ডেস্ক, রাজনীতি ডটকম
বিশ্বজুড়ে তারকা খ্যাতি অর্জন করা হলিউড অভিনেতা জেমস আর্ল জোন্স মারা গেছেন। সোমবার (৯ সেপ্টেম্বর) ভোরে মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে ৯৩ বছর বয়স হয়েছিল এ অভিনেতার। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে জেমস আর্ল জোন্সের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতার এজেন্ট ব্যারি ম্যাকফারসন। মৃত্যুর সময় তার স্বজনরা পাশেই ছিলেন।
দীর্ঘ সত্তর বছরের ক্যারিয়ারে ‘ফিল্ড অব ড্রিমস’, ‘কামিং টু আমেরিকা’, ‘কোনান দ্য বারবারিয়ান’, ‘দ্য লায়ন কিং’সহ কয়েকটি সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন জেমস আর্ল জোন্স। কিন্তু বারবার ডার্থ ভেডার চরিত্রটি আলোচনায় রেখেছে তাকে। চরিত্রটিতে ভরাট কণ্ঠস্বরের জন্য এখনো দর্শকহৃদয়ে অবস্থান তার।
জেমস আর্ল জোন্সের মৃত্যুতে ‘স্টার ওয়ারস’ সিনেমার ডার্থ ভেডারের ছেলের ভূমিকায় অভিনয় করা মার্ক হ্যামিল শোক প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘শান্তিতে ঘুমাও বাবা।’ এরপর একটি হৃদয় ভেঙে যাওয়ার ইমোজি দিয়েছেন তিনি।
দীর্ঘ ক্যারিয়ারে দুইবার এমি পুরস্কার লাভ করেছেন এ অভিনেতা। গ্র্যামি ও গোল্ডেন গ্লোব পেয়েছেন একবার করে। এছাড়াও বিভিন্ন সম্মাননায় ভূষিত হয়েছেন। ক্যারিয়ারে অনবদ্য অভিনয়ের জন্য ২০১১ সালে একাডেমি কর্তৃপক্ষ সম্মানজনক অস্কার দেয় তাকে।
এর আগে ১৯৭১ সালে ‘দ্য গ্রেট হোয়াইট হোপ’ সিনেমার জন্য অভিনেতা হিসেবে অস্কারে মনোনয়ন করা হয়েছিল তাকে। অস্কার মনোনয়ন পাওয়া দ্বিতীয় কৃষ্ণাঙ্গ ব্যক্তি তিনি। এর জন্য গোল্ডেন গ্লোব পুরস্কারও জিতেছিলেন জেমস আর্ল জোন্স। এর আগে সিডনি পয়টিয়ার প্রথম কৃষ্ণাঙ্গ হিসেবে অস্কারে মনোনয়ন পেয়েছিলেন।
বিশ্বজুড়ে তারকা খ্যাতি অর্জন করা হলিউড অভিনেতা জেমস আর্ল জোন্স মারা গেছেন। সোমবার (৯ সেপ্টেম্বর) ভোরে মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে ৯৩ বছর বয়স হয়েছিল এ অভিনেতার। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে জেমস আর্ল জোন্সের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতার এজেন্ট ব্যারি ম্যাকফারসন। মৃত্যুর সময় তার স্বজনরা পাশেই ছিলেন।
দীর্ঘ সত্তর বছরের ক্যারিয়ারে ‘ফিল্ড অব ড্রিমস’, ‘কামিং টু আমেরিকা’, ‘কোনান দ্য বারবারিয়ান’, ‘দ্য লায়ন কিং’সহ কয়েকটি সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন জেমস আর্ল জোন্স। কিন্তু বারবার ডার্থ ভেডার চরিত্রটি আলোচনায় রেখেছে তাকে। চরিত্রটিতে ভরাট কণ্ঠস্বরের জন্য এখনো দর্শকহৃদয়ে অবস্থান তার।
জেমস আর্ল জোন্সের মৃত্যুতে ‘স্টার ওয়ারস’ সিনেমার ডার্থ ভেডারের ছেলের ভূমিকায় অভিনয় করা মার্ক হ্যামিল শোক প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘শান্তিতে ঘুমাও বাবা।’ এরপর একটি হৃদয় ভেঙে যাওয়ার ইমোজি দিয়েছেন তিনি।
দীর্ঘ ক্যারিয়ারে দুইবার এমি পুরস্কার লাভ করেছেন এ অভিনেতা। গ্র্যামি ও গোল্ডেন গ্লোব পেয়েছেন একবার করে। এছাড়াও বিভিন্ন সম্মাননায় ভূষিত হয়েছেন। ক্যারিয়ারে অনবদ্য অভিনয়ের জন্য ২০১১ সালে একাডেমি কর্তৃপক্ষ সম্মানজনক অস্কার দেয় তাকে।
এর আগে ১৯৭১ সালে ‘দ্য গ্রেট হোয়াইট হোপ’ সিনেমার জন্য অভিনেতা হিসেবে অস্কারে মনোনয়ন করা হয়েছিল তাকে। অস্কার মনোনয়ন পাওয়া দ্বিতীয় কৃষ্ণাঙ্গ ব্যক্তি তিনি। এর জন্য গোল্ডেন গ্লোব পুরস্কারও জিতেছিলেন জেমস আর্ল জোন্স। এর আগে সিডনি পয়টিয়ার প্রথম কৃষ্ণাঙ্গ হিসেবে অস্কারে মনোনয়ন পেয়েছিলেন।
আবহাওয়াবিদদের ভাষায় নিম্নচাপ হলো একটি এমন আবহাওয়াগত পরিস্থিতি যেখানে বাতাসের চাপ চারপাশের তুলনায় কম হয়ে যায়। সাধারণত পৃথিবীর যেকোনো স্থানে বাতাস সবসময় উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে প্রবাহিত হয়।
২০ ঘণ্টা আগেইংল্যান্ডের সিংহাসন তখন ছিল এক জটিল রাজনৈতিক টানাপোড়েনের কেন্দ্র। ইংরেজ রাজা এডওয়ার্ড দ্য কনফেসর ১০৬৬ সালের জানুয়ারিতে উত্তরাধিকারী ছাড়াই মারা যান। তাঁর মৃত্যুর পর সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়াল—কে ইংল্যান্ডের নতুন রাজা হবেন? রাজ্যের প্রধান অভিজাতেরা হ্যারল্ড গডউইনসনকে রাজা ঘোষণা করলেন।
১ দিন আগেসকালে ঘুম থেকে উঠেই অনেকেই অভ্যাস বশে এক গ্লাস লেবু পানি খান। বিজ্ঞাপন আর স্বাস্থ্যবিষয়ক ম্যাগাজিনে এমন ধারণা ছড়িয়ে গেছে যে খালি পেটে লেবু খেলে শরীরের টক্সিন বের হয়ে যায়, ওজন কমে, আবার হজমশক্তিও নাকি বাড়ে। কিন্তু আসলেই কি খালি পেটে লেবু খাওয়া এতটা উপকারী? বিজ্ঞানীরা বলছেন, লেবুর কিছু ভালো দিক
১ দিন আগে