ডেস্ক, রাজনীতি ডটকম
মানুষ অন্যপ্রাণীর চেয়ে আলাদা কেন?
মানুষের জ্ঞান ও বুদ্ধিই অন্য প্রাণীদের সঙ্গে মানুষের পার্থক্য তৈরি করে দেয়। আর এই দুটো ব্যাপারের সঙ্গেই জড়িয়ে আছে স্মৃতি। তবে স্মৃতি কী তা জানার আগে, জানতে হবে জ্ঞান আসলে কী?
জ্ঞান হলো আপনার অভিজ্ঞতা থেকে নেওয়া শিক্ষা। আবার বই পড়ে, সিনেমা দেখে কিংবা গল্প শুনে নেওয়া শিক্ষাটাও জ্ঞানের কাতারে পড়ে। কিন্তু অভিজ্ঞতা বলুন, শিক্ষা বলুন কিংবা বুদ্ধি—এ সব কিছুর জন্য দরকার হলো স্মৃতি। ইংরেজিতে যাকে বলে মেমোরি।
মোবাইল ফোন কিংবা কম্পিউটারে যেসব মেমোরি কার্ড বা স্টোরেজ দেখি, সেগুলোতে কোনো তথ্য সংরক্ষণ করা হয় আসলে মানুষের মস্তিষ্কের অনুকরণেই।
অর্থাৎ মানুষের মস্তিষ্কে এমন একটা ব্যবস্থা আছে, যার মধ্যে কোনো তথ্য জমা থাকে। মস্তিষ্কের স্মৃতিকোষগুলো তথ্য ধারণ করার কাজ করে। সেই তথ্যই স্মৃতি হিসেবে আমরা বিভিন্ন সময় মনে করতে পারি।
কিন্তু স্মৃতিটা আসলে কী? এগুলো কিভাবেই বা কাজ করে?
স্মৃতি মানে কিন্তু শুধু তথ্য জমা হওয়া নয়। স্মৃতি হলো জমা করা তথ্যকে আবার একই প্রক্রিয়ায় তৈরি করা। অর্থাৎ আমরা যখন কোনো ঘটনা দেখছি, সেগুলো তথ্য হিসেবে স্মৃতি কোষে জমা হয়ে থাকছে। তখন সেসব ঘটনা নিউরণে কিছু প্রতিক্রিয়া তৈরি করে।
এসব প্রতিক্রিয়ার আবার নানা রকমফের। ঘটনা থেকে আসা আলো এক রকম তথ্য দিচ্ছে নিউরনগুলোকে, সেখান থেকে আসা শব্দ কিংবা গন্ধ আবার আলাদা আলাদা প্রতিক্রিয়া তৈরি করছে। তা ছাড়া ঘটনা থেকে আসা বিভিন্ন রঙের আলোকরশ্মি ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া দেখায় নিউরনে। তেমনি বিভিন্ন মাত্রার শব্দ কম্পন ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া তৈরি করে।
একটা ঘটনা থেকে আসা তথ্যগুলো এত সব প্রতিক্রিয়া তৈরি করে স্মৃতিকোষে।
আমরা যখন সেই ঘটনার কথা মনে করি, তখন সেই তথ্যগুলো একই রকম প্রতিক্রিয়া তৈরি নিউরনে। ফলে পুরো ঘটনার একটা মানসিক ছবি তৈরি হয় মস্তিষ্কে। অনেকটা মূল ঘটনার মতো। অর্থাৎ আগের ঘটনাটিরই একটা কাল্পনিক মডেল তৈরি হয় মগজে। অর্থাৎ পুরো ঘটনাটা আমরা মনশ্চচোখে দেখতে পাই। সেটাই আসলে আমাদের স্মৃতি।
সূত্র :
১. মেমোরি : হাউ দ্য ব্রেইন স্পিনস ইউর লাইফ স্টোরি/ক্রিস্টেন উইয়ার/নিউ সায়েন্টিস্ট
২. হোয়াট ইজ দ্য মেমোরি ক্যাপাসিটি অব দ্য হিউম্যান/পল রেবার/সায়েন্টিফিক অ্যামেরিকান
৩. মস্তিষ্ক/হাসান তারেক চৌধুরী
মানুষ অন্যপ্রাণীর চেয়ে আলাদা কেন?
মানুষের জ্ঞান ও বুদ্ধিই অন্য প্রাণীদের সঙ্গে মানুষের পার্থক্য তৈরি করে দেয়। আর এই দুটো ব্যাপারের সঙ্গেই জড়িয়ে আছে স্মৃতি। তবে স্মৃতি কী তা জানার আগে, জানতে হবে জ্ঞান আসলে কী?
জ্ঞান হলো আপনার অভিজ্ঞতা থেকে নেওয়া শিক্ষা। আবার বই পড়ে, সিনেমা দেখে কিংবা গল্প শুনে নেওয়া শিক্ষাটাও জ্ঞানের কাতারে পড়ে। কিন্তু অভিজ্ঞতা বলুন, শিক্ষা বলুন কিংবা বুদ্ধি—এ সব কিছুর জন্য দরকার হলো স্মৃতি। ইংরেজিতে যাকে বলে মেমোরি।
মোবাইল ফোন কিংবা কম্পিউটারে যেসব মেমোরি কার্ড বা স্টোরেজ দেখি, সেগুলোতে কোনো তথ্য সংরক্ষণ করা হয় আসলে মানুষের মস্তিষ্কের অনুকরণেই।
অর্থাৎ মানুষের মস্তিষ্কে এমন একটা ব্যবস্থা আছে, যার মধ্যে কোনো তথ্য জমা থাকে। মস্তিষ্কের স্মৃতিকোষগুলো তথ্য ধারণ করার কাজ করে। সেই তথ্যই স্মৃতি হিসেবে আমরা বিভিন্ন সময় মনে করতে পারি।
কিন্তু স্মৃতিটা আসলে কী? এগুলো কিভাবেই বা কাজ করে?
স্মৃতি মানে কিন্তু শুধু তথ্য জমা হওয়া নয়। স্মৃতি হলো জমা করা তথ্যকে আবার একই প্রক্রিয়ায় তৈরি করা। অর্থাৎ আমরা যখন কোনো ঘটনা দেখছি, সেগুলো তথ্য হিসেবে স্মৃতি কোষে জমা হয়ে থাকছে। তখন সেসব ঘটনা নিউরণে কিছু প্রতিক্রিয়া তৈরি করে।
এসব প্রতিক্রিয়ার আবার নানা রকমফের। ঘটনা থেকে আসা আলো এক রকম তথ্য দিচ্ছে নিউরনগুলোকে, সেখান থেকে আসা শব্দ কিংবা গন্ধ আবার আলাদা আলাদা প্রতিক্রিয়া তৈরি করছে। তা ছাড়া ঘটনা থেকে আসা বিভিন্ন রঙের আলোকরশ্মি ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া দেখায় নিউরনে। তেমনি বিভিন্ন মাত্রার শব্দ কম্পন ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া তৈরি করে।
একটা ঘটনা থেকে আসা তথ্যগুলো এত সব প্রতিক্রিয়া তৈরি করে স্মৃতিকোষে।
আমরা যখন সেই ঘটনার কথা মনে করি, তখন সেই তথ্যগুলো একই রকম প্রতিক্রিয়া তৈরি নিউরনে। ফলে পুরো ঘটনার একটা মানসিক ছবি তৈরি হয় মস্তিষ্কে। অনেকটা মূল ঘটনার মতো। অর্থাৎ আগের ঘটনাটিরই একটা কাল্পনিক মডেল তৈরি হয় মগজে। অর্থাৎ পুরো ঘটনাটা আমরা মনশ্চচোখে দেখতে পাই। সেটাই আসলে আমাদের স্মৃতি।
সূত্র :
১. মেমোরি : হাউ দ্য ব্রেইন স্পিনস ইউর লাইফ স্টোরি/ক্রিস্টেন উইয়ার/নিউ সায়েন্টিস্ট
২. হোয়াট ইজ দ্য মেমোরি ক্যাপাসিটি অব দ্য হিউম্যান/পল রেবার/সায়েন্টিফিক অ্যামেরিকান
৩. মস্তিষ্ক/হাসান তারেক চৌধুরী
আবহাওয়াবিদদের ভাষায় নিম্নচাপ হলো একটি এমন আবহাওয়াগত পরিস্থিতি যেখানে বাতাসের চাপ চারপাশের তুলনায় কম হয়ে যায়। সাধারণত পৃথিবীর যেকোনো স্থানে বাতাস সবসময় উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে প্রবাহিত হয়।
১৩ ঘণ্টা আগেইংল্যান্ডের সিংহাসন তখন ছিল এক জটিল রাজনৈতিক টানাপোড়েনের কেন্দ্র। ইংরেজ রাজা এডওয়ার্ড দ্য কনফেসর ১০৬৬ সালের জানুয়ারিতে উত্তরাধিকারী ছাড়াই মারা যান। তাঁর মৃত্যুর পর সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়াল—কে ইংল্যান্ডের নতুন রাজা হবেন? রাজ্যের প্রধান অভিজাতেরা হ্যারল্ড গডউইনসনকে রাজা ঘোষণা করলেন।
১ দিন আগেসকালে ঘুম থেকে উঠেই অনেকেই অভ্যাস বশে এক গ্লাস লেবু পানি খান। বিজ্ঞাপন আর স্বাস্থ্যবিষয়ক ম্যাগাজিনে এমন ধারণা ছড়িয়ে গেছে যে খালি পেটে লেবু খেলে শরীরের টক্সিন বের হয়ে যায়, ওজন কমে, আবার হজমশক্তিও নাকি বাড়ে। কিন্তু আসলেই কি খালি পেটে লেবু খাওয়া এতটা উপকারী? বিজ্ঞানীরা বলছেন, লেবুর কিছু ভালো দিক
১ দিন আগে