ডেস্ক, রাজনীতি ডটকম
১২ জুলাই অনন্ত আম্বানির সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন রাধিকা মার্চেন্ট। বিশ্বের বিভিন্ন প্রান্তের শোবিজ তারকা, শীর্ষ ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিরা হাজির হয়েছিলেন এ আলোচিত বিয়েতে। বিশ্ববাসীর দৃষ্টি ছিল আম্বানি পরিবারের বিয়ের জমকালো অনুষ্ঠানের দিকে।
বিয়ের অনুষ্ঠানকে নজরকাড়া করতে কোনো কিছুর খামতি রাখেনি আম্বানি পরিবার। আলোর রোশনাই থেকে বিশ্ববিখ্যাত শোবিজ সেলিব্রিটিদের বর্ণিল পরিবেশনা- সব কিছুই ছিল চোখ ধাঁধানো।
যেসব বলিউড তারকার এই বিয়েতে উপস্থিতির নিশ্চয়তা ছিল না, তবে শেষ মুহূর্তে তারাও এতে যোগ দিয়েছেন। এদের মধ্যে প্রিয়াঙ্কা চোপড়া অন্যতম। তিনি তার স্বামী মার্কিন পপ তারকা নিক জোনাসকে নিয়ে যক্তরাষ্ট্র থেকে উড়ে আসেন মুম্বাইয়ে।
প্রিয়াঙ্কা অনন্ত-রাধিকার বিয়েতে এসে স্বামী নিককে নিয়ে মনোমুগ্ধকর বিভিন্ন পোজে ক্যামেরায় ধরা দিয়েছেন। এতেই ক্ষান্ত হননি তিনি।
বিয়ের অনুষ্ঠানের নাচে তাকে অংশগ্রহণ করতে দেখা গেছে। প্রিয়াঙ্কার উত্তাল নাচ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তার সঙ্গে শাহরুখ খান, আলিয়া ভাট, দক্ষিণী তারকা রজনীকান্ত, অনিল কাপুর, মাধুরী দিক্ষিৎ, রণবীর কাপুর, রণবীর সিংসহ আরও অনেক বলিউড তারকাকে নাচতে দেখা গেছে।
এদিকে আজ (১৪ জুলাই) অনন্ত-রাধিকার বিয়ের সমাপনী আয়োজন অর্থাৎ রিসেপশন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতেও বলিউড-টালিউডসহ অনেক তারকা উপস্থিত থাকবেন।
বিশ্বের বরেণ্য ব্যক্তিদের উপস্থিতিতেই ১২ জুলাই অনন্ত আম্বানির সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন রাধিকা মার্চেন্ট। বিশাল আয়োজনের এ বিয়ের অনুষ্ঠানের অতিথি তালিকাতে ছিল এলাহি চমক! এমন রাজকীয় বিয়েতে শুধু ভারত নয়, পশ্চিমা শোবিজ ভুবনের তারকাও আমন্ত্রণ পেয়ে এসেছিলেন।
১২ জুলাই অনন্ত আম্বানির সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন রাধিকা মার্চেন্ট। বিশ্বের বিভিন্ন প্রান্তের শোবিজ তারকা, শীর্ষ ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিরা হাজির হয়েছিলেন এ আলোচিত বিয়েতে। বিশ্ববাসীর দৃষ্টি ছিল আম্বানি পরিবারের বিয়ের জমকালো অনুষ্ঠানের দিকে।
বিয়ের অনুষ্ঠানকে নজরকাড়া করতে কোনো কিছুর খামতি রাখেনি আম্বানি পরিবার। আলোর রোশনাই থেকে বিশ্ববিখ্যাত শোবিজ সেলিব্রিটিদের বর্ণিল পরিবেশনা- সব কিছুই ছিল চোখ ধাঁধানো।
যেসব বলিউড তারকার এই বিয়েতে উপস্থিতির নিশ্চয়তা ছিল না, তবে শেষ মুহূর্তে তারাও এতে যোগ দিয়েছেন। এদের মধ্যে প্রিয়াঙ্কা চোপড়া অন্যতম। তিনি তার স্বামী মার্কিন পপ তারকা নিক জোনাসকে নিয়ে যক্তরাষ্ট্র থেকে উড়ে আসেন মুম্বাইয়ে।
প্রিয়াঙ্কা অনন্ত-রাধিকার বিয়েতে এসে স্বামী নিককে নিয়ে মনোমুগ্ধকর বিভিন্ন পোজে ক্যামেরায় ধরা দিয়েছেন। এতেই ক্ষান্ত হননি তিনি।
বিয়ের অনুষ্ঠানের নাচে তাকে অংশগ্রহণ করতে দেখা গেছে। প্রিয়াঙ্কার উত্তাল নাচ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তার সঙ্গে শাহরুখ খান, আলিয়া ভাট, দক্ষিণী তারকা রজনীকান্ত, অনিল কাপুর, মাধুরী দিক্ষিৎ, রণবীর কাপুর, রণবীর সিংসহ আরও অনেক বলিউড তারকাকে নাচতে দেখা গেছে।
এদিকে আজ (১৪ জুলাই) অনন্ত-রাধিকার বিয়ের সমাপনী আয়োজন অর্থাৎ রিসেপশন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতেও বলিউড-টালিউডসহ অনেক তারকা উপস্থিত থাকবেন।
বিশ্বের বরেণ্য ব্যক্তিদের উপস্থিতিতেই ১২ জুলাই অনন্ত আম্বানির সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন রাধিকা মার্চেন্ট। বিশাল আয়োজনের এ বিয়ের অনুষ্ঠানের অতিথি তালিকাতে ছিল এলাহি চমক! এমন রাজকীয় বিয়েতে শুধু ভারত নয়, পশ্চিমা শোবিজ ভুবনের তারকাও আমন্ত্রণ পেয়ে এসেছিলেন।
আবহাওয়াবিদদের ভাষায় নিম্নচাপ হলো একটি এমন আবহাওয়াগত পরিস্থিতি যেখানে বাতাসের চাপ চারপাশের তুলনায় কম হয়ে যায়। সাধারণত পৃথিবীর যেকোনো স্থানে বাতাস সবসময় উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে প্রবাহিত হয়।
১ দিন আগেইংল্যান্ডের সিংহাসন তখন ছিল এক জটিল রাজনৈতিক টানাপোড়েনের কেন্দ্র। ইংরেজ রাজা এডওয়ার্ড দ্য কনফেসর ১০৬৬ সালের জানুয়ারিতে উত্তরাধিকারী ছাড়াই মারা যান। তাঁর মৃত্যুর পর সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়াল—কে ইংল্যান্ডের নতুন রাজা হবেন? রাজ্যের প্রধান অভিজাতেরা হ্যারল্ড গডউইনসনকে রাজা ঘোষণা করলেন।
২ দিন আগেসকালে ঘুম থেকে উঠেই অনেকেই অভ্যাস বশে এক গ্লাস লেবু পানি খান। বিজ্ঞাপন আর স্বাস্থ্যবিষয়ক ম্যাগাজিনে এমন ধারণা ছড়িয়ে গেছে যে খালি পেটে লেবু খেলে শরীরের টক্সিন বের হয়ে যায়, ওজন কমে, আবার হজমশক্তিও নাকি বাড়ে। কিন্তু আসলেই কি খালি পেটে লেবু খাওয়া এতটা উপকারী? বিজ্ঞানীরা বলছেন, লেবুর কিছু ভালো দিক
২ দিন আগে