ডেস্ক, রাজনীতি ডটকম
লেখকদের একটা কিছু কমন প্রশ্নের মুখোমুখি হতে হয়। আপনি কীভাবে লেখেন, কখন লেখেন? এ প্রশ্ন শুধু বিদগ্ধজনেরাই করেন, তা নয়। সাধারণ মানুষের কাছ থেকেও এমন প্রশ্ন শুনতে হয় মাঝেমাঝেই। সৈয়দ মুজতবা আলীও এর ব্যতিক্রম নন।
সৈয়দ মুজতবা আলী ড্যামস্মার্ট লোক ছিলেন। কথাবার্তায়, চালচলনে, পোশাকে—সব কিছুতেই তাঁর আভিজাত্যের ছাপ ছিল। আর তাঁর লেখালেখির কথা না-ই বা বললাম। তাঁর সেন্স অব হিউমার ছিল প্রখর।
কেউ তাঁকে কোনো কথার মারপ্যাঁচে ভড়কে দিতে পারেনি। বরং যারাই মুজতবা আলীর সঙ্গে লাগতে এসেছেন, তাঁরা নিজেরাই ভড়কে গেছেন তাঁর বাগ্মিতার কাছে।
একদিন এক ভক্ত মুজতবা আলীর কাছে জানতে চান, তিনি কোন অবস্থায় বই লেখেন।
মুজতবা আলী ব্যাপারটা এড়িয়ে যেতে চাইলেন।
কিন্তু ভক্ত নাছোড়বন্দা। দিতেই হবে এ প্রশ্নের উত্তর। কী আর করা, বাধ্য হয়েই মুজতবা আলীকে মুখ খুলতে হলো।
তবে ভক্তের প্রশ্নের জবাবটা তিনি নিজের মুখে দেননি।
সুইস মনস্তাত্ত্বিক কার্ল গুসতাফকে কোট করে বললেন, ‘তিনি একবার বলেছিলেন, কিছু লোক আমাকে জিজ্ঞেস করে কীভাবে লিখি। এ ব্যাপারে আমাকে একটা কথা বলতেই হয়, কেউ চাইলে তাকে আমরা আমাদের সন্তানদের দেখাতে পারি, কিন্তু সন্তানগুলো উৎপাদনের পদ্ধতি তো দেখাতে পারি না।’
এরপর আর কিছু বলার থাকে না ভক্তের।
লেখকদের একটা কিছু কমন প্রশ্নের মুখোমুখি হতে হয়। আপনি কীভাবে লেখেন, কখন লেখেন? এ প্রশ্ন শুধু বিদগ্ধজনেরাই করেন, তা নয়। সাধারণ মানুষের কাছ থেকেও এমন প্রশ্ন শুনতে হয় মাঝেমাঝেই। সৈয়দ মুজতবা আলীও এর ব্যতিক্রম নন।
সৈয়দ মুজতবা আলী ড্যামস্মার্ট লোক ছিলেন। কথাবার্তায়, চালচলনে, পোশাকে—সব কিছুতেই তাঁর আভিজাত্যের ছাপ ছিল। আর তাঁর লেখালেখির কথা না-ই বা বললাম। তাঁর সেন্স অব হিউমার ছিল প্রখর।
কেউ তাঁকে কোনো কথার মারপ্যাঁচে ভড়কে দিতে পারেনি। বরং যারাই মুজতবা আলীর সঙ্গে লাগতে এসেছেন, তাঁরা নিজেরাই ভড়কে গেছেন তাঁর বাগ্মিতার কাছে।
একদিন এক ভক্ত মুজতবা আলীর কাছে জানতে চান, তিনি কোন অবস্থায় বই লেখেন।
মুজতবা আলী ব্যাপারটা এড়িয়ে যেতে চাইলেন।
কিন্তু ভক্ত নাছোড়বন্দা। দিতেই হবে এ প্রশ্নের উত্তর। কী আর করা, বাধ্য হয়েই মুজতবা আলীকে মুখ খুলতে হলো।
তবে ভক্তের প্রশ্নের জবাবটা তিনি নিজের মুখে দেননি।
সুইস মনস্তাত্ত্বিক কার্ল গুসতাফকে কোট করে বললেন, ‘তিনি একবার বলেছিলেন, কিছু লোক আমাকে জিজ্ঞেস করে কীভাবে লিখি। এ ব্যাপারে আমাকে একটা কথা বলতেই হয়, কেউ চাইলে তাকে আমরা আমাদের সন্তানদের দেখাতে পারি, কিন্তু সন্তানগুলো উৎপাদনের পদ্ধতি তো দেখাতে পারি না।’
এরপর আর কিছু বলার থাকে না ভক্তের।
আবহাওয়াবিদদের ভাষায় নিম্নচাপ হলো একটি এমন আবহাওয়াগত পরিস্থিতি যেখানে বাতাসের চাপ চারপাশের তুলনায় কম হয়ে যায়। সাধারণত পৃথিবীর যেকোনো স্থানে বাতাস সবসময় উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে প্রবাহিত হয়।
১২ ঘণ্টা আগেইংল্যান্ডের সিংহাসন তখন ছিল এক জটিল রাজনৈতিক টানাপোড়েনের কেন্দ্র। ইংরেজ রাজা এডওয়ার্ড দ্য কনফেসর ১০৬৬ সালের জানুয়ারিতে উত্তরাধিকারী ছাড়াই মারা যান। তাঁর মৃত্যুর পর সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়াল—কে ইংল্যান্ডের নতুন রাজা হবেন? রাজ্যের প্রধান অভিজাতেরা হ্যারল্ড গডউইনসনকে রাজা ঘোষণা করলেন।
১ দিন আগেসকালে ঘুম থেকে উঠেই অনেকেই অভ্যাস বশে এক গ্লাস লেবু পানি খান। বিজ্ঞাপন আর স্বাস্থ্যবিষয়ক ম্যাগাজিনে এমন ধারণা ছড়িয়ে গেছে যে খালি পেটে লেবু খেলে শরীরের টক্সিন বের হয়ে যায়, ওজন কমে, আবার হজমশক্তিও নাকি বাড়ে। কিন্তু আসলেই কি খালি পেটে লেবু খাওয়া এতটা উপকারী? বিজ্ঞানীরা বলছেন, লেবুর কিছু ভালো দিক
১ দিন আগে