ডেস্ক, রাজনীতি ডটকম
জনপ্রিয় মার্কিন পপ তারকা কেটি পেরি। এবার মহাকাশে যাচ্ছেন তিনি। জেফ বেজোসের মালিকানাধীন প্রতিষ্ঠান ব্লু অরিজিনের একটি রকেটে চড়ে মহাকাশে যাচ্ছেন এই তারকা গায়িকা। এই মিশনে কেটি পেরির সঙ্গে আছেন আরও পাঁচ নারী। আর পুরো মিশনের নেতৃত্ব দেবেন কেটি। এমন খবর প্রকাশ করেছে ভ্যারাইটি।
ব্লু অরিজিন বলছে, ১৯৬৩ সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের ভ্যালেন্তিনা তেরেসকোভার একক মিশনের পর এটিই শুধু নারী নভোচারী নিয়ে প্রথম মহাকাশ ফ্লাইট। উৎক্ষেপণের নির্দিষ্ট তারিখ এখনও ঠিক না হলেও এই বসন্তেই সম্ভবত তারা মহাকাশে যাবেন। কারণ এর মধ্যে ২৩ এপ্রিল থেকে ১১ নভেম্বর পর্যন্ত একটানা কনসার্ট টুরে থাকবেন পেরি। পেরিকে ফ্লাইটে রাখতে হলে ওই ‘লাইফটাইমস টুর’-এর আগেই এই ট্রিপের আয়োজন করতে হবে।
এক বিবৃতিতে পেরি বলেছেন, “আমার সেই ছোটবেলায়, আপনি যদি আমাকে বলতেন যে, আমি মহাকাশে প্রথম শুধু নারী নভোচারী মিশনের অংশ হব, আমি ঠিকই আপনাকে বিশ্বাস করতাম। আমার কল্পনায় অসম্ভব বলে কিছু ছিল না।”
এনএস-৩১ মিশনটি নিউ শেপার্ড রকেটের জন্য মানব নভোচারী নিয়ে একাদশ যাত্রা এবং ব্লু অরিজিনের ইতিহাসে ৩১তম মানব মহাকাশযাত্রা হবে। এ পর্যন্ত এই কর্মসূচিতে ৫২ জন আরোহী মহাকাশে গিয়েছেন। ব্লু অরিজিনের নিউ শেপার্ডে করা ট্রিপ সাধারণত প্রায় ১১ মিনিট স্থায়ী হয়। কোনো পাইলট ছাড়া স্বচালিত এ যান তার যাত্রীদের কারমান লাইন পেরিয়ে নিয়ে যায়। এই কারমান লাইনের পর থেকেই মহাকাশের শুরু বলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত। ২০২৩ সালে ভোগ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে সানচেজ প্রথম ব্লু অরিজিন রকেটে নারী ক্রু নিয়ে মহাকাশে যাওয়ার পরিকল্পনা প্রকাশ করেন। সেলিব্রিটিদের মহাকাশে নেওয়ার এখন পর্যন্ত এটি সর্বশেষ উদ্যোগ।
বেজোস নিজেই ২০২১ সালে প্রতিষ্ঠানটির প্রথম মানববাহী মিশনে গিয়েছিলেন। গুড মর্নিং আমেরিকার সহ-উপস্থাপক মাইকেল স্ট্রাহান এবং স্টার ট্রেক অভিনেতা উইলিয়াম শ্যাটনারও বেজোসের একটি রকেটে মহাকাশে গিয়েছেন। তারও আগে ভার্জিন গ্যালাকটিকের প্রতিষ্ঠাতা রিচার্ড ব্র্যানসন ২০২১ সালের জুলাই মাসে তার কোম্পানির ভিএসএস ইউনিটিতে মহাকাশে গিয়েছেন। স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক অবশ্য এখনও সফর করেননি।
জনপ্রিয় মার্কিন পপ তারকা কেটি পেরি। এবার মহাকাশে যাচ্ছেন তিনি। জেফ বেজোসের মালিকানাধীন প্রতিষ্ঠান ব্লু অরিজিনের একটি রকেটে চড়ে মহাকাশে যাচ্ছেন এই তারকা গায়িকা। এই মিশনে কেটি পেরির সঙ্গে আছেন আরও পাঁচ নারী। আর পুরো মিশনের নেতৃত্ব দেবেন কেটি। এমন খবর প্রকাশ করেছে ভ্যারাইটি।
ব্লু অরিজিন বলছে, ১৯৬৩ সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের ভ্যালেন্তিনা তেরেসকোভার একক মিশনের পর এটিই শুধু নারী নভোচারী নিয়ে প্রথম মহাকাশ ফ্লাইট। উৎক্ষেপণের নির্দিষ্ট তারিখ এখনও ঠিক না হলেও এই বসন্তেই সম্ভবত তারা মহাকাশে যাবেন। কারণ এর মধ্যে ২৩ এপ্রিল থেকে ১১ নভেম্বর পর্যন্ত একটানা কনসার্ট টুরে থাকবেন পেরি। পেরিকে ফ্লাইটে রাখতে হলে ওই ‘লাইফটাইমস টুর’-এর আগেই এই ট্রিপের আয়োজন করতে হবে।
এক বিবৃতিতে পেরি বলেছেন, “আমার সেই ছোটবেলায়, আপনি যদি আমাকে বলতেন যে, আমি মহাকাশে প্রথম শুধু নারী নভোচারী মিশনের অংশ হব, আমি ঠিকই আপনাকে বিশ্বাস করতাম। আমার কল্পনায় অসম্ভব বলে কিছু ছিল না।”
এনএস-৩১ মিশনটি নিউ শেপার্ড রকেটের জন্য মানব নভোচারী নিয়ে একাদশ যাত্রা এবং ব্লু অরিজিনের ইতিহাসে ৩১তম মানব মহাকাশযাত্রা হবে। এ পর্যন্ত এই কর্মসূচিতে ৫২ জন আরোহী মহাকাশে গিয়েছেন। ব্লু অরিজিনের নিউ শেপার্ডে করা ট্রিপ সাধারণত প্রায় ১১ মিনিট স্থায়ী হয়। কোনো পাইলট ছাড়া স্বচালিত এ যান তার যাত্রীদের কারমান লাইন পেরিয়ে নিয়ে যায়। এই কারমান লাইনের পর থেকেই মহাকাশের শুরু বলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত। ২০২৩ সালে ভোগ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে সানচেজ প্রথম ব্লু অরিজিন রকেটে নারী ক্রু নিয়ে মহাকাশে যাওয়ার পরিকল্পনা প্রকাশ করেন। সেলিব্রিটিদের মহাকাশে নেওয়ার এখন পর্যন্ত এটি সর্বশেষ উদ্যোগ।
বেজোস নিজেই ২০২১ সালে প্রতিষ্ঠানটির প্রথম মানববাহী মিশনে গিয়েছিলেন। গুড মর্নিং আমেরিকার সহ-উপস্থাপক মাইকেল স্ট্রাহান এবং স্টার ট্রেক অভিনেতা উইলিয়াম শ্যাটনারও বেজোসের একটি রকেটে মহাকাশে গিয়েছেন। তারও আগে ভার্জিন গ্যালাকটিকের প্রতিষ্ঠাতা রিচার্ড ব্র্যানসন ২০২১ সালের জুলাই মাসে তার কোম্পানির ভিএসএস ইউনিটিতে মহাকাশে গিয়েছেন। স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক অবশ্য এখনও সফর করেননি।
কক্সবাজার সফরে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। পরে রাতে তাকে একটি হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে আসা হয়। গতকাল রোববার (১৭ আগস্ট) এই উপদেষ্টার অ্যাপেনডিক্সের অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন তার স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।
২১ ঘণ্টা আগেএক গ্লাস হালকা গরম পানি খেলে বদহজমের সমস্যা অনেকটাই কমে যায়। পানি খাবার হজমে সাহায্য করে এবং পেটের ভেতরে জমে থাকা অতিরিক্ত এসিডকে পাতলা করে দেয়।
১ দিন আগেসাপের মেরুদণ্ডে অসংখ্য হাড় আর পেশী আছে। এই হাড় ও পেশীর সাহায্যে তারা শরীর বাঁকায়, সঙ্কুচিত করে আবার প্রসারিত করে। একেকটা অংশ মাটিতে ধাক্কা দেয়, আর নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী মাটিও পাল্টা চাপ দিয়ে সাপকে সামনে এগিয়ে দেয়।
২ দিন আগে