঙ্গ ব্যবহার করে।বাদুড় শব্দটা শুনলেই বেশ কয়েকটা শব্দ সাথে সাথে মনে আসে। কালো, অন্ধকার, রাত, অন্ধ। কালো আসে কারণ মিশেমিশে কালোর তার গায়ের রং। অন্ধকার আসে কারণ, অন্ধকারেই তাদের যত বাহাদূরি, সাথে গায়ের রংটাও কালো কিনা। রাত শব্দটা মনে আসে কারণ, জীবিত কোনো বাদুড়কে দিনের বেলায় ঘোরাঘুরি করতে দেখা যায়না । অন্ধকারে এরা স্বাচ্ছন্দে চলাচল করতে পারে। চলে শব্দ তরঙ্গ ব্যবহার করে।বাদুড়’ শব্দটা শুনলেই বেশ কয়েকটা শব্দ সাথে সাথে মনে আসে। কালো, অন্ধকার, রাত, অন্ধ। কালো আসে কারণ মিশেমিশে কালোর তার গায়ের রং। অন্ধকার আসে কারণ, অন্ধকারেই তাদের যত বাহাদূরি, সাথে গায়ের রংটাও কালো কিনা। রাত শব্দটা মনে আসে কারণ, জীবিত কোনো বাদুড়কে দিনের বেলায় ঘোরাঘুরি করতে দেখা যায়না । অন্ধকারে এরা স্বাচ্ছন্দে চলাচল করতে পারে। চলে শব্দ তরঙ্গ ব্যবহার করে।
অদ্ভুত হওয়ার জন্য আর বৈশিষ্ট্য রয়েছে এদের। পাখি নয়, শেয়ালমুখো এক প্রাণী। কানদুটো আবার খরগোশের মতো। পাখি না হয়েও উড়তে পারে। ডানা আছে কিন্তু পাখা নেই। ডানাদুটো দেখতে আবার ছাতার মতো! যতই আজব হোক বাদুড়ের ক্ষেত্রে এগুলোই আসল বাস্তবতা। বরং এর ব্যতিক্রম ঘটলেই হবে আজব ব্যাপর।
এই বাদড়ের আমার রকমফের আছে। লিচু গাছে কিছুটা বড় উড়ুক্কপ্রাণী রাতে আক্রমণ করে, তারাও যেমন বাদুড়। আবার অন্ধকার পুঁতিগন্ধময় ঘরের ফাঁকফোঁকরে যেসব চামচিকা আছে, সেগুলোও বাদুড়। ফ্যান্টসি সিনেমায় এক ধরনের বাদুড় দেখা যায়, বিশাল তাদের আকৃতি। ঝটিকা আক্রমণ করে এরা মানুষ তুলে নিয়ে যায়। এরা হলো ভ্যাম্পায়ার বাদুড়। বাম স্টোকারের বিখ্যাত উপন্যাস ‘ড্রাকুলা’ থেকে এই ধরনের বাদুড় মানুষের কল্পনায় আসন গেঁড়ে বসে আছে। কিন্তু বাস্তবে এমন বাদুড় এখন কোথাও মিলবে না। তবে খুদে ছোট ছোট ভ্যাম্পায়ার বা রক্তচোষা বাদুড় আছে। এরা রাতে পশুদের ওপর চড়াও হয়ে রক্ত চুষে খায়।
আরেক রকমের বাদুড় আছে, বেশ আজব। কারণ এর গায়ের রং। কালো আর বাদামী বাদুড় দেখেই আমরা অভ্যস্ত কিন্তু এক ধরেনর বাদুড়ের অস্তিত্ব পাওয়া যায় এক দশক আগে, যারা সাদাকালো! নতুন প্রজাতির এই বাদুড়ের সন্ধান মেলে দক্ষিণ সুদানে। যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ার বাকনেল বিশ্ববিদ্যালয়, ফ্লোরা অ্যান্ড ফানা ইন্টারন্যাশনাল এবং দক্ষিণ সুদানে জীববৈচিত্র ও পর্যটন মন্ত্রণালয়ের যৌথ গবেষকদল এই বাদুড় আবিষ্কার করেন।
এই বাদুড় যখন আবিষ্কার করা হয়। তখন বিজ্ঞানীরা একটা ঝামেলায় পড়ে যান, কারণ জীববিজ্ঞানের প্রচলিত শ্রেণিবিন্যাসের কোনো ঘরেই একে ফেলা যাচ্ছিল না। তাই বিজ্ঞানীরা এই প্রাণীটার জন্য Niumbaha সম্পূর্ণ নতুন এক গ্রুপ খোলেন।
সূত্র : বিবিসি নেচার
বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে চুলের গঠন, তার প্রাকৃতিক বৃদ্ধি এবং ক্ষতির কারণ নিয়ে গবেষণা করে আসছেন। চুল মূলত প্রোটিন দ্বারা গঠিত, বিশেষ করে কেরাটিন নামের একটি প্রোটিন চুলের মূল উপাদান। যখন চুল পর্যাপ্ত পুষ্টি পায় না কিংবা বাইরে থেকে সঠিক যত্ন পায় না, তখন তা রুক্ষ হয়ে যায়, ভেঙে যায় এবং ঝরে পড়ে। তেল মূলত চ
২ দিন আগেলাল লতিকা হট্টিটি মাঝারি আকারের হয়ে থাকে। এই পাখিটি খুবেই চটপটে ও চঞ্চল প্রকৃতির হয়ে থাকে। তার সতর্ক ভঙ্গি ও জলশয়ের পাতার ওপর দ্রুত দৌড়ানোর ক্ষমতার জন্য সুপরিচিত। লাল লতিকা হট্টিটি লম্বায় ৩৪-৩৭ সেন্টিমিটার। এদের চোখের সামনে টকটকে লাল চামড়া। সেটিই লতিকা।
৩ দিন আগেঅচ্যুত পোতদারের অভিনয়জীবন ছিল চার দশকেরও বেশি। তিনি ১২৫টির বেশি হিন্দি ও মারাঠি ছবিতে কাজ করেছেন। হিন্দি ও মারাঠি চলচ্চিত্র অঙ্গনে তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা সামাজিক মাধ্যমে তাঁকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন। বাস্তব জীবনেও তিনি ছিলেন নম্র, অমায়িক এবং বহুমুখী প্রতিভ
৩ দিন আগেথাইরয়েড সমস্যায় ওষুধের পাশাপাশি খাদ্যাভ্যাসেরও বড় ভূমিকা রয়েছে। বিশেষ করে কিছু ফল আছে যেগুলো থাইরয়েড রোগীদের জন্য উপকারী হতে পারে। এসব ফলে থাকে ভিটামিন, খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা থাইরয়েড গ্রন্থির কাজকে নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে। তবে অবশ্যই মনে রাখতে হবে, শুধুমাত্র ফল খেয়েই থাইরয়েড সারানো
৩ দিন আগে