লাইফস্টাইল ডেস্ক
ভ্যাপসা গরমের মধ্যে পার্টি? এই টিপস মেনে পোশাক পরলে বজায় থাকবে আরাম ও ফ্যাশন দুটোই। গরমে শরীর খারাপ হবে বলে সব অনুষ্ঠান থেকে মুখ ফিরিয়ে থাকা যায় না। সেজেগুজে গলদঘর্ম হলেও সেখানে যেতে হয়। অনুষ্ঠান বুঝে শাড়ি তো বেছে নেওয়াই যায়। কিন্তু তার সঙ্গে মানিয়ে কোন গহনা পরবেন, তা বুঝতে পারেন না অনেকে।
ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের তাপমাত্রা মরুশহরকে টেক্কা দিচ্ছে। রোদ, ভ্যাপসা গরম, সঙ্গে তাপপ্রবাহ। সব মিলিয়ে প্রায় অসহনীয় আবহাওয়া। তবে গরম যতই হোক, অনুষ্ঠানে কোনও কাটছাঁট নেই। বৈশাখ পড়তে না পড়তেই লেগেছে গরমের ধুম। তবে গরম যতই হোক এ সিজনে জন্মদিন, বিবাহবার্ষিকী, ঘরোয়া পার্টি তো আছেই। গরমে শরীর খারাপ হবে বলে সব অনুষ্ঠান থেকে মুখ ফিরিয়ে থাকা যায় না। সেজেগুজে গলদঘর্ম হলেও সেখানে যেতে হয়। অনুষ্ঠান বুঝে শাড়ি তো বেছে নেওয়াই যায়। কিন্তু তার সঙ্গে মানিয়ে কোন গয়না পরবেন, তা বুঝতে পারেন না অনেকে।
গরমে হাঁসফাঁস অবস্থা সকলের। তবে গরমের জন্য জীবনের সব আমোদ-প্রোমোদ থেকে বিরতি নিলে তো আর চলবে না। গরমের সঙ্গে পাল্লা দিয়েই প্রয়োজন পার্টির। সারা সপ্তাহ হাড় ভাঙা খাটুনির পর একটু রিল্যাক্স করতে তাই চাই পার্টি ও জমিয়ে আড্ডা। তা গরম তাতে কি? ফ্যাশনের সঙ্গে নো-কম্প্রোমাইজ। সামার পার্টিতে কেমন সাজবেন চলুন জেনে নেই…
ড্রেস
জিন্স, টি-শার্ট, প্যান্ট তো সারা সপ্তাহ পরতেই হয়। ছুটির দিনে তাই ভরসা হোক ভিন্ন। আর পার্টিতে যেকোনও লেন্থের ড্রেসই বেশ ভালো মানায়। গরমের জন্য শর্ট ড্রেসই বেশি ভালো। তবে আপনার যদি শর্ট ড্রেসে অসুবিধা হয় তাহলে লং ড্রেস বা নি-লেন্থ অর্থাৎ হাঁটু পর্যন্ত জামা পরতেই পারেন। আজকাল ফ্লোরাল প্রিন্ট ফ্যাশান বেশ জনপ্রিয় হয়ে উঠেছে বিশেষভাবে ইন ফেবরিক । এ ধরনের পোশাক একটা রিফ্রেসিং লুক এনে দেয় । তাই সামার পার্টির জন্য বেছে নিন ফ্লোরাল প্রিন্টের ড্রেস। এছাড়া পড়তে পারেন অন্যান্য প্রিন্ট কিংবা একরঙা ড্রেসও। এখন পা-কাটা ড্রেসও পাওয়া যায়। পছন্দ মতো বেছে নিন। এই ধরেনর পোশাকের সঙ্গে হালকা একটা দুল ও ন্যুড মেকআপ! আর আই-মেকআপের ক্ষেত্রে বেছে নিন স্মোকি আইস। ব্যাস আর আপনাকে রুখে কে! পার্টিতে সকলের নজর কাড়তে বাধ্য।
শাড়ি
তাছাড়া এমন ওয়েদারে হালকা কাপর ও হালকা রঙের শাড়ি বা থ্রি-পিসও বেশ আরামদায়ক হতে পারে। সাথে ছোট গহনা, ছোট কানের দুল বা টপ, গলায় হালকা মালা ইত্যাদি। এই গরমে এমন পোশাক বেশ আরামদায়ক।
স্কার্ট
আজকাল যেকোনও ধরনের স্কার্টও কিন্তু ভীষণ ট্রেন্ডিং। আর গরমে পা খোলা এই পোশাক পরে আরামও মেলে বেশ। উপরে টি-শার্ট কিংবা টপের সঙ্গে পরতে পারেন স্কার্ট সাথে কোমরে একটা বেল্টও ট্রায় করতে পারেন মন্দ লাগবে না। যদি শর্ট স্কার্ট পরেন তার সঙ্গে পায়ে স্নিকার বা পা ঢাকা জুতো পরুন। আর হাতে একটা ছোট হ্যান্ড ব্যাগ। আর যদি একটু লং স্কার্ট পরেন তাহলে যেকোনও হিল জুতা পরতে পারেন।
জাম্পস্যুট
বর্তমানে অনেকেই জাম্পস্যুট পরতে ভালোবাসেন। আর এ ধরনের পোশাক দেখতেও মন্দ লাগে না। উইকেন্ড পার্টিতে পরতেই পারেন জাম্পস্যুট। এখন বিভিন্ন প্রিন্টের জাম্পস্যুট পাওয়া যায়। গরম থেকে স্বস্তি পেতে উপযুক্ত পোশাক নির্বাচন অনেকাংশেই কার্যকরী ভূমিকা পাল করে।
ভ্যাপসা গরমের মধ্যে পার্টি? এই টিপস মেনে পোশাক পরলে বজায় থাকবে আরাম ও ফ্যাশন দুটোই। গরমে শরীর খারাপ হবে বলে সব অনুষ্ঠান থেকে মুখ ফিরিয়ে থাকা যায় না। সেজেগুজে গলদঘর্ম হলেও সেখানে যেতে হয়। অনুষ্ঠান বুঝে শাড়ি তো বেছে নেওয়াই যায়। কিন্তু তার সঙ্গে মানিয়ে কোন গহনা পরবেন, তা বুঝতে পারেন না অনেকে।
ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের তাপমাত্রা মরুশহরকে টেক্কা দিচ্ছে। রোদ, ভ্যাপসা গরম, সঙ্গে তাপপ্রবাহ। সব মিলিয়ে প্রায় অসহনীয় আবহাওয়া। তবে গরম যতই হোক, অনুষ্ঠানে কোনও কাটছাঁট নেই। বৈশাখ পড়তে না পড়তেই লেগেছে গরমের ধুম। তবে গরম যতই হোক এ সিজনে জন্মদিন, বিবাহবার্ষিকী, ঘরোয়া পার্টি তো আছেই। গরমে শরীর খারাপ হবে বলে সব অনুষ্ঠান থেকে মুখ ফিরিয়ে থাকা যায় না। সেজেগুজে গলদঘর্ম হলেও সেখানে যেতে হয়। অনুষ্ঠান বুঝে শাড়ি তো বেছে নেওয়াই যায়। কিন্তু তার সঙ্গে মানিয়ে কোন গয়না পরবেন, তা বুঝতে পারেন না অনেকে।
গরমে হাঁসফাঁস অবস্থা সকলের। তবে গরমের জন্য জীবনের সব আমোদ-প্রোমোদ থেকে বিরতি নিলে তো আর চলবে না। গরমের সঙ্গে পাল্লা দিয়েই প্রয়োজন পার্টির। সারা সপ্তাহ হাড় ভাঙা খাটুনির পর একটু রিল্যাক্স করতে তাই চাই পার্টি ও জমিয়ে আড্ডা। তা গরম তাতে কি? ফ্যাশনের সঙ্গে নো-কম্প্রোমাইজ। সামার পার্টিতে কেমন সাজবেন চলুন জেনে নেই…
ড্রেস
জিন্স, টি-শার্ট, প্যান্ট তো সারা সপ্তাহ পরতেই হয়। ছুটির দিনে তাই ভরসা হোক ভিন্ন। আর পার্টিতে যেকোনও লেন্থের ড্রেসই বেশ ভালো মানায়। গরমের জন্য শর্ট ড্রেসই বেশি ভালো। তবে আপনার যদি শর্ট ড্রেসে অসুবিধা হয় তাহলে লং ড্রেস বা নি-লেন্থ অর্থাৎ হাঁটু পর্যন্ত জামা পরতেই পারেন। আজকাল ফ্লোরাল প্রিন্ট ফ্যাশান বেশ জনপ্রিয় হয়ে উঠেছে বিশেষভাবে ইন ফেবরিক । এ ধরনের পোশাক একটা রিফ্রেসিং লুক এনে দেয় । তাই সামার পার্টির জন্য বেছে নিন ফ্লোরাল প্রিন্টের ড্রেস। এছাড়া পড়তে পারেন অন্যান্য প্রিন্ট কিংবা একরঙা ড্রেসও। এখন পা-কাটা ড্রেসও পাওয়া যায়। পছন্দ মতো বেছে নিন। এই ধরেনর পোশাকের সঙ্গে হালকা একটা দুল ও ন্যুড মেকআপ! আর আই-মেকআপের ক্ষেত্রে বেছে নিন স্মোকি আইস। ব্যাস আর আপনাকে রুখে কে! পার্টিতে সকলের নজর কাড়তে বাধ্য।
শাড়ি
তাছাড়া এমন ওয়েদারে হালকা কাপর ও হালকা রঙের শাড়ি বা থ্রি-পিসও বেশ আরামদায়ক হতে পারে। সাথে ছোট গহনা, ছোট কানের দুল বা টপ, গলায় হালকা মালা ইত্যাদি। এই গরমে এমন পোশাক বেশ আরামদায়ক।
স্কার্ট
আজকাল যেকোনও ধরনের স্কার্টও কিন্তু ভীষণ ট্রেন্ডিং। আর গরমে পা খোলা এই পোশাক পরে আরামও মেলে বেশ। উপরে টি-শার্ট কিংবা টপের সঙ্গে পরতে পারেন স্কার্ট সাথে কোমরে একটা বেল্টও ট্রায় করতে পারেন মন্দ লাগবে না। যদি শর্ট স্কার্ট পরেন তার সঙ্গে পায়ে স্নিকার বা পা ঢাকা জুতো পরুন। আর হাতে একটা ছোট হ্যান্ড ব্যাগ। আর যদি একটু লং স্কার্ট পরেন তাহলে যেকোনও হিল জুতা পরতে পারেন।
জাম্পস্যুট
বর্তমানে অনেকেই জাম্পস্যুট পরতে ভালোবাসেন। আর এ ধরনের পোশাক দেখতেও মন্দ লাগে না। উইকেন্ড পার্টিতে পরতেই পারেন জাম্পস্যুট। এখন বিভিন্ন প্রিন্টের জাম্পস্যুট পাওয়া যায়। গরম থেকে স্বস্তি পেতে উপযুক্ত পোশাক নির্বাচন অনেকাংশেই কার্যকরী ভূমিকা পাল করে।
বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে চুলের গঠন, তার প্রাকৃতিক বৃদ্ধি এবং ক্ষতির কারণ নিয়ে গবেষণা করে আসছেন। চুল মূলত প্রোটিন দ্বারা গঠিত, বিশেষ করে কেরাটিন নামের একটি প্রোটিন চুলের মূল উপাদান। যখন চুল পর্যাপ্ত পুষ্টি পায় না কিংবা বাইরে থেকে সঠিক যত্ন পায় না, তখন তা রুক্ষ হয়ে যায়, ভেঙে যায় এবং ঝরে পড়ে। তেল মূলত চ
১ দিন আগেলাল লতিকা হট্টিটি মাঝারি আকারের হয়ে থাকে। এই পাখিটি খুবেই চটপটে ও চঞ্চল প্রকৃতির হয়ে থাকে। তার সতর্ক ভঙ্গি ও জলশয়ের পাতার ওপর দ্রুত দৌড়ানোর ক্ষমতার জন্য সুপরিচিত। লাল লতিকা হট্টিটি লম্বায় ৩৪-৩৭ সেন্টিমিটার। এদের চোখের সামনে টকটকে লাল চামড়া। সেটিই লতিকা।
২ দিন আগেঅচ্যুত পোতদারের অভিনয়জীবন ছিল চার দশকেরও বেশি। তিনি ১২৫টির বেশি হিন্দি ও মারাঠি ছবিতে কাজ করেছেন। হিন্দি ও মারাঠি চলচ্চিত্র অঙ্গনে তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা সামাজিক মাধ্যমে তাঁকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন। বাস্তব জীবনেও তিনি ছিলেন নম্র, অমায়িক এবং বহুমুখী প্রতিভ
২ দিন আগেথাইরয়েড সমস্যায় ওষুধের পাশাপাশি খাদ্যাভ্যাসেরও বড় ভূমিকা রয়েছে। বিশেষ করে কিছু ফল আছে যেগুলো থাইরয়েড রোগীদের জন্য উপকারী হতে পারে। এসব ফলে থাকে ভিটামিন, খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা থাইরয়েড গ্রন্থির কাজকে নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে। তবে অবশ্যই মনে রাখতে হবে, শুধুমাত্র ফল খেয়েই থাইরয়েড সারানো
২ দিন আগে