বিজ্ঞান

পিঁপড়া কেন মিলিবাগ পোষে?

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০২ আগস্ট ২০২৫, ১৫: ৪৩
চ্যাটজিপিটির চোখে পিঁপড়া ও মিলিবাগের সম্পর্ক

পিঁপড়া আর মিলিবাগ—এই দুটি ছোট্ট পোকা যেন হরিহর আত্মা। প্রকৃতির এক অদ্ভুত মিত্রতার নিদর্শন এরা। পিঁপড়া দলবদ্ধভাবে প্রাণী, কৌতূহলী এবং চঞ্চল। অন্যদিকে মিলিবাগের চলাফেরাচলাফেরা ধীর, পারতপক্ষে নড়াচড়া করে না। শরীর তুলোর মতো সাদা আর নরম। পিঁপড়ে আর মিলিবাগকে প্রায়ই একসঙ্গে দেখা যায়। সেটা দেখে অনেকেই মনে করেন, পিঁপড়ারা বুঝি মিলিবাগকে খেতে এসেছে। কিন্তু আসল ঘটনা সম্পূর্ণ উল্টো। এই দুই প্রজাতির মধ্যে রয়েছে এক গভীর পারস্পরিক সম্পর্ক। বিজ্ঞানের ভাষায় যাকে বলে “মিউচুয়ালিজম। এই সম্পর্কে দু’পক্ষই লাভবান হয়।
কিন্তু কেমন সেই সম্পর্ক? কেনই বা পিঁপড়রা মিলিবাগকে আক্রমণ না করে বরং তাদের রক্ষা করে, লালন-পালন করে, এমনকি বংশবিস্তারে সাহায্য করে?

প্রথমে আসা যাক মিলিবাগের কথায়। এর বৈজ্ঞানিক নাম Pseudococcidae, গাছের কচি পাতা, কান্ড এবং শিকড় থেকে রস শুষে খায়। এদের মুখে রয়েছে সুচালো অংশ চোষকণ, এর সাহায্যে তারা গাছের কোষ ভেদ করে মিষ্টি রস টেনে নেয়। কিন্তু এই রস হজম করার পর মিলিবাগের শরীর থেকে নির্গত হয় একধরনের মিষ্টি তরল। তার নাম নাম হানি ডিউ। এগুলো আসলে মিলিবাগের বিষ্ঠা। তবে পিঁপড়াদের কাছে তা অত্যন্ত প্রিয় খাদ্য। এই হানি ডিউয়ের লোভে তারা মিলিবাগকে আক্ষরিক অর্থেই লালন-পালন করে।

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, রিভারসাইড-এর কীটতত্ত্ববিদ ড. জেনিফার ন্যাশ মন্তব্য করেছেন, ‘পিঁপড়ারা মিলিবাগের গায়ে হালকা কামড় দিয়ে তাদের হানি ডিউ নিঃসরণে সহায়তা করে। অনেকটা দুধ দোয়ানোর মতো। এটা একধরনের ‘ডোমেস্টিকেশন’। ঠিক যেভাবে মানুষ গরু পোষে দুধের জন্য, পিঁপড়ারাও তেমনি মিলিবাগ পোষে হানি ডিউয়ের জন্য।’

পিঁপড়ারা মিলিবাগকে শিকারি পতঙ্গ কিংবা পরজীবীর হাত থেকে আগলে রাখে। কেউ আক্রমণ করতে এলে দল বেঁধে প্রতিরোধ গড়ে তোলে। শুধু তা-ই নয়, অনেক পিঁপড়া মিলিবাগের ডিমকেও রক্ষা করে। মিলিবাগ যখন ডিম পাড়ে, তখন পিঁপড়ারা সেই ডিমগুলিকে এমনভাবে ঘিরে রাখে যেন কোনো শত্রু বা পরিবেশগত ঝুঁকি তাদের ক্ষতি করতে না পারে।

জাপানের ওসাকা ইউনিভার্সিটির কীটবিজ্ঞানী ড. কেইসুকে কুরোসাওয়া বলেন, ‘আমরা লক্ষ্য করেছি, পিঁপড়ারা প্রজনন মৌসুমে মিলিবাগের ডিমকে এমনভাবে লুকিয়ে রাখে ও আগলে রাখে, যেন নিজের ছানাকে আগলে রাখছে। এমনকি কিছু পিঁপড়া ডিম ফুটে গেলে নবজাতক মিলিবাগকে মুখে করে নিয়ে গিয়ে নতুন গাছে বসিয়ে আসে। ফলে নতুন গাছে গিয়ে মিলিবাগের নতুন কলোনি গড়ে ওঠে, পিঁপড়েদেরও নতুন খাদ্যসংস্থান তৈরি হয়।’

এই সম্পর্কের ফলে মিলিবাগ যেমন নিরাপদ পরিবেশে বেঁচে থাকার সুযোগ পায়, তেমনি পিঁপড়ারাও নিয়মিত মিষ্টি খাদ্য পায়। গবেষণায় দেখা গেছে, কোনো এলাকায় যদি পিঁপড়া কমে যায়, সেখানে মিলিবাগের সংখ্যাও হ্রাস পায়। কারণ তারা তখন শিকারি পতঙ্গ বা পরিবেশগত প্রতিকূলতার কবলে পড়ে।

এই সম্পর্ক কৃষিক্ষেত্রেও এর প্রভাব পড়ে। আফ্রিকার কিছু অঞ্চল, বিশেষত মোজাম্বিক ও কেনিয়াতে, চিনির বাদাম বা কাসাভা গাছের পিঁপড়া-মিলিবাগ জোটকে একধরনের 'দুর্যোগ' হিসেবে দেখা হয়। কারণ মিলিবাগ গাছের রস চুষে গাছ দুর্বল করে ফেলে, আর পিঁপড়ারা তাদের রক্ষা করায় কোনোভাবেই সহজে নির্মূল করা যায় না। এ বিষয়ে আফ্রিকান অ্যাগ্রিকালচারাল অ্যান্ড ফরেস্ট্রি জার্নালে প্রকাশিত একটি গবেষণায় ড. জ্যাকব ওকোথ লিখেছেন, ‘আমরা দেখেছি, কীটনাশক প্রয়োগ করেও মিলিবাগ ধ্বংস করা যায় না। কারণ পিঁপড়ারা তখন মিলিবাগদের সরিয়ে অন্য জায়গায় নিয়ে যায়।ফলে মিলিবাগ নিয়ন্ত্রণ অত্যন্ত কঠিন। পিঁপড়া এবং মিলিবাগ উভয়ের বিরুদ্ধে সমন্বিত পদক্ষেপ নিতে হচ্ছে।’

তবে সব কিছু মিলিয়ে এ সম্পর্ককে একাধারে আশ্চর্য ও প্রাকৃতিক ভারসাম্যের নিদর্শন বলা যায়। এক প্রাণী আরেক প্রাণীকে শুধু টিকে থাকার জন্য তো বটেই, খাদ্য ও বংশবিস্তারের প্রয়োজনে সহায়তা করে- জীবজগতে এমন ‘বন্ধুত্ব’ খুব কমই দেখা যায়।

প্রকৃতির এই মিত্রতার গল্প থেকে একটা স্পষ্ট, প্রকৃতিতে কোনো জীব কখনো একলা বাঁচে না। একে অপরের উপর নির্ভর করে, সাহচর্যে টিকে থাকা এবং প্রয়োজনে নিজের স্বার্থে হলেও অপরকে রক্ষা করার প্রবণতা রয়েছে।

ad
ad

ফিচার থেকে আরও পড়ুন

কেন ভাদ্র মাসে তাল পাকে?

১ দিন আগে

ফারুকীর অ্যাপেনডিক্সের অপারেশন সফলভাবে সম্পন্ন: তিশা

কক্সবাজার সফরে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। পরে রাতে তাকে একটি হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে আসা হয়। গতকাল রোববার (১৭ আগস্ট) এই উপদেষ্টার অ্যাপেনডিক্সের অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন তার স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।

১ দিন আগে

বদহজম দূর করার উপায়

এক গ্লাস হালকা গরম পানি খেলে বদহজমের সমস্যা অনেকটাই কমে যায়। পানি খাবার হজমে সাহায্য করে এবং পেটের ভেতরে জমে থাকা অতিরিক্ত এসিডকে পাতলা করে দেয়।

১ দিন আগে

সাপ কেন আঁকাবাঁকা হয়ে পথ চলে?

সাপের মেরুদণ্ডে অসংখ্য হাড় আর পেশী আছে। এই হাড় ও পেশীর সাহায্যে তারা শরীর বাঁকায়, সঙ্কুচিত করে আবার প্রসারিত করে। একেকটা অংশ মাটিতে ধাক্কা দেয়, আর নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী মাটিও পাল্টা চাপ দিয়ে সাপকে সামনে এগিয়ে দেয়।

২ দিন আগে