ঐতিহ্য

বাড়ি তো নয় পাখির বাসা

অরুণ কুমার
বাঁশ ও চাটাইয়ের তৈরি কাঁচা ঘর

ভাঙা ঘরের ভাঙা বেড়া, ভাঙা বেড়ার ফাঁক দিয়ে যে অবাক জোছনা ঘরে ঢুকে পড়ে, তা যেমন হুমায়ূন আহমেদকে ব্যাকুল করেছে, যুগে যুগে বাংলার অজস্র কিশোরের শৈশবে রং লাগিয়েছে। সেই ভাঙা বেড়া, ভাঙা ঘর আসলে দারিদ্র্যের প্রতীক।

পাকা ঘর করার সামর্থ্য যেমন বেশির ভাগ মানুষের ছিল না, তেমনি সুন্দর একটা মাটির ঘর করার সামর্থ্যও সবার হতো না। মাথা তো গুঁজতে হবে, তাই হতদরিদ্ররা গৃহস্থের কাছ থেকে বাঁশ কঞ্চি চেয়ে এনে বানাত শোবার ঘর। বাঁশের চটা বা ছেঁচা তল্লাবাঁশ কিংবা কঞ্চি অথবা পাটখড়ি দিয়ে তৈরি হতো ঘরের বেড়া। তালপাতা বা গোলপাতা ব্যবহার হত কদাচিৎ। ঘরে জানালা থাকত, ঘুলঘুলির মতো। চাটাই বুনে বানানো নেট জানালায়, যেন বাতাসটা ঢুকতে পারে। বর্ষা বা শীতের সময় কাপড় দিয়ে বন্ধ করা হতো পানি বা শীতের হাওয়া ঢোকার রাস্তা।

এর ওপরে একটাই মাত্র চাল। ধানের খড় বা পাটখড়ি বা তার ওপরে হয়তো এক পরত পলিথিন শিট। এভাবে যে ঘর তৈরি হতো, তা গৃহস্থের গোয়াল বা খটির ঘরের থেকেও নিম্নমানের। যেটিকে গ্রাম বাংলায় ছাবড়া বা ছাপরা ঘর বলে। এ ধরনের ঘর এখনো আছে গোটা দেশেই। যত দিন দেশে দারিদ্র্য থাকবে তত দিন এসব ঘর টিকে থাকবে।

ad
ad

ফিচার থেকে আরও পড়ুন

নিম্নচাপ কেন হয়, এর বৈজ্ঞানিক কারণ কী

আবহাওয়াবিদদের ভাষায় নিম্নচাপ হলো একটি এমন আবহাওয়াগত পরিস্থিতি যেখানে বাতাসের চাপ চারপাশের তুলনায় কম হয়ে যায়। সাধারণত পৃথিবীর যেকোনো স্থানে বাতাস সবসময় উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে প্রবাহিত হয়।

১৮ ঘণ্টা আগে

ব্যাটল অব হ্যাস্টিংসের ইতিহাস

ইংল্যান্ডের সিংহাসন তখন ছিল এক জটিল রাজনৈতিক টানাপোড়েনের কেন্দ্র। ইংরেজ রাজা এডওয়ার্ড দ্য কনফেসর ১০৬৬ সালের জানুয়ারিতে উত্তরাধিকারী ছাড়াই মারা যান। তাঁর মৃত্যুর পর সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়াল—কে ইংল্যান্ডের নতুন রাজা হবেন? রাজ্যের প্রধান অভিজাতেরা হ্যারল্ড গডউইনসনকে রাজা ঘোষণা করলেন।

১ দিন আগে

খালি পেটে লেবু খাওয়া ক্ষতিকর!

সকালে ঘুম থেকে উঠেই অনেকেই অভ্যাস বশে এক গ্লাস লেবু পানি খান। বিজ্ঞাপন আর স্বাস্থ্যবিষয়ক ম্যাগাজিনে এমন ধারণা ছড়িয়ে গেছে যে খালি পেটে লেবু খেলে শরীরের টক্সিন বের হয়ে যায়, ওজন কমে, আবার হজমশক্তিও নাকি বাড়ে। কিন্তু আসলেই কি খালি পেটে লেবু খাওয়া এতটা উপকারী? বিজ্ঞানীরা বলছেন, লেবুর কিছু ভালো দিক

১ দিন আগে

কেন ভাদ্র মাসে তাল পাকে?

১ দিন আগে