ডেস্ক, রাজনীতি ডটকম
কলকাতায় সুস্মিতা দাস নামের এক উঠতি অভিনেত্রীর মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার হরিদেবপুরের বনমালী ব্যানার্জি রোডে সঞ্জয় নস্কর নামের এক অভিনয়ের শিক্ষকের ভাড়াবাড়ি থেকে সুস্মিতা দাসের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা। অভিনেত্রীর বয়স হয়েছিল মাত্র ২১ বছর।
জানা যায়, গত বৃহস্পতিবার রাতে সঞ্জয় নস্কর যখন তাঁর ভাড়াবাড়িতে আসেন, তখন অভিনেত্রীর ঝুলন্ত দেহ দেখতে পান। এরপরই পুলিশে খবর দেওয়া হয়। ইতিমধ্যে ঘটনায় সঞ্জয় নস্করকে আটক করেছে হরিদেবপুর থানার পুলিশ।
বৃহস্পতিবার রাত ৯টা ১০ মিনিটে হরিদেবপুর থানা খবরটি পায়। তারা জানতে পারে, বনমালী ব্যানার্জি রোডে এক তরুণী গলায় গামছা দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। সেখানে পৌঁছে পুলিশ দেখে, বিছানার ওপর অচেতন অবস্থায় পড়ে রয়েছেন তরুণী। বাড়িটির একতলায় থাকতেন সেই তরুণী। তাঁকে এমআর বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
তদন্ত করে পুলিশ জেনেছে, সুস্মিতা দাস পূর্ব মেদিনীপুরের আগাডোরার বাসিন্দা। অভিনয়ের সুযোগ খুঁজছিলেন তিনি। সে কারণে প্রায়ই আসতেন কলকাতায়। কলকাতায় এলে হরিদেবপুরে সঞ্জয় নস্করের বাড়িতে থাকতেন তিনি। পুলিশ সূত্রে জানানো হয়েছে, এই সঞ্জয় হলেন সুস্মিতার প্রশিক্ষক। বুধবার কলকাতায় এসেছিলেন তিনি। এসে সেই সঞ্জয়ের ভাড়াবাড়িতেই উঠেছিলেন।
পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, সুস্মিতার দেহে কোনো আঘাতের চিহ্ন মেলেনি। শুধু গলায় গামছার ফাঁসের দাগ রয়েছে। তরুণীর পরিবারকে ফোনে বিষয়টি জানানো হয়েছে। এখন পর্যন্ত পরিবারের কেউ কোনো অভিযোগ দায়ের করেননি। তবে পুলিশ সব দিক খতিয়ে দেখছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদন এলে বোঝা যাবে মৃত্যুর আসল কারণ।
কলকাতায় সুস্মিতা দাস নামের এক উঠতি অভিনেত্রীর মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার হরিদেবপুরের বনমালী ব্যানার্জি রোডে সঞ্জয় নস্কর নামের এক অভিনয়ের শিক্ষকের ভাড়াবাড়ি থেকে সুস্মিতা দাসের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা। অভিনেত্রীর বয়স হয়েছিল মাত্র ২১ বছর।
জানা যায়, গত বৃহস্পতিবার রাতে সঞ্জয় নস্কর যখন তাঁর ভাড়াবাড়িতে আসেন, তখন অভিনেত্রীর ঝুলন্ত দেহ দেখতে পান। এরপরই পুলিশে খবর দেওয়া হয়। ইতিমধ্যে ঘটনায় সঞ্জয় নস্করকে আটক করেছে হরিদেবপুর থানার পুলিশ।
বৃহস্পতিবার রাত ৯টা ১০ মিনিটে হরিদেবপুর থানা খবরটি পায়। তারা জানতে পারে, বনমালী ব্যানার্জি রোডে এক তরুণী গলায় গামছা দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। সেখানে পৌঁছে পুলিশ দেখে, বিছানার ওপর অচেতন অবস্থায় পড়ে রয়েছেন তরুণী। বাড়িটির একতলায় থাকতেন সেই তরুণী। তাঁকে এমআর বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
তদন্ত করে পুলিশ জেনেছে, সুস্মিতা দাস পূর্ব মেদিনীপুরের আগাডোরার বাসিন্দা। অভিনয়ের সুযোগ খুঁজছিলেন তিনি। সে কারণে প্রায়ই আসতেন কলকাতায়। কলকাতায় এলে হরিদেবপুরে সঞ্জয় নস্করের বাড়িতে থাকতেন তিনি। পুলিশ সূত্রে জানানো হয়েছে, এই সঞ্জয় হলেন সুস্মিতার প্রশিক্ষক। বুধবার কলকাতায় এসেছিলেন তিনি। এসে সেই সঞ্জয়ের ভাড়াবাড়িতেই উঠেছিলেন।
পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, সুস্মিতার দেহে কোনো আঘাতের চিহ্ন মেলেনি। শুধু গলায় গামছার ফাঁসের দাগ রয়েছে। তরুণীর পরিবারকে ফোনে বিষয়টি জানানো হয়েছে। এখন পর্যন্ত পরিবারের কেউ কোনো অভিযোগ দায়ের করেননি। তবে পুলিশ সব দিক খতিয়ে দেখছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদন এলে বোঝা যাবে মৃত্যুর আসল কারণ।
বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে চুলের গঠন, তার প্রাকৃতিক বৃদ্ধি এবং ক্ষতির কারণ নিয়ে গবেষণা করে আসছেন। চুল মূলত প্রোটিন দ্বারা গঠিত, বিশেষ করে কেরাটিন নামের একটি প্রোটিন চুলের মূল উপাদান। যখন চুল পর্যাপ্ত পুষ্টি পায় না কিংবা বাইরে থেকে সঠিক যত্ন পায় না, তখন তা রুক্ষ হয়ে যায়, ভেঙে যায় এবং ঝরে পড়ে। তেল মূলত চ
৬ ঘণ্টা আগেলাল লতিকা হট্টিটি মাঝারি আকারের হয়ে থাকে। এই পাখিটি খুবেই চটপটে ও চঞ্চল প্রকৃতির হয়ে থাকে। তার সতর্ক ভঙ্গি ও জলশয়ের পাতার ওপর দ্রুত দৌড়ানোর ক্ষমতার জন্য সুপরিচিত। লাল লতিকা হট্টিটি লম্বায় ৩৪-৩৭ সেন্টিমিটার। এদের চোখের সামনে টকটকে লাল চামড়া। সেটিই লতিকা।
১ দিন আগেঅচ্যুত পোতদারের অভিনয়জীবন ছিল চার দশকেরও বেশি। তিনি ১২৫টির বেশি হিন্দি ও মারাঠি ছবিতে কাজ করেছেন। হিন্দি ও মারাঠি চলচ্চিত্র অঙ্গনে তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা সামাজিক মাধ্যমে তাঁকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন। বাস্তব জীবনেও তিনি ছিলেন নম্র, অমায়িক এবং বহুমুখী প্রতিভ
১ দিন আগেথাইরয়েড সমস্যায় ওষুধের পাশাপাশি খাদ্যাভ্যাসেরও বড় ভূমিকা রয়েছে। বিশেষ করে কিছু ফল আছে যেগুলো থাইরয়েড রোগীদের জন্য উপকারী হতে পারে। এসব ফলে থাকে ভিটামিন, খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা থাইরয়েড গ্রন্থির কাজকে নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে। তবে অবশ্যই মনে রাখতে হবে, শুধুমাত্র ফল খেয়েই থাইরয়েড সারানো
১ দিন আগে