কবিতা

দমবন্ধ জানালার পাশে

এই জ্বরের দিনে আমি বসে আছি

একটি দমবন্ধ জানালার পাশে—

ধীরে ধীরে শরীর ভুলে যায় আগুনের ভাষা,

কিন্তু মন জেগে থাকে এক অচেনা বিষাদে।

অফিসের শেষ কটা দিন নিষ্ফলা কাটে,

নিয়তির মত চুপচাপ ও অনড়; আমি

চেয়েছিলাম অফিসের শেষ কটা দিন

শান্তি ও কর্মমুখর সময় কাটুক—

এখন মনে হয়—এই জ্বরই কি শ্রেয়?

জীবন নয়, মৃত্যুই কি তবে সত্য?

এই ঘর, এই দেয়াল, এই ক্লান্ত বিছানা

সব যেন কোনো পূর্বজন্মের পাপ—

আমি হেঁটে যাই, চোখে অন্ধকারের পালক

আর হৃদয়ে এক পরিত্যক্ত অফিসের ঘ্রাণ।

তবুও—তোমরা যাঁরা আছো দূরে কোথাও

কেউ বন্ধু, কেউ সহানুভূতির নামহীন ছায়া—

তোমরা ক্ষমা করো, ভালোবাসো যদি পারো—

যেন পরমের সাথে মিলন হয় পরম শান্তির—

যেন মৃত্যু হয় জীবনানন্দের ধানসিঁড়ির কোলে,

যেখানে পায়ের শব্দ মুছে যায় জলে।

ad
ad

ফিচার থেকে আরও পড়ুন

কেন ভাদ্র মাসে তাল পাকে?

১ দিন আগে

ফারুকীর অ্যাপেনডিক্সের অপারেশন সফলভাবে সম্পন্ন: তিশা

কক্সবাজার সফরে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। পরে রাতে তাকে একটি হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে আসা হয়। গতকাল রোববার (১৭ আগস্ট) এই উপদেষ্টার অ্যাপেনডিক্সের অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন তার স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।

১ দিন আগে

বদহজম দূর করার উপায়

এক গ্লাস হালকা গরম পানি খেলে বদহজমের সমস্যা অনেকটাই কমে যায়। পানি খাবার হজমে সাহায্য করে এবং পেটের ভেতরে জমে থাকা অতিরিক্ত এসিডকে পাতলা করে দেয়।

১ দিন আগে

সাপ কেন আঁকাবাঁকা হয়ে পথ চলে?

সাপের মেরুদণ্ডে অসংখ্য হাড় আর পেশী আছে। এই হাড় ও পেশীর সাহায্যে তারা শরীর বাঁকায়, সঙ্কুচিত করে আবার প্রসারিত করে। একেকটা অংশ মাটিতে ধাক্কা দেয়, আর নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী মাটিও পাল্টা চাপ দিয়ে সাপকে সামনে এগিয়ে দেয়।

২ দিন আগে