ডেস্ক, রাজনীতি ডটকম
আজকের দিনে মোবাইল ফোন আমাদের নিত্যসঙ্গী। সামাজিক যোগাযোগ, অনলাইন ক্লাস, ভিডিও দেখা, ছবি তোলা—সবকিছুই এখন হাতের মুঠোয়। কিন্তু মাঝেমাঝেই দেখা যায়, মোবাইল ধীর হয়ে যাচ্ছে, অ্যাপ খুলতে সময় নিচ্ছে, বা হঠাৎ করে হ্যাং হয়ে যাচ্ছে। এই সমস্যার পেছনে একটি বড় কারণ হচ্ছে — ক্যাশ মেমোরি।
ক্যাশ মেমোরি কী?
ক্যাশ মেমোরি হলো মোবাইলের এমন এক ধরনের অস্থায়ী মেমোরি যেখানে অ্যাপ ও ওয়েবসাইট ব্যবহার করার সময় কিছু ডাটা জমা হয়, যাতে ভবিষ্যতে সেগুলো দ্রুত লোড হয়। যেমন, আপনি যদি প্রতিদিন ফেসবুক ব্যবহার করেন, তাহলে ফেসবুক কিছু ছবি বা ডাটা ক্যাশে জমা রাখে যাতে প্রতিবার নতুন করে ডাউনলোড না করতে হয়।
এতে সুবিধা যেমন আছে, তেমনি সমস্যা হলো— সময়ের সাথে এই ক্যাশ জমতে জমতে মোবাইলের গতি কমিয়ে দেয় এবং স্টোরেজ ভরে ফেলে।
কেন ক্যাশ মুছবেন?
অ্যান্ড্রয়েড ফোনে যেভাবে ক্যাশ মুছবেন
অনেক ফোনে বিল্ট-ইন “Device Care” বা “Phone Cleaner” ফিচার থাকে, সেগুলো ব্যবহার করলেও ক্যাশ মুছে যায়।
কিছু অতিরিক্ত টিপস
সতর্কতা
মোবাইল ব্যবহার যেন হয় ঝামেলামুক্ত, সেজন্য নিয়মিত কিছু ছোট ছোট কাজ করতে হয়। তার মধ্যে ক্যাশ ক্লিয়ার করা অন্যতম। সময় লাগবে মাত্র ২-৩ মিনিট, কিন্তু এতে আপনার ফোন আবার আগের মতো তরতর করে চলবে।
আজকের দিনে মোবাইল ফোন আমাদের নিত্যসঙ্গী। সামাজিক যোগাযোগ, অনলাইন ক্লাস, ভিডিও দেখা, ছবি তোলা—সবকিছুই এখন হাতের মুঠোয়। কিন্তু মাঝেমাঝেই দেখা যায়, মোবাইল ধীর হয়ে যাচ্ছে, অ্যাপ খুলতে সময় নিচ্ছে, বা হঠাৎ করে হ্যাং হয়ে যাচ্ছে। এই সমস্যার পেছনে একটি বড় কারণ হচ্ছে — ক্যাশ মেমোরি।
ক্যাশ মেমোরি কী?
ক্যাশ মেমোরি হলো মোবাইলের এমন এক ধরনের অস্থায়ী মেমোরি যেখানে অ্যাপ ও ওয়েবসাইট ব্যবহার করার সময় কিছু ডাটা জমা হয়, যাতে ভবিষ্যতে সেগুলো দ্রুত লোড হয়। যেমন, আপনি যদি প্রতিদিন ফেসবুক ব্যবহার করেন, তাহলে ফেসবুক কিছু ছবি বা ডাটা ক্যাশে জমা রাখে যাতে প্রতিবার নতুন করে ডাউনলোড না করতে হয়।
এতে সুবিধা যেমন আছে, তেমনি সমস্যা হলো— সময়ের সাথে এই ক্যাশ জমতে জমতে মোবাইলের গতি কমিয়ে দেয় এবং স্টোরেজ ভরে ফেলে।
কেন ক্যাশ মুছবেন?
অ্যান্ড্রয়েড ফোনে যেভাবে ক্যাশ মুছবেন
অনেক ফোনে বিল্ট-ইন “Device Care” বা “Phone Cleaner” ফিচার থাকে, সেগুলো ব্যবহার করলেও ক্যাশ মুছে যায়।
কিছু অতিরিক্ত টিপস
সতর্কতা
মোবাইল ব্যবহার যেন হয় ঝামেলামুক্ত, সেজন্য নিয়মিত কিছু ছোট ছোট কাজ করতে হয়। তার মধ্যে ক্যাশ ক্লিয়ার করা অন্যতম। সময় লাগবে মাত্র ২-৩ মিনিট, কিন্তু এতে আপনার ফোন আবার আগের মতো তরতর করে চলবে।
যখন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হলেন, তখন আবার সম্পর্ক উষ্ণ হলো। তিনি জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিলেন, মার্কিন দূতাবাস সেখানে স্থানান্তর করলেন এবং গোলান মালভূমিকে ইসরায়েলের অংশ হিসেবে মেনে নিলেন। এ সময়ের নীতিগুলো ফিলিস্তিনের জন্য ছিল বড় ধাক্কা।
২ দিন আগেহার্টের রোগীদের জন্য আরেকটি বিপজ্জনক খাবার হলো প্রসেসড মাংস। হট ডগ, সসেজ, প্যাকেটজাত সালামি কিংবা বেকন জাতীয় খাবারগুলোতে থাকে অতিরিক্ত সোডিয়াম নাইট্রেট ও প্রিজারভেটিভ, যেগুলো রক্তচাপ ও কোলেস্টেরল বাড়িয়ে দেয়। এছাড়াও এসব খাবারে হেম আয়রন নামের একটি উপাদান থাকে, এট হৃদপিণ্ডের জন্য ক্ষতিকর।
২ দিন আগেবাংলাদেশ যখন ব্রিটিশ ভারতের অংশ ছিল, সেই সময় থেকেই এই ম্যাট্রিক পরীক্ষা চালু হয়েছিল। ইতিহাস ঘেঁটে দেখা যায়, এই অঞ্চলে প্রথম ম্যাট্রিকুলেশন পরীক্ষার প্রবর্তন হয় ১৮৫৭ সালে, যখন কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।
২ দিন আগেবেরিবেরি রোগকে দুই ভাগে ভাগ করা হয়— ‘ওয়েট বেরিবেরি’ ও ‘ড্রাই বেরিবেরি’। ওয়েট বেরিবেরিতে মূলত হৃদযন্ত্রে সমস্যা দেখা দেয়। আর ড্রাই বেরিবেরিতে প্রভাব পড়ে স্নায়ুতন্ত্রে। ড্রাই বেরিবেরিতে আক্রান্ত ব্যক্তির -পায়ে ঝিনঝিন অনুভব হয়, হাঁটতে কষ্ট হয়, পায়ের পেশী দুর্বল হয়ে পড়ে।
২ দিন আগে