সাহিত্য

আজব চিঠি!

অরুণ কুমার
আপডেট : ২৭ এপ্রিল ২০২৪, ১১: ৩৯
ভিক্টর হুগো

আজকাল চিঠির জায়গা দখল করে নিয়েছে মেসেঞ্জার কিংবা হোয়াটসঅ্যাপের মতো অ্যাপগুলো। তাই চিঠি লেখার প্রয়োজনীয়তা ফুরিয়েছে। এই দুই মাধ্যমেও আমরা খুব সহজেই ছোট ছোট বাক্য দিয়ে নিজেদের অবস্থা বা মনের কথা লিখে ফেলতে পারি। কিন্তু চিঠির যুগে প্রেরক আর প্রাপকের সরাসরি চ্যাটের কোনো সুযোগ ছিল না। তাই চিঠি লেখার পর প্রাপক অপেক্ষা করতেন। প্রাপক চিঠি পড়ে তারপর জবাব দিতেন। চিঠি লেখার পর জবাব আসতে কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস সময় লাগত। তাই প্রেরক যথা সম্ভব নিজের বক্তব্য বিস্তারিত লিখতে। জবাবও আসত বিস্তারিত। তাই খুব ছোট চিঠিও অর্ধপৃষ্ঠা হয়ে যেত। কিন্তু সে কালেও মাঝে মাঝে মেসেনঞ্জারে বা হোয়াটসঅ্যাপের মতো সংক্ষিপ্ত চিঠি লেখা হতো। যদিও কালেভদ্রে। কিন্তু বিখ্যাত ফরাসী লেখক ভিক্টর হুগো যা করেছিলেন, তা রীতিমতো বিস্ময়কর!

ভিক্টর হুগো বিখ্যাত ফরাসী লেখক। তাঁর লেখক জীবনের শ্রেষ্ঠতম কীর্তি বলে মনে করা হয় ‘লা মিজারেবল’ উপন্যাসকে। প্রকাশিত হয় ১৮৬২ সালে। প্রকাশের পরপরই পাঠক ও সমালোচক মহলে সাড়া পড়ে যায়। চলে চর্চা। কেউ উপন্যাস সম্পর্কে ইতিবাচক কথা বলেন তো, কেউ আবার সমালোচনা করে ধুয়ে দেন হুগোকে। সাধারণত এ ধরনের তর্ক, আলোচনা-সমালোচনায় বইয়ের কাটতি বাড়ে। কিন্তু হুগো বুঝতে পারছিলেন না, বইটি কেমন বিক্রি হচ্ছে।

সম্ভবত একটু উদ্বিগ্নও ছিলেন। তখন তো মোবাইলের যুগ নয়, এমনকী টেলিফোনও তখন আবিষ্কৃত হয়নি। সেই সময় বই বিক্রিবাট্টার ব্যাপারে খোঁজ নেওয়ার দুটি মাত্র উপায় —হয় লেখককের সঙ্গে সরাসিরি দেখা করা, অথবা চিঠি লিখে জানাতে চাওয়া।

হুগো দ্বিতীয় পথটিই অনুসরণ করলেন, প্রকাশককে লিখলেন একটা চিঠি।

সেই চিঠিতে কোনো বাক্য ছিল না, শব্দ ছিল না, এমনকী একটা অক্ষরও ছিল না।

তাহলে চিঠির মর্ম প্রকাশক বুঝবেন কী করে?

হুগো শুধু একটা যতি চিহ্ন ব্যবহার করলেন। সাদা কাগজে লিখলেন ‘?’।

রসিকতায় প্রকাশকও কম যান না। হুগোর চিঠির মর্ম তিনি বুঝতে ভুল করেননি, জবাবে লিখলেন ‘!।

ad
ad

ফিচার থেকে আরও পড়ুন

নিম্নচাপ কেন হয়, এর বৈজ্ঞানিক কারণ কী

আবহাওয়াবিদদের ভাষায় নিম্নচাপ হলো একটি এমন আবহাওয়াগত পরিস্থিতি যেখানে বাতাসের চাপ চারপাশের তুলনায় কম হয়ে যায়। সাধারণত পৃথিবীর যেকোনো স্থানে বাতাস সবসময় উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে প্রবাহিত হয়।

১৮ ঘণ্টা আগে

ব্যাটল অব হ্যাস্টিংসের ইতিহাস

ইংল্যান্ডের সিংহাসন তখন ছিল এক জটিল রাজনৈতিক টানাপোড়েনের কেন্দ্র। ইংরেজ রাজা এডওয়ার্ড দ্য কনফেসর ১০৬৬ সালের জানুয়ারিতে উত্তরাধিকারী ছাড়াই মারা যান। তাঁর মৃত্যুর পর সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়াল—কে ইংল্যান্ডের নতুন রাজা হবেন? রাজ্যের প্রধান অভিজাতেরা হ্যারল্ড গডউইনসনকে রাজা ঘোষণা করলেন।

১ দিন আগে

খালি পেটে লেবু খাওয়া ক্ষতিকর!

সকালে ঘুম থেকে উঠেই অনেকেই অভ্যাস বশে এক গ্লাস লেবু পানি খান। বিজ্ঞাপন আর স্বাস্থ্যবিষয়ক ম্যাগাজিনে এমন ধারণা ছড়িয়ে গেছে যে খালি পেটে লেবু খেলে শরীরের টক্সিন বের হয়ে যায়, ওজন কমে, আবার হজমশক্তিও নাকি বাড়ে। কিন্তু আসলেই কি খালি পেটে লেবু খাওয়া এতটা উপকারী? বিজ্ঞানীরা বলছেন, লেবুর কিছু ভালো দিক

১ দিন আগে

কেন ভাদ্র মাসে তাল পাকে?

১ দিন আগে