ডেস্ক, রাজনীতি ডটকম
বলিউড অভিনেত্রী হিনা খান ক্যানসারের তৃতীয় স্টেজে থেকেও অনবদ্য মনের জোরের পরিচয় দিলেন অসুস্থতার তোয়াক্কা না করে ক্যামেরায় ধরা দিলেন এক নতুন রূপে। লাল লেহেঙ্গায় কনে সেজেছেন হিনা খান।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি হিনা খান আহমেদাবাদে টাইমস ফ্যাশান উইক ২০২৪-এ কনে সেজে ব়্যাম্পে হেঁটে বাজিমাত করেছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সে ভিডিও দেখে কুর্নিশ জানিয়েছেন হিনার ভক্তরা। শুধু তাই নয় এই অদম্য মনের জোরের প্রশংসাও করেছেন অনেকে।
ভিডিওতে দেখা যায়, লাল লেহেঙ্গায় বধূবেশে হিনার পায়ে আলতা। দিব্যি আত্মবিশ্বাসের সঙ্গে র্যাম্পে আগের মতোই হাঁটছেন তিনি। এর আগে ইনস্টাগ্রামে হিনা খান তার পোস্টে লেখেন, কঠিন যুদ্ধে জয়ী হতে গেলে সমসাময়িক কিছু কঠিন সিদ্ধান্ত নিতেই হয়। আমি সিদ্ধান্ত নিয়েছি যে এই যুদ্ধে জেতার জন্য নিজেকে সম্ভাব্য সবরকম পরিস্থিতির জন্য তৈরি করব। আমি আমার চুল পড়া শুরু হওয়ার আগেই তাই তাকে কেটে ফেলেছি।
কারণ আমি কয়েক সপ্তাহ পর থেকে এই চুল পড়া, আর তাকে ঘিরে থাকা মনখারাপ সহ্য করতে পারতাম না। তাই, আমি আমার কাছে ভেঙে পড়ার আগেই অলংকার ছেড়ে দেয়াতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেছি। আমি এটাও উপলব্ধি করেছি, যে আমার আসল অলংকার হলো আমার সাহস, আমার শক্তি এবং আমার নিজের প্রতি আমার ভালোবাসা।
বলিউড অভিনেত্রী হিনা খান ক্যানসারের তৃতীয় স্টেজে থেকেও অনবদ্য মনের জোরের পরিচয় দিলেন অসুস্থতার তোয়াক্কা না করে ক্যামেরায় ধরা দিলেন এক নতুন রূপে। লাল লেহেঙ্গায় কনে সেজেছেন হিনা খান।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি হিনা খান আহমেদাবাদে টাইমস ফ্যাশান উইক ২০২৪-এ কনে সেজে ব়্যাম্পে হেঁটে বাজিমাত করেছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সে ভিডিও দেখে কুর্নিশ জানিয়েছেন হিনার ভক্তরা। শুধু তাই নয় এই অদম্য মনের জোরের প্রশংসাও করেছেন অনেকে।
ভিডিওতে দেখা যায়, লাল লেহেঙ্গায় বধূবেশে হিনার পায়ে আলতা। দিব্যি আত্মবিশ্বাসের সঙ্গে র্যাম্পে আগের মতোই হাঁটছেন তিনি। এর আগে ইনস্টাগ্রামে হিনা খান তার পোস্টে লেখেন, কঠিন যুদ্ধে জয়ী হতে গেলে সমসাময়িক কিছু কঠিন সিদ্ধান্ত নিতেই হয়। আমি সিদ্ধান্ত নিয়েছি যে এই যুদ্ধে জেতার জন্য নিজেকে সম্ভাব্য সবরকম পরিস্থিতির জন্য তৈরি করব। আমি আমার চুল পড়া শুরু হওয়ার আগেই তাই তাকে কেটে ফেলেছি।
কারণ আমি কয়েক সপ্তাহ পর থেকে এই চুল পড়া, আর তাকে ঘিরে থাকা মনখারাপ সহ্য করতে পারতাম না। তাই, আমি আমার কাছে ভেঙে পড়ার আগেই অলংকার ছেড়ে দেয়াতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেছি। আমি এটাও উপলব্ধি করেছি, যে আমার আসল অলংকার হলো আমার সাহস, আমার শক্তি এবং আমার নিজের প্রতি আমার ভালোবাসা।
আবহাওয়াবিদদের ভাষায় নিম্নচাপ হলো একটি এমন আবহাওয়াগত পরিস্থিতি যেখানে বাতাসের চাপ চারপাশের তুলনায় কম হয়ে যায়। সাধারণত পৃথিবীর যেকোনো স্থানে বাতাস সবসময় উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে প্রবাহিত হয়।
২০ ঘণ্টা আগেইংল্যান্ডের সিংহাসন তখন ছিল এক জটিল রাজনৈতিক টানাপোড়েনের কেন্দ্র। ইংরেজ রাজা এডওয়ার্ড দ্য কনফেসর ১০৬৬ সালের জানুয়ারিতে উত্তরাধিকারী ছাড়াই মারা যান। তাঁর মৃত্যুর পর সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়াল—কে ইংল্যান্ডের নতুন রাজা হবেন? রাজ্যের প্রধান অভিজাতেরা হ্যারল্ড গডউইনসনকে রাজা ঘোষণা করলেন।
১ দিন আগেসকালে ঘুম থেকে উঠেই অনেকেই অভ্যাস বশে এক গ্লাস লেবু পানি খান। বিজ্ঞাপন আর স্বাস্থ্যবিষয়ক ম্যাগাজিনে এমন ধারণা ছড়িয়ে গেছে যে খালি পেটে লেবু খেলে শরীরের টক্সিন বের হয়ে যায়, ওজন কমে, আবার হজমশক্তিও নাকি বাড়ে। কিন্তু আসলেই কি খালি পেটে লেবু খাওয়া এতটা উপকারী? বিজ্ঞানীরা বলছেন, লেবুর কিছু ভালো দিক
১ দিন আগে