ডেস্ক, রাজনীতি ডটকম
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে এখন অনেক ধরনের কাজ করা হচ্ছে। ভিডিও তৈরি থেকে শুরু করে কম্পিউটারের কোড লেখা বা বিমানের গতিবিধি জানাতে পারে এআই প্রোগ্রাম। কৃত্রিম বুদ্ধিমত্তার নানা চমকের খোঁজ আমরা জানছি। বিজ্ঞানী ও উদ্ভাবকেরা প্রযুক্তির এই জাদুর কাঠি দিয়ে অনেক চমক তৈরি করছেন।
গুগল এমনই এক ব্যবস্থা তৈরি করছে, যা মানবকোষের গতিবিধি সম্পর্কে ধারণা দিতে পারে। আলফাফোল্ড-৩ মডেল মানবদেহকে বুঝতে ও রোগের বিরুদ্ধে লড়াই করতে জাদুর কাঠির মতো কাজ করবে বলে মনে করছেন বিজ্ঞানীরা।
গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা ল্যাব ডিপমাইন্ড ও আইসোমরফিক ল্যাবস আলফাফোল্ডের সিস্টেমের একটি শক্তিশালী সংস্করণ উন্মোচন করেছে। এই কৃত্রিম বুদ্ধিমত্তা বিজ্ঞানীদের কোষের আণুবীক্ষণিক কার্যপদ্ধতির আচরণ বুঝতে সাহায্য করে। ২০২০ সালে আলফাফোল্ডের একটি প্রাথমিক সংস্করণ প্রকাশ করা হয়। প্রথম সংস্করণ মানবশরীরের প্রোটিন ফোল্ডিং নামের একটি সমস্যা সমাধানে দারুণভাবে সহায়তা করে। প্রোটিন এমন অণু, যা সব জীবন্ত কোষের কাজ ও আচরণ নির্ধারণ করে। এই অণু ত্রিমাত্রিক আকারের হয়। জীববিজ্ঞানীরা প্রোটিনের আকৃতি নির্ণয় করতে কয়েক দশক অতিবাহিত করেন। আলফাফোল্ড সেই ধাঁধার সমাধান করেছে। অ্যামিনো অ্যাসিডের টুকরা থেকে আলফাফোল্ড কয়েক মিনিটের মধ্যে ত্রিমাত্রিক আকৃতির পূর্বাভাস দিতে পারে। ডিপমাইন্ডের বিজ্ঞানীরা এক বছর ধরে আলফাফোল্ডকে প্রশিক্ষিত করেছেন।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, সান ফ্রান্সিসকোর বিজ্ঞানীরা ২০২০ সালে প্রযুক্তি ব্যবহার করে করোনভাইরাসের প্রকৃতি বোঝার চেষ্টা করেন। এ ছাড়া ম্যালেরিয়া ও পারকিনসন রোগের প্রতিকার খুঁজে বের করার জন্য আলফাফোল্ড লড়াই করার সময় এটি ব্যবহার করেছিল। এবারে নতুন ওষুধ ও ভ্যাকসিন তৈরিতে এআইয়ের উন্নত সংস্করণ ব্যবহারের চেষ্টা করা হচ্ছে।
গুগল ডিপমাইন্ডের গবেষক জন জাম্পার বলেন, ‘কোষের আন্তযোগাযোগের বিষয় সম্পর্কে এআই আমাদের অনেক তথ্য দিচ্ছে। এআই আমাদের কোষ নিজেরা কীভাবে কাজ করে, সেই ধারণা দিতে পারে। আলফাফোল্ডের নতুন সংস্করণ প্রোটিনের আকৃতি কেমন হবে, তা জানাতে পারে। প্রোটিনের আকার সম্পর্কে ভবিষ্যদ্বাণী করার পাশাপাশি ডিএনএসহ অন্যান্য জৈবিক প্রক্রিয়ার আচরণ সম্পর্কে ভবিষ্যদ্বাণী করতে পারবে।’
গুগল ডিপমাইন্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও আইসোমরফিক ল্যাবসের প্রতিষ্ঠাতা ডেমিস হাসাবিস বলেন, মানবশরীর একটি গতিশীল মাধ্যম। এখানে বিভিন্ন অণু ও জৈবিক কাঠামোর মধ্যে মিথস্ক্রিয়া আছে। ওয়েবসাইট থেকে আলফাফোল্ড-৩ ব্যবহার করতে পারবেন। এই এআই টুল নিয়ে বৈজ্ঞানিক সাময়িকী নেচারে প্রকাশিত একটি গবেষণাপত্রে বিস্তারিত জানানো হয়েছে। নতুন এই এআই ব্যবস্থা ব্যবহার করে কয়েক মাসের কাজের সময় বাঁচানো যাবে। গবেষকদের অসম্ভব কাজ করার সুযোগ দিচ্ছে। নতুন এই টুলের মাধ্যমে নতুন ওষুধ তৈরিরও সুযোগ আছে।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে এখন অনেক ধরনের কাজ করা হচ্ছে। ভিডিও তৈরি থেকে শুরু করে কম্পিউটারের কোড লেখা বা বিমানের গতিবিধি জানাতে পারে এআই প্রোগ্রাম। কৃত্রিম বুদ্ধিমত্তার নানা চমকের খোঁজ আমরা জানছি। বিজ্ঞানী ও উদ্ভাবকেরা প্রযুক্তির এই জাদুর কাঠি দিয়ে অনেক চমক তৈরি করছেন।
গুগল এমনই এক ব্যবস্থা তৈরি করছে, যা মানবকোষের গতিবিধি সম্পর্কে ধারণা দিতে পারে। আলফাফোল্ড-৩ মডেল মানবদেহকে বুঝতে ও রোগের বিরুদ্ধে লড়াই করতে জাদুর কাঠির মতো কাজ করবে বলে মনে করছেন বিজ্ঞানীরা।
গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা ল্যাব ডিপমাইন্ড ও আইসোমরফিক ল্যাবস আলফাফোল্ডের সিস্টেমের একটি শক্তিশালী সংস্করণ উন্মোচন করেছে। এই কৃত্রিম বুদ্ধিমত্তা বিজ্ঞানীদের কোষের আণুবীক্ষণিক কার্যপদ্ধতির আচরণ বুঝতে সাহায্য করে। ২০২০ সালে আলফাফোল্ডের একটি প্রাথমিক সংস্করণ প্রকাশ করা হয়। প্রথম সংস্করণ মানবশরীরের প্রোটিন ফোল্ডিং নামের একটি সমস্যা সমাধানে দারুণভাবে সহায়তা করে। প্রোটিন এমন অণু, যা সব জীবন্ত কোষের কাজ ও আচরণ নির্ধারণ করে। এই অণু ত্রিমাত্রিক আকারের হয়। জীববিজ্ঞানীরা প্রোটিনের আকৃতি নির্ণয় করতে কয়েক দশক অতিবাহিত করেন। আলফাফোল্ড সেই ধাঁধার সমাধান করেছে। অ্যামিনো অ্যাসিডের টুকরা থেকে আলফাফোল্ড কয়েক মিনিটের মধ্যে ত্রিমাত্রিক আকৃতির পূর্বাভাস দিতে পারে। ডিপমাইন্ডের বিজ্ঞানীরা এক বছর ধরে আলফাফোল্ডকে প্রশিক্ষিত করেছেন।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, সান ফ্রান্সিসকোর বিজ্ঞানীরা ২০২০ সালে প্রযুক্তি ব্যবহার করে করোনভাইরাসের প্রকৃতি বোঝার চেষ্টা করেন। এ ছাড়া ম্যালেরিয়া ও পারকিনসন রোগের প্রতিকার খুঁজে বের করার জন্য আলফাফোল্ড লড়াই করার সময় এটি ব্যবহার করেছিল। এবারে নতুন ওষুধ ও ভ্যাকসিন তৈরিতে এআইয়ের উন্নত সংস্করণ ব্যবহারের চেষ্টা করা হচ্ছে।
গুগল ডিপমাইন্ডের গবেষক জন জাম্পার বলেন, ‘কোষের আন্তযোগাযোগের বিষয় সম্পর্কে এআই আমাদের অনেক তথ্য দিচ্ছে। এআই আমাদের কোষ নিজেরা কীভাবে কাজ করে, সেই ধারণা দিতে পারে। আলফাফোল্ডের নতুন সংস্করণ প্রোটিনের আকৃতি কেমন হবে, তা জানাতে পারে। প্রোটিনের আকার সম্পর্কে ভবিষ্যদ্বাণী করার পাশাপাশি ডিএনএসহ অন্যান্য জৈবিক প্রক্রিয়ার আচরণ সম্পর্কে ভবিষ্যদ্বাণী করতে পারবে।’
গুগল ডিপমাইন্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও আইসোমরফিক ল্যাবসের প্রতিষ্ঠাতা ডেমিস হাসাবিস বলেন, মানবশরীর একটি গতিশীল মাধ্যম। এখানে বিভিন্ন অণু ও জৈবিক কাঠামোর মধ্যে মিথস্ক্রিয়া আছে। ওয়েবসাইট থেকে আলফাফোল্ড-৩ ব্যবহার করতে পারবেন। এই এআই টুল নিয়ে বৈজ্ঞানিক সাময়িকী নেচারে প্রকাশিত একটি গবেষণাপত্রে বিস্তারিত জানানো হয়েছে। নতুন এই এআই ব্যবস্থা ব্যবহার করে কয়েক মাসের কাজের সময় বাঁচানো যাবে। গবেষকদের অসম্ভব কাজ করার সুযোগ দিচ্ছে। নতুন এই টুলের মাধ্যমে নতুন ওষুধ তৈরিরও সুযোগ আছে।
বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে চুলের গঠন, তার প্রাকৃতিক বৃদ্ধি এবং ক্ষতির কারণ নিয়ে গবেষণা করে আসছেন। চুল মূলত প্রোটিন দ্বারা গঠিত, বিশেষ করে কেরাটিন নামের একটি প্রোটিন চুলের মূল উপাদান। যখন চুল পর্যাপ্ত পুষ্টি পায় না কিংবা বাইরে থেকে সঠিক যত্ন পায় না, তখন তা রুক্ষ হয়ে যায়, ভেঙে যায় এবং ঝরে পড়ে। তেল মূলত চ
১ দিন আগেলাল লতিকা হট্টিটি মাঝারি আকারের হয়ে থাকে। এই পাখিটি খুবেই চটপটে ও চঞ্চল প্রকৃতির হয়ে থাকে। তার সতর্ক ভঙ্গি ও জলশয়ের পাতার ওপর দ্রুত দৌড়ানোর ক্ষমতার জন্য সুপরিচিত। লাল লতিকা হট্টিটি লম্বায় ৩৪-৩৭ সেন্টিমিটার। এদের চোখের সামনে টকটকে লাল চামড়া। সেটিই লতিকা।
২ দিন আগেঅচ্যুত পোতদারের অভিনয়জীবন ছিল চার দশকেরও বেশি। তিনি ১২৫টির বেশি হিন্দি ও মারাঠি ছবিতে কাজ করেছেন। হিন্দি ও মারাঠি চলচ্চিত্র অঙ্গনে তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা সামাজিক মাধ্যমে তাঁকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন। বাস্তব জীবনেও তিনি ছিলেন নম্র, অমায়িক এবং বহুমুখী প্রতিভ
২ দিন আগেথাইরয়েড সমস্যায় ওষুধের পাশাপাশি খাদ্যাভ্যাসেরও বড় ভূমিকা রয়েছে। বিশেষ করে কিছু ফল আছে যেগুলো থাইরয়েড রোগীদের জন্য উপকারী হতে পারে। এসব ফলে থাকে ভিটামিন, খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা থাইরয়েড গ্রন্থির কাজকে নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে। তবে অবশ্যই মনে রাখতে হবে, শুধুমাত্র ফল খেয়েই থাইরয়েড সারানো
২ দিন আগে