ডিজিটাল সেবা

অ্যাপোস্টিল সার্ভিস: সহজ হয়েছে প্রামাণিকরণ

শানজীদা শারমিন
আপডেট : ২৩ মে ২০২৫, ২৩: ৪৫

সানজানা আহমেদ কানাডায় উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন। সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট, জন্মনিবন্ধন, জাতীয় পরিচয়পত্র—সবকিছু বিদেশে প্রমাণ করতে হবে। এ বিষয়ে প্রক্রিয়া শুরু করা নিয়ে সে চিন্তিত। কাজটা সে কিভাবে করবে গুগলে সার্চ দিয়ে জানতে পারল সম্প্রতি অ্যাপোস্টিল সার্ভিস চালু হয়েছে। সানজানা প্রক্রিয়া শুরু করে দিল।

এমন সময় মা এসে বললেন, ‘তোর চাচাতো ভাই রাশেদ কয়েক বছর আগে যখন বাইরে গিয়েছিল, তখন প্রথমে নোটারি পাবলিক, তারপর পররাষ্ট্র মন্ত্রণালয়, তারপর দূতাবাসে কাগজ জমা দিতে হয়েছিল। কয়েক মাস তো লাগবেই। তুই ওকে ফোন দিয়ে জেনে নে।’ সানজানা মাথা নেড়ে বলল, ‘আমি জানি মা। চাচা বলেছিলেন দালাল ধরেও কাজ তাড়াতাড়ি হতো না। এখন কিন্তু আমাদের জন্য নতুন সুবিধা এসেছে—অ্যাপোস্টিল সার্ভিস। এ বছরই (২০২৫) চালু হয়েছে।’

মা বললেন, ‘অ্যাপোস্টিল কী জিনিস?’

সানজানা মোবাইলটা হাতে নিয়ে দেখাতে দেখাতে বলল, ‘অ্যাপোস্টিল হলো এমন একটা সার্টিফিকেট, যেটা দিয়ে আমার দলিল আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাবে। কোনো দূতাবাসে দৌড়ঝাঁপ করতে হবে না। এটা হেগ কনভেনশন ১৯৬১-এর নিয়মে হয়। বাংলাদেশ এখন এই কনভেনশনের সদস্য হয়েছে।’

‘তা এখন তোকে কী করতে হবে?’-মায়ের প্রশ্নের জবাবে সানজানা বলল, ‘আমি apostille.mygov.bd ওয়েবসাইটে গিয়ে নিজের কাগজ স্ক্যান করে আপলোড করবো। তারপর অনলাইনে ফি পরিশোধ করবো। কিছুদিনের মধ্যেই অ্যাপোস্টিল সার্টিফিকেট ডাউনলোড করে নিতে পারবো।’

মা বললেন, ‘ফি পরিশোধ করবি কিভাবে? সানজানা বলল, ‘ব্যাংকের ডেবিট/ক্রেডিট কার্ড বা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস দিয়েও ফি দেওয়া যায়। কোনো লাইনে দাঁড়াতে হবে না।’

সানজানা পর্যায়ক্রমে

  • apostille.mygov.bd ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করল।
  • দলিল স্ক্যান করে নির্দিষ্ট ফরম্যাটে আপলোড করল।
  • অনলাইনে ফি পরিশোধ করল।

এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যাচাই করে অনুমোদন দেবে। অনলাইনেই অ্যাপোস্টিল সার্টিফিকেট পাওয়া যাবে। সার্টিফিকেটের সঙ্গে থাকবে ইউনিক QR কোড, যেটা দিয়ে যে কোনো দেশ থেকে দলিলের সত্যতা যাচাই করা যাবে।

মা বললেন, ‘তাহলে তোর তো কোথাও যেতে হবে না?” সানজানা বলল, “না মা। সাধারণত তিন থেকে পাঁচ কর্মদিবসে কাজ শেষ হয়ে যায়।’

পরে একদিন রিয়াদুল করীম কাকা ফোন দিলেন। তিনি বহু বছর ধরে সৌদি আরবে আছেন। ফোনে বলল, ‘সানজানা, আমি তো পরিবারকে নিয়ে আসার জন্য তোমার চাচীর জন্মনিবন্ধন আর বিবাহ সনদের অ্যাপোস্টিল করাতে চাই। কয়েকদিন আগে শুনলাম তুমি অনলাইনেই কাজটা করেছো। কীভাবে করব বলো তো!’

সানজানা বলল, ‘আপনি সরাসরি ওয়েবসাইটে ঢুকে আবেদন করুন। দলিল স্ক্যান করে আপলোড করুন। কয়েকদিনের মধ্যে অ্যাপোস্টিল সার্টিফিকেট পেয়ে যাবেন। এই সার্টিফিকেটে থাকা QR কোড দিয়ে সরাসরি সৌদি আরবের কর্তৃপক্ষও আসল দলিল যাচাই করতে পারবে।

কাকা বললেন, ‘আগে তো শুনতাম, নকল কাগজ জমা দিয়ে অনেকে বিপদে পড়ত।’ সানজানা বলল, ‘এখন সেটা কঠিন। কারণ সরাসরি যাচাই করা যায়। ফলে নিরাপত্তা অনেক বেড়েছে। আর দালালদের হাতও ছোট হয়ে গেছে।’

যেসব এলাকায় ইন্টারনেট বা প্রযুক্তিগত সহায়তা সীমিত, সেসব জায়গায় ইউনিয়ন ডিজিটাল সেন্টার থেকে অ্যাপােস্টিল সার্ভিসের জন্য আবেদন করা যায়।

এর বাইরে প্রধান উপদেষ্টার কার্যালয়ের উদ্যোগে ১০০-রও বেশি সরকারি সেবা নিয়ে চালু হচ্ছে ‘নাগরিক সেবা বাংলাদেশ’ নামে একটি নতুন আউটলেট। চলমান ডিজিটাল সেন্টারগুলোকেও এতে যুক্ত করা হবে। সেখানেও পাওয়া যাবে উল্লিখিত সেবাটি।

ad
ad

ফিচার থেকে আরও পড়ুন

রাতে ঘুমানোর আগে এলাচ খেলে মিলবে যে উপকার

এলাচ যে কেবল খাবারে সুগন্ধ যোগ করে সেটা নয়। নিয়মিত এলাচ খাওয়ার রয়েছে অনেক উপকার। কার্বোহাইড্রেট, প্রোটিন ও ডায়েটারি ফাইবার, নিয়াসিন, পাইরিডক্সিন, রিবোফ্লোভিন, থিয়ামাইন, ভিটামিন এ, ভিটামিন সি, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, কপার, আয়রন, ম্যাঙ্গানিজ, ম্যাগনেসিয়াম, ফসফরাস ও জিঙ্কের চমৎকার উৎস এই মসলা। প

৯ দিন আগে

ডাক্তার না হয়ে যেভাবে গীতিকার হয়ে ওঠেন 'গাজী মাজহারুল'

পাঁচবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। বিবিসির জরিপে সর্বকালের সেরা ২০ বাংলা গানের মধ্যে তিনটি গানের রচয়িতা গুণী এই গীতিকবি। গানগুলো হচ্ছে ‘জয় বাংলা বাংলার জয়’, ‘একতারা তুই দেশের কথা বল’ ও ‘একবার যেতে দে না’।

১০ দিন আগে

'এআই চ্যাটবট' ছদ্মবেশে শিশু-কিশোরদের সঙ্গে অনুপযুক্ত আলাপ করছে

টিমোথি শালামে, চ্যাপেল রোন ও প্যাট্রিক মাহোমসের নামে তৈরি এআইভিত্তিক চ্যাটবট শিশু-কিশোরদের সঙ্গে যৌন, মাদক ও আত্মহত্যাসংক্রান্ত অনুপযুক্ত আলাপ করেছে বলে অভিযোগ উঠেছে। এই চ্যাটবটগুলো টেক্সটের মাধ্যমে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি কণ্ঠ ব্যবহার করে, যেগুলো তারকাদের মতো শোনানোর জন্য প্রশিক্ষিত ছিল

১০ দিন আগে

উত্তম কুমার— বাংলা চলচ্চিত্রের মহানায়নকের জন্মদিন

চলচ্চিত্র ছেড়ে দেবো করতে করতেই পাহাড়ি সান্যালের হাত ধরে অভিনয় করেন ‘বসু পরিবার’ ছবিতে। ১৯৫২ সালের সে ছবিটি বেশ নজর কাড়ে অনেকের। ১৯৫৩ সালে মুক্তি পায় ‘সাড়ে চুয়াত্তর’। সুচিত্রা সেনের বিপরীতে উত্তমের এই ছবিটি বক্স অফিসে ব্লকবাস্টার! উত্তম কুমারের চলচ্চিত্র জগতে প্রতিষ্ঠারও সূচনা তার সঙ্গে।

১১ দিন আগে