সাহিত্য

নজরুলের চা কাণ্ড!

অরুণ কুমার
কাজী নজরুল ইসলাম

কবি-সাহিত্যিকদের চায়ের প্রীতি থাকে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের চায়ের নেশাটা একটু বেশিই ছিল। তিনি তো শুধু কবি নন। একাধারে গীতিকার, সুরকার ও গায়ক। তিনি যখন গান গাইতেন, গরম চায়ের মগ আশপাশে না থাকলে গলা ছাড়তেন না। এ নিয়েই একবার হয়েছিল এক হুলুস্থুল কাণ্ড!

জাতীয় কাজী নজরুলের সঙ্গে পল্লীকবি জসীমউদদীনেরর সখ্য ছিল বেশ, জসীম উদদীন যখন কলকাতায় পড়াশোনা করেন। একবার বঙ্গীয় রাষ্ট্রীয় সমিতিরি একটা অধিবেশন বসে ফরিদপুরে,দেশবন্ধু চিত্তরঞ্জণ দাশের সভাপত্তিতে। সেই অধিবেশনে যোগ দিতে কলকতাতা থেকে কাজী নজরুল ইসলাম এসেছিলেন সঙ্গী-সাথী নিয়ে। আর জসীমউদদীন ছিলেন স্বেচ্ছাসেব।

নজরুল ফরিদপুরে এসে উঠেছিলেন জসীমউদদীনের বাড়িতে, তাম্বুলখানা গ্রামে। বিদ্রোহী কবির দেখা পাওয়া ভাগ্যের ব্যাপার। গ্রামের লোকেরা বিখ্যাত এই মানুষটাসে একবার যখন পেয়েছে,তখন গান না শুনে ছাড়বে কেন?

পল্লীকবির বাড়িতেই হলো গানের আসর। রাতভরে।

কিন্তু নজরুলের ছিল তীব্র চায়ের নেশা। গান গাইতে গাইত চায়ের তেষ্টা পেল সেই মাঝরাতে। ভারি মুশকিল! গাঁয়ের লোকে তখনো চা খেতে শেখেনি।ওসব বড়লোকি কারবার সাধারণ মানুষের পোষায় না।

তবু জসীমউদ্দীন সারা গ্রামে খোঁজ করলেন। আশপাশের দুচারটা গ্রামেও লোক পাঠালেন, কিন্তু চাপাতা আর মেলে না। অবশেষে আলিম মাতববর নামে এক লোক চা পাতা এনে কবিকে দিলেন। ভদ্রলোক কলকতায় গিয়ে চা খাওয়া শিখেছিলেন, গাঁয়ের লোকেদের খাওয়ানোর ভাঁড়ারে কিছু চাপাতা পড়ে ছিল। সেগুলো দিয়েই তেষ্টা মেটালেন নজরুল।

তারপর রাতভর গান হলো।

সূত্র: স্মৃতিকথা সমগ্র/জসীম উদদীন

ad
ad

ফিচার থেকে আরও পড়ুন

নিম্নচাপ কেন হয়, এর বৈজ্ঞানিক কারণ কী

আবহাওয়াবিদদের ভাষায় নিম্নচাপ হলো একটি এমন আবহাওয়াগত পরিস্থিতি যেখানে বাতাসের চাপ চারপাশের তুলনায় কম হয়ে যায়। সাধারণত পৃথিবীর যেকোনো স্থানে বাতাস সবসময় উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে প্রবাহিত হয়।

১৫ ঘণ্টা আগে

ব্যাটল অব হ্যাস্টিংসের ইতিহাস

ইংল্যান্ডের সিংহাসন তখন ছিল এক জটিল রাজনৈতিক টানাপোড়েনের কেন্দ্র। ইংরেজ রাজা এডওয়ার্ড দ্য কনফেসর ১০৬৬ সালের জানুয়ারিতে উত্তরাধিকারী ছাড়াই মারা যান। তাঁর মৃত্যুর পর সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়াল—কে ইংল্যান্ডের নতুন রাজা হবেন? রাজ্যের প্রধান অভিজাতেরা হ্যারল্ড গডউইনসনকে রাজা ঘোষণা করলেন।

১ দিন আগে

খালি পেটে লেবু খাওয়া ক্ষতিকর!

সকালে ঘুম থেকে উঠেই অনেকেই অভ্যাস বশে এক গ্লাস লেবু পানি খান। বিজ্ঞাপন আর স্বাস্থ্যবিষয়ক ম্যাগাজিনে এমন ধারণা ছড়িয়ে গেছে যে খালি পেটে লেবু খেলে শরীরের টক্সিন বের হয়ে যায়, ওজন কমে, আবার হজমশক্তিও নাকি বাড়ে। কিন্তু আসলেই কি খালি পেটে লেবু খাওয়া এতটা উপকারী? বিজ্ঞানীরা বলছেন, লেবুর কিছু ভালো দিক

১ দিন আগে

কেন ভাদ্র মাসে তাল পাকে?

১ দিন আগে