জনপ্রিয় ব্যান্ডগুলোর 'জয় বাংলা' কনসার্ট বয়কট

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০১ আগস্ট ২০২৪, ১৬: ৩৪

জনপ্রিয় ব্যান্ডদলগুলোর মিলনমেলা ও সংগীতপ্রেমী তরুণদের অন্যতম আকর্ষণ 'জয় বাংলা' কনসার্টকে 'না' বলছেন দেশের অনেক জনপ্রিয় ব্যান্ড ও সংগীতশিল্পীরা। চলমান কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার প্রতিক্রিয়া হিসেবে শিল্পীদের এই প্রতিবাদ।

জনপ্রিয় বেশ কিছু ব্যান্ড ও সংগীতশিল্পী ইতোমধ্যে প্রকাশ্যে ফেসবুকে ঘোষণা দিয়েছেন যে তারা আর এই অনুষ্ঠানে অংশ নেবেন না।

দেশাত্মবোধক ও সামাজিক ন্যায়বিচারের গানের জন্য জনপ্রিয় ব্যান্ড ক্রিপটিক ফেইট দেশের জনপ্রিয় কনসার্টগুলো মাতিয়ে রাখে। তারা বলেছে, "দেশপ্রেম, মুক্তিযুদ্ধ, অন্যায় ও নিপীড়নের মতো বিষয়ের প্রতি আমাদের ফোকাস থাকায় আসন্ন জয় বাংলা কনসার্টে পারফর্ম করা আমাদের পক্ষে অসম্ভব। তাই আমাদের উত্তর হল 'না'।"

আরেকটি জনপ্রিয় হার্ড রক ব্যান্ড আরবোভাইরাসও সোশ্যাল মিডিয়ায় তাদের বয়কট ঘোষণা করেছে। তারা লিখেছে, "জয় বাংলা কনসার্টে আরবোভাইরাস কখনই পারফর্ম করবে না।"

জয় বাংলা কনসার্ট বয়কটের সিদ্ধান্ত নিয়েছে নেমেসিসও। তাদের বক্তব্যের আরও বিশদ বিবরণ দিয়ে তারা ফেসবুকে ঘোষণা করেছে, "গত দুই সপ্তাহের ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে, এটা স্পষ্ট যে আমরা আর কখনো জয় বাংলা কনসার্টে পারফর্ম করব না।"

"কিন্তু কথা এখানেই শেষ হতে পারে না। আমাদের আরও কথা বলার আছে। আগেও বলেছি, এখন আরও জোরে বলতে হবে। আমাদের সবার বলতে হবে। আমাদের প্রজন্ম আমরা ৩০ বছর ধরে একটা ভয়ের সংস্কৃতিতে বড় হয়েছি। গানে গানে প্রতিবাদ করা ছাড়া মনে হতো আর কিছুই করার নেই। বয়সে ছোট ছিলাম, ভাবতাম আমাদের কথা কেই বা শুনবে। কিন্তু আর কত ভয়?''

নেমেসিস আরও লিখেছে, "বর্তমান প্রজন্ম আমাদের দেখিয়ে দিচ্ছে যে আমরা যদি সাহস জোগাই, আমরা সবাই কথা বলতে পারব, ভুলকে ভুল বলার সাহস রাখতে পারব। কারণ আমরা সবাই একটি ন্যায়সঙ্গত সমাজ দেখতে চাই ও সত্যের সংস্কৃতি গড়তে চাই। তাই কথা বলা থামানো যাবে না, অন্যায় দেখে প্রতিবাদ করা থামানো যাবে না। আপনারা করছেন, আমরা করছি, আরও অনেক মানুষ করবে। সময় লাগতে পারে, কিন্তু সবাই জেগে উঠছে।"

পপাই নামে পরিচিত রাফান ইমাম একইভাবে কনসার্টের সাথে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্তের কথা ঘোষণা করে বলেছেন, "আপনি আমাকে জয় বাংলা কনসার্টে কখনও পারফর্ম করতে দেখবেন না।"

এর আগে কোটা সংস্কার আন্দোলনের সময় বাংলা ফাইভের সিনা হাসান ১৭ জুলাই বর্জনের ঘোষণা দিয়েছিলেন। তিনি বলেন, "একজন শিল্পী হিসেবে আমি ‘জয় বাংলা’ কনসার্ট বয়কট করলাম। এই ঠ্যাং চাটা তোষামোদকারী 'ছেলেভুলানো' কনসার্টে আমাকে শিল্পী বা দর্শক কোন হিসেবেই যেনো কখনই ডাকা না হয়"

জনপ্রিয় এই ব্যান্ডগুলো কনসার্ট থেকে মুখ ফিরিয়ে নেওয়ার পর কনসার্টের ভবিষ্যৎ প্রায় অনিশ্চিত। সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) এবং এর যুব শাখা 'ইয়াং বাংলা' বাংলাদেশের স্বাধীনতা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ স্মরণে প্রতি বছর এই অনুষ্ঠানের আয়োজন করে।

ad
ad

ফিচার থেকে আরও পড়ুন

নিম্নচাপ কেন হয়, এর বৈজ্ঞানিক কারণ কী

আবহাওয়াবিদদের ভাষায় নিম্নচাপ হলো একটি এমন আবহাওয়াগত পরিস্থিতি যেখানে বাতাসের চাপ চারপাশের তুলনায় কম হয়ে যায়। সাধারণত পৃথিবীর যেকোনো স্থানে বাতাস সবসময় উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে প্রবাহিত হয়।

১ দিন আগে

ব্যাটল অব হ্যাস্টিংসের ইতিহাস

ইংল্যান্ডের সিংহাসন তখন ছিল এক জটিল রাজনৈতিক টানাপোড়েনের কেন্দ্র। ইংরেজ রাজা এডওয়ার্ড দ্য কনফেসর ১০৬৬ সালের জানুয়ারিতে উত্তরাধিকারী ছাড়াই মারা যান। তাঁর মৃত্যুর পর সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়াল—কে ইংল্যান্ডের নতুন রাজা হবেন? রাজ্যের প্রধান অভিজাতেরা হ্যারল্ড গডউইনসনকে রাজা ঘোষণা করলেন।

২ দিন আগে

খালি পেটে লেবু খাওয়া ক্ষতিকর!

সকালে ঘুম থেকে উঠেই অনেকেই অভ্যাস বশে এক গ্লাস লেবু পানি খান। বিজ্ঞাপন আর স্বাস্থ্যবিষয়ক ম্যাগাজিনে এমন ধারণা ছড়িয়ে গেছে যে খালি পেটে লেবু খেলে শরীরের টক্সিন বের হয়ে যায়, ওজন কমে, আবার হজমশক্তিও নাকি বাড়ে। কিন্তু আসলেই কি খালি পেটে লেবু খাওয়া এতটা উপকারী? বিজ্ঞানীরা বলছেন, লেবুর কিছু ভালো দিক

২ দিন আগে

কেন ভাদ্র মাসে তাল পাকে?

২ দিন আগে