সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন প্রভা

ডেস্ক, রাজনীতি ডটকম

নিউইয়র্কে অনুষ্ঠিত ‘এটিভি ইউএসএ আইকনিক অ্যাওয়ার্ড’-এ সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। সস্প্রতি নিউইয়র্কের ম্যারিয়ট হোটেলে এক জমকালো আয়োজনে এর ৬ষ্ঠ আসর অনুষ্ঠিত হয়েছে।

সম্মাননা প্রাপ্তি প্রসঙ্গে নিউইয়র্ক থেকে প্রভা বলেন, ‘যেকোনো পুরস্কারই নিজের কাজকে চ্যালেঞ্জ করে। অর্থাৎ এগিয়ে যাওয়ার নতুন তাড়না তৈরি করে যে, আমাকে এর চেয়ে আরও দিগুণ ভালো করতে হবে। দায়িত্ববোধ বেড়ে যায়। আমাকে মূল্যায়ন করার জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ।’

সর্বশেষ যে নাটকে অভিনয় করেছেন প্রভা, তা–ও এ বছরের শুরুর দিকে। এরপর আর নতুন নাটকে দেখা যায়নি তাকে। একটা সময় খবর পাওয়া যায়, নিজেকে নতুন পরিচয়ে হাজির করতে গেছেন যুক্তরাষ্ট্রে। রূপসজ্জাশিল্পী হিসেবে দেখতেই তার সেখানে যাওয়া। পাশাপাশি পরিবারকে সময় দেওয়া।

বলা দরকার, বর্তমানে মার্কিন মুলুকে অবস্থান করছেন প্রভা। সেখানে ‘দ্য মেকআপ একাডেমি’ থেকে রূপসজ্জার ওপর একটি কর্মশালা করেছেন অভিনেত্রী। এরই মধ্যে সফলভাবে কোর্সটি শেষ করেছেন প্রভা। কাজের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন সনদপত্রও। প্রভা জানালেন, নিউইয়র্কের এ প্রতিষ্ঠানটি বিশ্বজুড়ে পরিচিত।

দেড় যুগেও বেশি সময় ধরে শোবিজে কাজ করছেন সাদিয়া জাহান প্রভা। শুরুর দিকে তুমুল ব্যস্ততায় দিন পার করলেও এখন নিজের ইচ্ছায় কাজটা অনেক কমিয়ে দিয়েছেন। বিজ্ঞাপনচিত্রে কাজ করে প্রভা সবার নজর কাড়েন। এরপর নাটক, টেলিছবিতে কাজ করে ব্যস্ত সময় পার করেছেন। এখন তিনি নিজেকে আর সেভাবে অভিনয়ে ব্যস্ত রাখেন না। মাঝেমধ্যে মন চাইলে, গল্প পছন্দ হলে নতুন নাটক বা টেলিছবির শুটিং করেন। আবার মাঝেমধ্যে ওটিটিতেও দেখা যায়।

প্রভার ভাষায়, অভিনয়ের জন্য অনেক স্ক্রিপ্টই তো আসে, কিন্তু অনেক সময় নিজের সঙ্গে আপস করতে পারি না। এরপরও যাচাই-বাছাই শেষে কোথাও ঘুরতে যাওয়ার আগে মনে হয় যে এবার আমার কাজ করতে হবে। নতুন বছরের শুরুর দিকে তার দেশে ফেরার কথা রয়েছে। ফিরেই নতুন অবতারে কাজ শুরু করবেন বলে দূর দেশ থেকে জানিয়েছেন সুন্দরী এই হাস্যোজ্জ্বল অভিনেত্রী

ad
ad

ফিচার থেকে আরও পড়ুন

নিম্নচাপ কেন হয়, এর বৈজ্ঞানিক কারণ কী

আবহাওয়াবিদদের ভাষায় নিম্নচাপ হলো একটি এমন আবহাওয়াগত পরিস্থিতি যেখানে বাতাসের চাপ চারপাশের তুলনায় কম হয়ে যায়। সাধারণত পৃথিবীর যেকোনো স্থানে বাতাস সবসময় উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে প্রবাহিত হয়।

১০ ঘণ্টা আগে

ব্যাটল অব হ্যাস্টিংসের ইতিহাস

ইংল্যান্ডের সিংহাসন তখন ছিল এক জটিল রাজনৈতিক টানাপোড়েনের কেন্দ্র। ইংরেজ রাজা এডওয়ার্ড দ্য কনফেসর ১০৬৬ সালের জানুয়ারিতে উত্তরাধিকারী ছাড়াই মারা যান। তাঁর মৃত্যুর পর সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়াল—কে ইংল্যান্ডের নতুন রাজা হবেন? রাজ্যের প্রধান অভিজাতেরা হ্যারল্ড গডউইনসনকে রাজা ঘোষণা করলেন।

১ দিন আগে

খালি পেটে লেবু খাওয়া ক্ষতিকর!

সকালে ঘুম থেকে উঠেই অনেকেই অভ্যাস বশে এক গ্লাস লেবু পানি খান। বিজ্ঞাপন আর স্বাস্থ্যবিষয়ক ম্যাগাজিনে এমন ধারণা ছড়িয়ে গেছে যে খালি পেটে লেবু খেলে শরীরের টক্সিন বের হয়ে যায়, ওজন কমে, আবার হজমশক্তিও নাকি বাড়ে। কিন্তু আসলেই কি খালি পেটে লেবু খাওয়া এতটা উপকারী? বিজ্ঞানীরা বলছেন, লেবুর কিছু ভালো দিক

১ দিন আগে

কেন ভাদ্র মাসে তাল পাকে?

১ দিন আগে