বিজ্ঞান

চীনের কৃত্রিম সূর্য: পারমাণবিক শক্তির এক নতুন সম্ভাবনা

প্রকাশ: ০৪ মে ২০২৫, ১২: ১৮
চিনের কৃত্রিম সূর্য

মানব সভ্যতার ইতিহাস জুড়েই রয়েছে শক্তিকে বশে আনার ইতিবৃত্ত। প্রাচীন গুহামানব যখন পাথর ঘষে প্রথম আগুন জ্বালিয়েছিল, তখন থেকে শুরু করে আজকের যুগের পারমাণবিক চুল্লি, সবই সেই একই ইতিহাসের পুনরাবৃত্তি। যার মূলে রয়েছে মানুষের অফুরন্ত কৌতূহল আর অদম্য চেষ্টা। কিন্তু এবার মানুষের কৌতূহলী হাত যেন সূর্যকে ছুঁতে চলেছে ।

ভাবছেন এ আবার কী আজগুবি কথা? আসল কথা হলো, চীনে তৈরি করা হয়েছে এমন এক পারমাণবিক চুল্লি, যার নাম হচ্ছে ‘কৃত্রিম সূর্য’। নাম শুনেই বোঝা যাচ্ছে, এই চুল্লির ভেতরে ঘটছে সূর্যের মতো করেই শক্তি উৎপাদনের পারমাণবিক প্রক্রিয়া।

সূর্য মূলত হাইড্রোজেন গ্যাস দিয়ে তৈরি। সৌরশক্তির উৎস হলো হাইড্রোজেনের পরমাণু। সূর্যের অভ্যন্তরে হাইড্রোজেন পরমাণু ক্রমাগত হিলিয়াম পরমাণুতে রূপান্তরিত হচ্ছে। একে বলা হয়, পারমাণবিক ফিউশন (Fusion) প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় যে বিপুল পরিমান শক্তি উৎপন্ন হয় সেটাই হলো সৌরশক্তির উৎস। সূর্যকে এত উজ্জ্বল এবং এত উত্তপ্ত করে রেখেছে এই ফিউশন প্রক্রিয়া। সূর্যের এই শক্তির সামান্য একটা অংশ পৃথিবীতে এসে পৌঁছায়, তার উপর নির্ভর করেই পৃথিবীর যাবতীয় প্রাণী এবং উদ্ভিদকুল বেঁচে আছে‌।

বিজ্ঞানীরা বহুদিন ধরেই এই ফিউশন প্রক্রিয়াকে রপ্ত করার চেষ্টা চালাচ্ছেন। কারণ, এই নিউক্লিয়ার ফিউশন যদি আয়ত্ত করা যায়, তাহলে শক্তির সমস্যা থেকে মানবজাতি চিরতরে মুক্তি পেতে পারে। আর সেটাই করে দেখিয়েছেন চীনের বিজ্ঞানীরা।

সম্প্রতি চীনে‌ ইস্ট (EAST - Experimental Advanced Superconducting Tokamak) নামের একটি পরীক্ষামূলক ফিউশন রিয়্যাক্টরে প্রায় ১০০০ সেকেন্ড বা ১৭ মিনিট ধরে সফলভাবে ফিউশন বিক্রিয়া ঘটানো হয়েছে। এত দীর্ঘ সময় ধরে স্থিতিশীল প্লাজমা তৈরি করা এখন পর্যন্ত ফিউশন গবেষণার ইতিহাসে একটি যুগান্তকারী ঘটনা।

সাধারণত, ফিউশন বিক্রিয়া এত বেশি তাপমাত্রায় ঘটে যে, একে স্থিতিশীল করে ধরে রাখা খুবই কঠিন। আর এখানেই রয়েছে EAST রিয়্যাক্টরের অসাধারণ সাফল্য। এটি প্রায় ১০ কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৌঁছে গিয়েছিল, যেটা ছিল সূর্যের কেন্দ্রের চেয়েও প্রায় ছয় গুণ বেশি উত্তপ্ত!

এই অতি উচ্চ তাপমাত্রার প্লাজমাকে ধরে রাখতে বিজ্ঞানীরা ব্যবহার করেছেন অত্যন্ত শক্তিশালী চুম্বক। টোকামাক নামের এক বিশেষ ধরনের চেম্বারের ভেতরে প্লাজমা ঘুরতে থাকে, যেটাকে চৌম্বক ক্ষেত্র দিয়ে নিয়ন্ত্রণ করা হয়। শুনতে যতই সহজ লাগুক, বাস্তবে এটি ছিল এক মহাকঠিন কাজ। এতদিন বিভিন্ন পরীক্ষাগারে মাত্র কয়েক সেকেন্ডের জন্যই স্থায়ী ছিল এমন ফিউশন বিক্রিয়া। কিন্তু চীনের এই সাফল্য সেই পুরনো রেকর্ড ভেঙে দিয়ে ফিউশন প্রযুক্তিকে আরো বাস্তবসম্মত করে তুলেছে।

এখন প্রশ্ন হলো, কেন এই ফিউশন বিক্রিয়া নিয়ে এত মাতামাতি? আসলে প্রচলিত পারমাণবিক শক্তি আসে নিউক্লিয়ার ফিশন (Fission) থেকে, যেখানে ইউরেনিয়ামের মতো ভারী পরমাণুকে ভেঙে শক্তি উৎপাদন করা হয়। কিন্তু ফিশনের অন্যতম বড় সমস্যা হলো তেজস্ক্রিয় বর্জ্য পদার্থ। কিন্তু ফিউশন প্রক্রিয়ায় কোনো দীর্ঘস্থায়ী ক্ষতিকর বর্জ্য উৎপাদিত হয় না। এ ছাড়াও ফিউশনের জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় হাইড্রোজেনের আইসোটোপ, যেটা সহজেই পাওয়া যায় সমুদ্রের পানিতে। অর্থাৎ জ্বালানি শেষ হওয়ার ভয়ও নেই।

চীনের এই কৃত্রিম সূর্য প্রকল্প এখন বিশ্বব্যাপী বিজ্ঞানীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। এই প্রযুক্তি একদিন সত্যিই মানব সভ্যতার ভাগ্য বদলে দিতে পারে। হয়তো একদিন পৃথিবীর মানুষ নিজেরাই তৈরি করবে নিজেদের অমিত শক্তির উৎস, যেটা হবে সূর্যের মতোই সীমাহীন আর অফুরন্ত। আর সেই প্রমিথিউসের অপেক্ষাতেই এখন সারা বিশ্ব তাকিয়ে রয়েছে পারমাণবিক ফিউশন প্রযুক্তির দিকে।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

যুক্তরাষ্ট্র সবসময় কেন ইসরায়েলের পক্ষ নেয়

যখন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হলেন, তখন আবার সম্পর্ক উষ্ণ হলো। তিনি জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিলেন, মার্কিন দূতাবাস সেখানে স্থানান্তর করলেন এবং গোলান মালভূমিকে ইসরায়েলের অংশ হিসেবে মেনে নিলেন। এ সময়ের নীতিগুলো ফিলিস্তিনের জন্য ছিল বড় ধাক্কা।

১ দিন আগে

হার্টের রোগীদের যেসব খাবার এড়িয়ে চলা উচিত

হার্টের রোগীদের জন্য আরেকটি বিপজ্জনক খাবার হলো প্রসেসড মাংস। হট ডগ, সসেজ, প্যাকেটজাত সালামি কিংবা বেকন জাতীয় খাবারগুলোতে থাকে অতিরিক্ত সোডিয়াম নাইট্রেট ও প্রিজারভেটিভ, যেগুলো রক্তচাপ ও কোলেস্টেরল বাড়িয়ে দেয়। এছাড়াও এসব খাবারে হেম আয়রন নামের একটি উপাদান থাকে, এট হৃদপিণ্ডের জন্য ক্ষতিকর।

১ দিন আগে

দেশে এসএসসি পরীক্ষার সূচনা হয় কবে?

বাংলাদেশ যখন ব্রিটিশ ভারতের অংশ ছিল, সেই সময় থেকেই এই ম্যাট্রিক পরীক্ষা চালু হয়েছিল। ইতিহাস ঘেঁটে দেখা যায়, এই অঞ্চলে প্রথম ম্যাট্রিকুলেশন পরীক্ষার প্রবর্তন হয় ১৮৫৭ সালে, যখন কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।

১ দিন আগে

কোন ভিটামিনের অভাবে বেরিবেরি রোগ হয়?

বেরিবেরি রোগকে দুই ভাগে ভাগ করা হয়— ‘ওয়েট বেরিবেরি’ ও ‘ড্রাই বেরিবেরি’। ওয়েট বেরিবেরিতে মূলত হৃদযন্ত্রে সমস্যা দেখা দেয়। আর ড্রাই বেরিবেরিতে প্রভাব পড়ে স্নায়ুতন্ত্রে। ড্রাই বেরিবেরিতে আক্রান্ত ব্যক্তির -পায়ে ঝিনঝিন অনুভব হয়, হাঁটতে কষ্ট হয়, পায়ের পেশী দুর্বল হয়ে পড়ে।

১ দিন আগে