ঢাকায় বায়ুদূষণের মাত্রা কমছেই না

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বৈশাখের শুরু থেকে বৃষ্টি হলেও ঢাকার বায়ুমানের তেমন উন্নতি হয়নি। আজ ছুটির দিন হলেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ বলে জানিয়েছে একিউআই সূচক। শুক্রবার সকাল সাড়ে ৯টায় বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ শীর্ষ দুইয়ে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ১৮৯ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। আর ২৬৯ পয়েন্ট নিয়ে সেনেগালের ডাকার রয়েছে তালিকার শীর্ষে।

এ ছাড়া ১৬৫ পয়েন্ট নিয়ে পাকিস্তানের লাহোর তৃতীয়, ১৬৩ নিয়ে ভিয়েতনামের হ্যানয় চতুর্থ এবং ১৬০ পয়েন্ট নিয়ে ভারতের দিল্লি রয়েছে তালিকার পঞ্চম স্থানে।

যখন দূষণের একিউআই মান ৫০ থেকে ১০০ এর মধ্যে থাকে তখন বাতাসের গুণমানকে ‘মাঝারি’ বলে বিবেচনা করা হয়। একিউআই সূচক ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে তা ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। এ সময় সাধারণত সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় ধরে বাইরে পরিশ্রম না করার পরামর্শ দেওয়া হয়।

আর ১৫১ থেকে ২০০ এর মধ্যে হলে 'অস্বাস্থ্যকর' হিসেবে বিবেচিত হয়, ২০১ থেকে ৩০০ এর মধ্যে হলে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়।এ ছাড়া ৩০১ এর বেশি হলে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। গত বছর সবচেয়ে দূষিত বায়ুর দেশ ছিল বাংলাদেশ ও চাদ।

বায়ুদূষণজনিত স্বাস্থ্য সমস্যায় প্রতি বছর বহু মানুষ মারা যায়। জীবাশ্ম জ্বালানি থেকে বায়ুদূষণ প্রতিবছর বিশ্বব্যাপী ৫২ লাখ মানুষের মৃত্যুর কারণ বলে ২০২৩ সালের নভেম্বরে ব্রিটিশ মেডিকেল জার্নালে (বিএমজে) প্রকাশিত একটি সমীক্ষায় তুলে ধরা হয়।।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

অস্ট্রেলিয়ায় খালেদা জিয়ার কর্মজীবন নিয়ে আলোচনা ও দোয়া মাহফিল

বক্তারা অভিযোগ করে বলেন, বিগত সরকারের আমলে বর্বরোচিত নির্যাতন ও অবহেলা সহ্য করেও তিনি দেশের মানুষের কথা ভেবে গেছেন। বিশেষ করে পরিত্যক্ত কারাগারে তাঁকে বন্দি রাখার ঘটনাকে বিশ্ব ইতিহাসের এক কালো অধ্যায় হিসেবে অভিহিত করেন আলোচকরা।

১ ঘণ্টা আগে

মনোনয়ন বাতিলের বিরুদ্ধে ইসিতে আপিল শুরু আজ

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ১০টি আঞ্চলিক বুথের মাধ্যমে এই আবেদন গ্রহণ করা হচ্ছে। সংক্ষুব্ধ প্রার্থী ছাড়াও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তিরা নির্ধারিত নিয়ম মেনে এই আপিল দায়ের করতে পারবেন।

৪ ঘণ্টা আগে

ভোররাতে ভূমিকম্পে কেঁপে উঠল সিলেট

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থাসহ (ইউএসজিএস) একাধিক আন্তর্জাতিক সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে ছিল।

৪ ঘণ্টা আগে

সারা দেশে ১৮৪২ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ, বাতিল ৭২৩

এ সংক্রান্ত ইসির প্রতিবেদনে বলা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ নির্বাচনী এলাকার ৩ হাজার ৪০৬টি মনোনয়নপত্র গ্রহণ করা হয়। এরমধ্যে প্রার্থীরা ২৫৬৮টি মনোনয়নপত্র রিটার্নিং কর্মকর্তার কাছে দাখিল করেন। তার মধ্যে ১৮৪২ জন প্রার্থীল মনোনয়নপত্র বৈধ এবং ৭২৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে কমিশন।

১৬ ঘণ্টা আগে