অরুণ কুমার
ইউরেনাস গ্যাস দানব। কিন্তু আকারে বিশাল, যদিও বৃহস্পতির ধারে কাছে নয়। শনির মতো এরও বলয় আছে। তবে শনির বলয়ের মতো উজ্জ্বল নয়। বলয় বাদেই এর চেহারাখানা বেশ সুন্দর। বিশেষ করে এর রং।
ইউরেনাসের গড় ব্যাসার্ধ পৃথিবীর প্রায় চারগুন- ২৫ হাজার ৩৬২ কিলোমিটার। পৃষ্ঠের ক্ষেত্রফল ৮১১ কোটি ৫৬ লাখ বর্গকিলোমিটার। অর্থাৎ পৃথিবীর প্রায় ১৫ গুন। ৬৩টা পৃথিবী অনায়াশে এর ভেতর জায়গা করে নিতে পারবে।
১৪টি পৃথিবীর ভরের ইউরেনাসের ভর। তবে গ্যাসীয় গ্রহ বলে ঘনত্ব কম, তাই মহাকর্ষ বল সমান ইউরেনাসের মহাকর্ষীয় ত্বরণ ৮.৬৯ মিটার/সেকেন্ড^২। তাই পৃথিবীতে যদি আপনার ওহন ১০০ কেজি হয় ইউরেনাসে হবে ৮৮ কেজি।
ইউরেনাস ঠিক পাথুরে গ্রহ নয়। আবার পুরোপুরি গ্যাসীয় গ্রহও নয়। এই গ্রহরে বায়ুমণ্ডল তৈরি বড় বড় সব অণু দিয়ে। যেমন ইউরেনাসের দেহ গড়ে উঠেছেপ হাইড্রোজেন, হিলিয়াম, অ্যামোনিয়া, পানি ও সালফেইডের মিশেলে। সঙ্গে আছে কিছু হাইড্রোকার্বন। এরমধ্যে রয়েছে মিথেন। এই গ্যাসটিই ইউরোনাসের রঙের ভাগ্য গড়ে দিয়েছে। তৈরি হয়েছে সবজেটে নীল অর্থাৎ সায়ান রঙের গ্রহ।
ইউরেনাস গ্যাসীয় গ্রহ। এর বায়ুমণ্ডলের প্রধান উপাদান হাইড্রোজেন সালফাইড। তাহলে ইউরেনাসের গন্ধটা কেমন হবে বলুন তো। যাঁরা ন্যূনতম এইচএসসিতে বিজ্ঞান পড়েছেন, তাঁদের অজানা থাকার কথা নয় হাইড্রোজেন সালফাইডের গন্ধ কেমন। প্র্যাকটিক্যাল ল্যাবে রসায়নের পরীক্ষা-নিরীক্ষা করেছেন অথচ পচা ডিমের গন্ধ পাননি, এমন লোকের সংখ্যা বিরল। ডিম পচে গেলে এর ভেতর জমা হয় হাইড্রোজেন সালফাইড গ্যাস। পচা ডিমের যে আঁশটে গন্ধ, সেটার জন্য এই গ্যাসই দায়ী। সুতরাং ইউরেনাসের গন্ধ তাই পচা ডিমের মতো।
গন্ধ যাইহোক কাকের ডিমের মতো আসমানী রঙ একে বাড়তি সৌন্দর্য দিয়েছে।
ইউরেনাস গ্যাস দানব। কিন্তু আকারে বিশাল, যদিও বৃহস্পতির ধারে কাছে নয়। শনির মতো এরও বলয় আছে। তবে শনির বলয়ের মতো উজ্জ্বল নয়। বলয় বাদেই এর চেহারাখানা বেশ সুন্দর। বিশেষ করে এর রং।
ইউরেনাসের গড় ব্যাসার্ধ পৃথিবীর প্রায় চারগুন- ২৫ হাজার ৩৬২ কিলোমিটার। পৃষ্ঠের ক্ষেত্রফল ৮১১ কোটি ৫৬ লাখ বর্গকিলোমিটার। অর্থাৎ পৃথিবীর প্রায় ১৫ গুন। ৬৩টা পৃথিবী অনায়াশে এর ভেতর জায়গা করে নিতে পারবে।
১৪টি পৃথিবীর ভরের ইউরেনাসের ভর। তবে গ্যাসীয় গ্রহ বলে ঘনত্ব কম, তাই মহাকর্ষ বল সমান ইউরেনাসের মহাকর্ষীয় ত্বরণ ৮.৬৯ মিটার/সেকেন্ড^২। তাই পৃথিবীতে যদি আপনার ওহন ১০০ কেজি হয় ইউরেনাসে হবে ৮৮ কেজি।
ইউরেনাস ঠিক পাথুরে গ্রহ নয়। আবার পুরোপুরি গ্যাসীয় গ্রহও নয়। এই গ্রহরে বায়ুমণ্ডল তৈরি বড় বড় সব অণু দিয়ে। যেমন ইউরেনাসের দেহ গড়ে উঠেছেপ হাইড্রোজেন, হিলিয়াম, অ্যামোনিয়া, পানি ও সালফেইডের মিশেলে। সঙ্গে আছে কিছু হাইড্রোকার্বন। এরমধ্যে রয়েছে মিথেন। এই গ্যাসটিই ইউরোনাসের রঙের ভাগ্য গড়ে দিয়েছে। তৈরি হয়েছে সবজেটে নীল অর্থাৎ সায়ান রঙের গ্রহ।
ইউরেনাস গ্যাসীয় গ্রহ। এর বায়ুমণ্ডলের প্রধান উপাদান হাইড্রোজেন সালফাইড। তাহলে ইউরেনাসের গন্ধটা কেমন হবে বলুন তো। যাঁরা ন্যূনতম এইচএসসিতে বিজ্ঞান পড়েছেন, তাঁদের অজানা থাকার কথা নয় হাইড্রোজেন সালফাইডের গন্ধ কেমন। প্র্যাকটিক্যাল ল্যাবে রসায়নের পরীক্ষা-নিরীক্ষা করেছেন অথচ পচা ডিমের গন্ধ পাননি, এমন লোকের সংখ্যা বিরল। ডিম পচে গেলে এর ভেতর জমা হয় হাইড্রোজেন সালফাইড গ্যাস। পচা ডিমের যে আঁশটে গন্ধ, সেটার জন্য এই গ্যাসই দায়ী। সুতরাং ইউরেনাসের গন্ধ তাই পচা ডিমের মতো।
গন্ধ যাইহোক কাকের ডিমের মতো আসমানী রঙ একে বাড়তি সৌন্দর্য দিয়েছে।
বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে চুলের গঠন, তার প্রাকৃতিক বৃদ্ধি এবং ক্ষতির কারণ নিয়ে গবেষণা করে আসছেন। চুল মূলত প্রোটিন দ্বারা গঠিত, বিশেষ করে কেরাটিন নামের একটি প্রোটিন চুলের মূল উপাদান। যখন চুল পর্যাপ্ত পুষ্টি পায় না কিংবা বাইরে থেকে সঠিক যত্ন পায় না, তখন তা রুক্ষ হয়ে যায়, ভেঙে যায় এবং ঝরে পড়ে। তেল মূলত চ
১ দিন আগেলাল লতিকা হট্টিটি মাঝারি আকারের হয়ে থাকে। এই পাখিটি খুবেই চটপটে ও চঞ্চল প্রকৃতির হয়ে থাকে। তার সতর্ক ভঙ্গি ও জলশয়ের পাতার ওপর দ্রুত দৌড়ানোর ক্ষমতার জন্য সুপরিচিত। লাল লতিকা হট্টিটি লম্বায় ৩৪-৩৭ সেন্টিমিটার। এদের চোখের সামনে টকটকে লাল চামড়া। সেটিই লতিকা।
২ দিন আগেঅচ্যুত পোতদারের অভিনয়জীবন ছিল চার দশকেরও বেশি। তিনি ১২৫টির বেশি হিন্দি ও মারাঠি ছবিতে কাজ করেছেন। হিন্দি ও মারাঠি চলচ্চিত্র অঙ্গনে তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা সামাজিক মাধ্যমে তাঁকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন। বাস্তব জীবনেও তিনি ছিলেন নম্র, অমায়িক এবং বহুমুখী প্রতিভ
২ দিন আগেথাইরয়েড সমস্যায় ওষুধের পাশাপাশি খাদ্যাভ্যাসেরও বড় ভূমিকা রয়েছে। বিশেষ করে কিছু ফল আছে যেগুলো থাইরয়েড রোগীদের জন্য উপকারী হতে পারে। এসব ফলে থাকে ভিটামিন, খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা থাইরয়েড গ্রন্থির কাজকে নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে। তবে অবশ্যই মনে রাখতে হবে, শুধুমাত্র ফল খেয়েই থাইরয়েড সারানো
২ দিন আগে