অরুণ কুমার
আলোকবর্ষ কাকে বলে?
আলোকবর্ষের আভিধানিক অর্থ দাঁড়ায় আলোক বছর। কোনো শব্দের সঙ্গে বর্ষ বা বছর যুক্ত থাকলে আমরা ধরে নিই, সেটা সময়বিষয়ক কোনো শব্দ হবে। কিন্তু আলোকবর্ষের ক্ষেত্রে এমন ভাবনা ভাবা ভুল।লে আলোকবর্ষের আভিধানিক অর্থ দাঁড়ায় আলোক বছর। কোনো শব্দের সঙ্গে বর্ষ বা বছর যুক্ত থাকলে আমরা ধরে নিই, সেটা সময়বিষয়ক কোনো শব্দ হবে। কিন্তু আলোকবর্ষের ক্ষেত্রে এমন ভাবনা ভাবা ভুল।
আসলে সময়ের কোনো একক নয়, আলোকবর্ষ হলো দূরত্বের একক।
কেন দূরত্বের একক?
মহাবিশ্বটা অনেক বড়। এত বড়, সেখানে ফিতা দিয়ে দূরত্ব মাপার সুযোগ নেই। কিন্তু কিলোমিটার দিয়েও যদি মহাবিশ্বের বস্তুগুলোর দূরত্ব মাপা যায়, তাহলে অনেক বড় বড় সংখ্যা এসে যায়৷ এত বড় সংখ্যা বলাও যেমন কঠিন, খাতাপত্রে হিসাব করাও কঠিন। তাই আলো এক বছরে যতটুকু দূরত্ব পাড়ি দেয়, সেই দূরত্বকে বলা হয় আলোকবর্ষ।
আলোর গতি সেকেন্ডে ৩ লাখ কিলোমিটার। অর্থাৎ এক সেকেন্ডে আলো ৩ লাখ কিলোমিটার পথ পাড়ি দেয়।
আলোকবর্ষ আসলে কত কিলোমিটার, সেটা বোঝার জন্য আগে সেকেন্ডের হিসাবটা দেখে নেওয়া যাক। এক বছর হলো (৬০×৬০×২৪×৩৬৫) = ৩,১৫,৩৬,০০০ সেকেন্ডের সমান।
তাহলে এক বছরে আলো পাড়ি দেয় = ৩,১৫,৩৬,০০০×৩,০০,০০০ = ৯৪,৬০,৮০,০০,০০,০০০ কিলোমিটার পথ।
সংক্ষেপে আমরা বলতে পারি এক আলোকবর্ষ হলো ৯.৪৬১ × ১০১২ কিলোমিটার।
এ দুটোই অনেক বড় সংখ্যা। তাই ৯৪,৬০,৮০,০০,০০,০০০ বা ৯.৪৬১ × ১০১২ না বলে ১ আলোকবর্ষ বললে অনেক সুবিধা হয়।
আলোকবর্ষ কাকে বলে?
আলোকবর্ষের আভিধানিক অর্থ দাঁড়ায় আলোক বছর। কোনো শব্দের সঙ্গে বর্ষ বা বছর যুক্ত থাকলে আমরা ধরে নিই, সেটা সময়বিষয়ক কোনো শব্দ হবে। কিন্তু আলোকবর্ষের ক্ষেত্রে এমন ভাবনা ভাবা ভুল।লে আলোকবর্ষের আভিধানিক অর্থ দাঁড়ায় আলোক বছর। কোনো শব্দের সঙ্গে বর্ষ বা বছর যুক্ত থাকলে আমরা ধরে নিই, সেটা সময়বিষয়ক কোনো শব্দ হবে। কিন্তু আলোকবর্ষের ক্ষেত্রে এমন ভাবনা ভাবা ভুল।
আসলে সময়ের কোনো একক নয়, আলোকবর্ষ হলো দূরত্বের একক।
কেন দূরত্বের একক?
মহাবিশ্বটা অনেক বড়। এত বড়, সেখানে ফিতা দিয়ে দূরত্ব মাপার সুযোগ নেই। কিন্তু কিলোমিটার দিয়েও যদি মহাবিশ্বের বস্তুগুলোর দূরত্ব মাপা যায়, তাহলে অনেক বড় বড় সংখ্যা এসে যায়৷ এত বড় সংখ্যা বলাও যেমন কঠিন, খাতাপত্রে হিসাব করাও কঠিন। তাই আলো এক বছরে যতটুকু দূরত্ব পাড়ি দেয়, সেই দূরত্বকে বলা হয় আলোকবর্ষ।
আলোর গতি সেকেন্ডে ৩ লাখ কিলোমিটার। অর্থাৎ এক সেকেন্ডে আলো ৩ লাখ কিলোমিটার পথ পাড়ি দেয়।
আলোকবর্ষ আসলে কত কিলোমিটার, সেটা বোঝার জন্য আগে সেকেন্ডের হিসাবটা দেখে নেওয়া যাক। এক বছর হলো (৬০×৬০×২৪×৩৬৫) = ৩,১৫,৩৬,০০০ সেকেন্ডের সমান।
তাহলে এক বছরে আলো পাড়ি দেয় = ৩,১৫,৩৬,০০০×৩,০০,০০০ = ৯৪,৬০,৮০,০০,০০,০০০ কিলোমিটার পথ।
সংক্ষেপে আমরা বলতে পারি এক আলোকবর্ষ হলো ৯.৪৬১ × ১০১২ কিলোমিটার।
এ দুটোই অনেক বড় সংখ্যা। তাই ৯৪,৬০,৮০,০০,০০,০০০ বা ৯.৪৬১ × ১০১২ না বলে ১ আলোকবর্ষ বললে অনেক সুবিধা হয়।
এই বিষয়ে পশ্চিমা দেশগুলিতেও বিস্তর গবেষণা হয়েছে। ২০১৮ সালে ‘জার্নাল অফ ক্লিনিক্যাল লিপিডোলজি’ নামের একটি চিকিৎসা সাময়িকীতে প্রকাশিত গবেষণায় বলা হয়, ঘিতে থাকা ‘কনজুগেটেড লিনোলিক অ্যাসিড’ বা সংক্ষেপে সিএলএ হৃদপিণ্ডের জন্য উপকারী হতে পারে।
১ দিন আগেএই যুদ্ধের পটভূমি বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে তার আগের দশকগুলোতে। খ্রিস্টপূর্ব ৫০০ সালের আশপাশে পারস্য সাম্রাজ্য তখন পৃথিবীর সবচেয়ে বড় সাম্রাজ্য। বর্তমান ইরান, ইরাক, তুরস্ক, আফগানিস্তান, মিশরসহ এক বিশাল এলাকা জুড়ে পারস্যের শাসন বিস্তৃত ছিল।
১ দিন আগেপিরিয়ড মানেই নারীর শরীরে নানা ধরনের হরমোনের ওঠানামা। ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন ইত্যাদি হরমোনের তারতম্যের ফলে শারীরিক ও মানসিক নানা পরিবর্তন ঘটে। পেটব্যথা, মাথাব্যথা, ক্লান্তি, মেজাজ খিটখিটে হয়ে যাওয়া, হজমের সমস্যা—এই সবই পিরিয়ডের সময় অনেক নারীর নিত্যসঙ্গী।
১ দিন আগেলাভজনক হওয়া সত্ত্বেও বেনাপোল-খুলনা-মোংলা (যশোর হয়ে) রুটে চলাচলকারী যাত্রীবাহী বেতনা কমিউটার ট্রেন বেসরকারি খাতে হস্তান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। রেল কর্তৃপক্ষ দাবি করছে, বর্তমান আয়ের তুলনায় বেশি অর্থ পেলে নীতিমালা অনুযায়ী লিজ দেওয়া যেতে পারে। যদিও এই উদ্যোগ ঘিরে উঠেছে নানা প্রশ্ন।
২ দিন আগে