মাহমুদুল হাসান উৎস
ইংরেজরা আসার আগে থেকেই পালকির চল ছিল এদেশে। কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকালে যাতায়াতের প্রয়োজনে পালকির চাহিদা বাড়তে থাকে। তাই ১৭৭৮ সাল থেকেই শুরু হলো পালকি রিলে পরিষেবা। ক্যাপ্টেন জন হার্বি কলকাতা থেকে বেনারসের মধ্যে চালু করেছিলেন এই পরিষেবা। কলকাতায় সে সময় পালকি বাহক বা বেহারা হিসেবে ওড়িশার লোকদেরই রমরমা চাহিদা। কলকাতাসহ বাংলার নানা জায়গায় পালকি বাহকের কাজ করতেন তারা।ইংরেজরা আসার আগে থেকেই পালকির চল ছিল এদেশে। কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকালে যাতায়াতের প্রয়োজনে পালকির চাহিদা বাড়তে থাকে। তাই ১৭৭৮ সাল থেকেই শুরু হলো পালকি রিলে পরিষেবা। ক্যাপ্টেন জন হার্বি কলকাতা থেকে বেনারসের মধ্যে চালু করেছিলেন এই পরিষেবা। কলকাতায় সে সময় পালকি বাহক বা বেহারা হিসেবে ওড়িশার লোকদেরই রমরমা চাহিদা। কলকাতাসহ বাংলার নানা জায়গায় পালকি বাহকের কাজ করতেন তারা।
বেহারাদের একটা আলাদা পরিচিতিই তৈরি হয়ে গিয়েছিল। সাদা ধুতি আর টাক মাথার পেছনে ছোট্ট টিকি। পয়সাওয়ালা লোকদের কোথাও যাওয়ার প্রয়োজন পড়লেই ডাক পড়ত বেহারাদের। কিন্তু ১৯ শতকের দিকে তাদের রুটি রুজিতেও টান পড়তে শুরু করল। সেটা হবে না-ই বা কেন। পূর্ব ভারতের গোল্ড, মুসহর সম্প্রদায়ের মানুষজনও এই পেশায় আসতে শুরু করলেন। চাহিদার চেয়ে বেহারার সংখ্যা ছিল বেশি।
বেহারাদের একটা আলাদাপরিচিতিই তৈরি হয়ে গিয়েছিল। সাদা ধুতি আর টাক মাথার পেছনে ছোট্ট টিকি। পয়সাওয়ালা লোকদের কোথাও যাওয়ার প্রয়োজন পড়লেই ডাক পড়ত বেহারাদের। কিন্তু ১৯ শতকের দিকে তাদের রুটি রুজিতেও টান পড়তে শুরু করল। সেটা হবে না-ই বা কেন। পূর্ব ভারতের গোল্ড, মুসহর সম্প্রদায়ের মানুষজনও এই পেশায় আসতে শুরু করলেন। চাহিদার চেয়ে বেহারার সংখ্যা ছিল বেশি।য়েছিল। সাদা ধুতি আর টাক মাথার পেছনে ছোট্ট টিকি। পয়সাওয়ালা লোকদের কোথাও যাওয়ার প্রয়োজন পড়লেই ডাক পড়ত বেহারাদের। কিন্তু ১৯ শতকের দিকে তাদের রুটি রুজিতেও টান পড়তে শুরু করল। সেটা হবে না-ই বা কেন। পূর্ব ভারতের গোল্ড, মুসহর সম্প্রদায়ের মানুষজনও এই পেশায় আসতে শুরু করলেন। চাহিদার চেয়ে বেহারার সংখ্যা ছিল বেশি।
পরিস্থিতি এমন দাঁড়াল, ১৮২৩ সালে কলকাতায় বেহারারা শুরু করল হরতাল। তাদের দাবি ছিল, নির্দিষ্ট ভাড়া বেঁধে দিতে হবে, পাশাপাশি কেউ তার থেকে কম ভাড়ায় কাজ করতে পারবে না। সেই অর্থে এই ঘটনা ছিল ভারতের প্রথম সংগঠিত হরতাল! কিন্তু হরতালে বিশেষ কাজ হলো না। অর্থনীতির নিয়মে বাজারে চাহিদার চেয়ে জোগান হয়ে গেল বেশি। ফলে, কম টাকায় পালকি বয়ে নতুন বেহারারা নিজেদের জায়গা তৈরি করে নিয়েছিল খুব অল্প সময়েই।
ইংরেজরা আসার আগে থেকেই পালকির চল ছিল এদেশে। কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকালে যাতায়াতের প্রয়োজনে পালকির চাহিদা বাড়তে থাকে। তাই ১৭৭৮ সাল থেকেই শুরু হলো পালকি রিলে পরিষেবা। ক্যাপ্টেন জন হার্বি কলকাতা থেকে বেনারসের মধ্যে চালু করেছিলেন এই পরিষেবা। কলকাতায় সে সময় পালকি বাহক বা বেহারা হিসেবে ওড়িশার লোকদেরই রমরমা চাহিদা। কলকাতাসহ বাংলার নানা জায়গায় পালকি বাহকের কাজ করতেন তারা।ইংরেজরা আসার আগে থেকেই পালকির চল ছিল এদেশে। কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকালে যাতায়াতের প্রয়োজনে পালকির চাহিদা বাড়তে থাকে। তাই ১৭৭৮ সাল থেকেই শুরু হলো পালকি রিলে পরিষেবা। ক্যাপ্টেন জন হার্বি কলকাতা থেকে বেনারসের মধ্যে চালু করেছিলেন এই পরিষেবা। কলকাতায় সে সময় পালকি বাহক বা বেহারা হিসেবে ওড়িশার লোকদেরই রমরমা চাহিদা। কলকাতাসহ বাংলার নানা জায়গায় পালকি বাহকের কাজ করতেন তারা।
বেহারাদের একটা আলাদা পরিচিতিই তৈরি হয়ে গিয়েছিল। সাদা ধুতি আর টাক মাথার পেছনে ছোট্ট টিকি। পয়সাওয়ালা লোকদের কোথাও যাওয়ার প্রয়োজন পড়লেই ডাক পড়ত বেহারাদের। কিন্তু ১৯ শতকের দিকে তাদের রুটি রুজিতেও টান পড়তে শুরু করল। সেটা হবে না-ই বা কেন। পূর্ব ভারতের গোল্ড, মুসহর সম্প্রদায়ের মানুষজনও এই পেশায় আসতে শুরু করলেন। চাহিদার চেয়ে বেহারার সংখ্যা ছিল বেশি।
বেহারাদের একটা আলাদাপরিচিতিই তৈরি হয়ে গিয়েছিল। সাদা ধুতি আর টাক মাথার পেছনে ছোট্ট টিকি। পয়সাওয়ালা লোকদের কোথাও যাওয়ার প্রয়োজন পড়লেই ডাক পড়ত বেহারাদের। কিন্তু ১৯ শতকের দিকে তাদের রুটি রুজিতেও টান পড়তে শুরু করল। সেটা হবে না-ই বা কেন। পূর্ব ভারতের গোল্ড, মুসহর সম্প্রদায়ের মানুষজনও এই পেশায় আসতে শুরু করলেন। চাহিদার চেয়ে বেহারার সংখ্যা ছিল বেশি।য়েছিল। সাদা ধুতি আর টাক মাথার পেছনে ছোট্ট টিকি। পয়সাওয়ালা লোকদের কোথাও যাওয়ার প্রয়োজন পড়লেই ডাক পড়ত বেহারাদের। কিন্তু ১৯ শতকের দিকে তাদের রুটি রুজিতেও টান পড়তে শুরু করল। সেটা হবে না-ই বা কেন। পূর্ব ভারতের গোল্ড, মুসহর সম্প্রদায়ের মানুষজনও এই পেশায় আসতে শুরু করলেন। চাহিদার চেয়ে বেহারার সংখ্যা ছিল বেশি।
পরিস্থিতি এমন দাঁড়াল, ১৮২৩ সালে কলকাতায় বেহারারা শুরু করল হরতাল। তাদের দাবি ছিল, নির্দিষ্ট ভাড়া বেঁধে দিতে হবে, পাশাপাশি কেউ তার থেকে কম ভাড়ায় কাজ করতে পারবে না। সেই অর্থে এই ঘটনা ছিল ভারতের প্রথম সংগঠিত হরতাল! কিন্তু হরতালে বিশেষ কাজ হলো না। অর্থনীতির নিয়মে বাজারে চাহিদার চেয়ে জোগান হয়ে গেল বেশি। ফলে, কম টাকায় পালকি বয়ে নতুন বেহারারা নিজেদের জায়গা তৈরি করে নিয়েছিল খুব অল্প সময়েই।
আবহাওয়াবিদদের ভাষায় নিম্নচাপ হলো একটি এমন আবহাওয়াগত পরিস্থিতি যেখানে বাতাসের চাপ চারপাশের তুলনায় কম হয়ে যায়। সাধারণত পৃথিবীর যেকোনো স্থানে বাতাস সবসময় উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে প্রবাহিত হয়।
১৮ ঘণ্টা আগেইংল্যান্ডের সিংহাসন তখন ছিল এক জটিল রাজনৈতিক টানাপোড়েনের কেন্দ্র। ইংরেজ রাজা এডওয়ার্ড দ্য কনফেসর ১০৬৬ সালের জানুয়ারিতে উত্তরাধিকারী ছাড়াই মারা যান। তাঁর মৃত্যুর পর সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়াল—কে ইংল্যান্ডের নতুন রাজা হবেন? রাজ্যের প্রধান অভিজাতেরা হ্যারল্ড গডউইনসনকে রাজা ঘোষণা করলেন।
১ দিন আগেসকালে ঘুম থেকে উঠেই অনেকেই অভ্যাস বশে এক গ্লাস লেবু পানি খান। বিজ্ঞাপন আর স্বাস্থ্যবিষয়ক ম্যাগাজিনে এমন ধারণা ছড়িয়ে গেছে যে খালি পেটে লেবু খেলে শরীরের টক্সিন বের হয়ে যায়, ওজন কমে, আবার হজমশক্তিও নাকি বাড়ে। কিন্তু আসলেই কি খালি পেটে লেবু খাওয়া এতটা উপকারী? বিজ্ঞানীরা বলছেন, লেবুর কিছু ভালো দিক
১ দিন আগে