কবিতা

অস্বীকৃতির ব্লুপ্রিন্ট

ঘড়ির কাঁটা ঘুরছে না—

সে তো আসলে কাঁটা নয়,

একটি নামহীন পোকা

যে প্রতিদিন সময় খেয়ে ফেলে।

কেউ একজন আমাকে ভুলে গিয়েছে—

আসলে আমি তো কখনোই ছিলাম না।

একটি নির্ভাষ কোলাজ,

চিন্তাবিহীন প্রসঙ্গ হয়ে ছিলাম তার নিঃশ্বাসে।

দেয়ালে ঝুলছে আমার "না"

তার পাশে আয়নার ভাঙা টুকরোতে

আমি দেখি "না"—আমি শুনি একটি

মৌন গান, যার স্কেল ভুলে গিয়েছে ঈশ্বরও।

তুমি বলে কেউ ছিল না,

ছিল একটি নীল-ধূসর বিকেল,

যেখানে শব্দ মানে শুধু শব্দ নয়—

কখনো একটি কুমারী পথ,

কখনো ঘুম না আসা ট্রেনের হুইসেল।

আমার চিঠির খামে ছিল না ঠিকানা,

ছিল শুধু একটা নিঃশব্দ সংলাপ—

যেখানে প্রতিটি অক্ষর আত্মহত্যা করেছে

মুদ্রণের ঠিক আগমুহূর্তে।

তবু আমি প্রতিজ্ঞা করি—

না, তোমার জন্য নয়,

একটি চাকা ঘোরা বৃষ্টির জন্য,

যে প্রতিবারই ভুল করে পড়ে যায়

একটি নিঃশব্দ নদীতে।

ad
ad

ফিচার থেকে আরও পড়ুন

কেন ভাদ্র মাসে তাল পাকে?

২১ ঘণ্টা আগে

ফারুকীর অ্যাপেনডিক্সের অপারেশন সফলভাবে সম্পন্ন: তিশা

কক্সবাজার সফরে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। পরে রাতে তাকে একটি হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে আসা হয়। গতকাল রোববার (১৭ আগস্ট) এই উপদেষ্টার অ্যাপেনডিক্সের অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন তার স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।

২১ ঘণ্টা আগে

বদহজম দূর করার উপায়

এক গ্লাস হালকা গরম পানি খেলে বদহজমের সমস্যা অনেকটাই কমে যায়। পানি খাবার হজমে সাহায্য করে এবং পেটের ভেতরে জমে থাকা অতিরিক্ত এসিডকে পাতলা করে দেয়।

১ দিন আগে

সাপ কেন আঁকাবাঁকা হয়ে পথ চলে?

সাপের মেরুদণ্ডে অসংখ্য হাড় আর পেশী আছে। এই হাড় ও পেশীর সাহায্যে তারা শরীর বাঁকায়, সঙ্কুচিত করে আবার প্রসারিত করে। একেকটা অংশ মাটিতে ধাক্কা দেয়, আর নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী মাটিও পাল্টা চাপ দিয়ে সাপকে সামনে এগিয়ে দেয়।

২ দিন আগে