ট্রাম্প নোবেল না পাওয়ায় হোয়াইট হাউসের ক্ষোভ

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

শান্তিতে নোবেল পাননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বছর পুরস্কার জিতেছেন ভেনেজুয়েলার মারিয়া কোরিনা মাচাদো, যিনি গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় সংগ্রাম করছেন। হোয়াইট হাউসের মুখপাত্র স্টিভেন চুয়াং ট্রাম্পকে নোবেল না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করে বলেছেন, নোবেল কমিটি শান্তির চেয়ে রাজনীতিকে অগ্রাধিকার দিয়েছে।

শান্তিতে নোবেল পুরস্কার দাবি ও প্রচার চালিয়ে বিশ্ববাসীর মনোযোগ আকর্ষণ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি এ নিয়ে গণমাধ্যমে কথা বলতে রীতিমতো বাধ্য হয়েছিলেন নরওয়েজিয়ান নোবেল কমিটির সদস্যরাও।

ডোনাল্ড ট্রাম্প নোবেল পাননি তা এখন অনেকেরই জানা। জেনেছেন হোয়াইট হাউসের কর্মকর্তারাও। শুক্রবার প্রতিক্রিয়াও দেখিয়েছেন হোয়াইট হাউসের মুখপাত্র স্টিভেন চুয়াং।

বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে স্ট্রেইটস টাইমস জানিয়েছে, পোস্টে স্টিভেন লিখেছেন, নোবেল কমিটি প্রমাণ করলো তারা শান্তির চেয়ে রাজনীতিকে অগ্রাধিকার দেয়। তবে প্রেসিডেন্ট ট্রাম্প শান্তিচুক্তি করে যাবেন। যুদ্ধের অবসান ঘটাবেন এবং জীবন রক্ষা করবেন।

স্টিভেন চুয়াং আরও লিখেছেন, ‘তাঁর (ট্রাম্প) হৃদয় মানবতার প্রতি নিবেদিত এবং ইচ্ছাশক্তির জোরে পর্বত সরানোর মতো মানুষ আর কেউ কখনো আসবে না।’

শান্তিতে এ বছর নোবেল পেয়েছেন মারিয়া কোরিনা মাচাদো। ভেনেজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় তাঁর নিরলস প্রচেষ্টার জন্য এই পুরস্কার দেওয়ার কথা জানিয়েছে নরওয়েজিয়ান নোবেল কমিটি।

বাংলাদেশ সময় আজ শুক্রবার নরওয়ের অসলোতে এই পুরস্কার ঘোষণা করা হয়। নরওয়েজিয়ান নোবেল কমিটি জানিয়েছে, স্বৈরাচার থেকে গণতন্ত্রে ন্যায়সঙ্গত ও শান্তিপূর্ণ রূপান্তরের সংগ্রাম করছেন মারিয়া। এ জন্য তাঁকে পুরস্কৃত করা হয়েছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

তুরস্কে বিমান বিধ্বস্ত, লিবিয়ার সেনাপ্রধানসহ ৮ জনের প্রাণহানি

লিবিয়ার প্রধানমন্ত্রী আবদুল হামিদ ডেবেইবা তার বিবৃতিতে বলেন, ‘এই মর্মান্তিক দুর্ঘটনা জাতির, সামরিক প্রতিষ্ঠানের এবং সাধারণ মানুষের জন্য একটি বড় ক্ষতি। আমরা এমন ব্যক্তিদের হারালাম যারা আন্তরিকতা, দায়িত্ববোধ এবং দেশপ্রেমের সঙ্গে তাদের দেশকে সেবা করেছেন।’

২ দিন আগে

আগরতলায় নিরাপত্তা বাড়ল বাংলাদেশ সহকারী দূতাবাসে

ভারতের দিল্লি ও কলকাতায় বাংলাদেশের দূতাবাস, উপদূতাবাস এবং পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে বাংলাদেশ ভিসা আবেদন কেন্দ্রের সামনে লাগাতার বিক্ষোভ চলছে। এর মধ্যেই ত্রিপুরা সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।

২ দিন আগে

লন্ডনে বিক্ষোভের সময় গ্রেপ্তার গ্রেটা থুনবার্গ

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে সোচ্চার ‘প্যালেস্টাইন অ্যাকশনে’র কারাবন্দি সদস্যদের মুক্তির দাবিতে বিক্ষোভ করেন থুনবার্গ। সংগঠনটিকে ব্রিটিশ সরকার ‘সন্ত্রাসী সংগঠন’ তকমা দিয়ে নিষিদ্ধ করেছে।

২ দিন আগে

নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ, ব্যারিকেড ভেঙে প্রবেশের চেষ্টা

ময়মনসিংহে ধর্ম অবমাননার অভিযোগে দীপু চন্দ্র দাস নামে এক পোশাক শ্রমিককে পিটিয়ে হত্যার পর মরদেহ পোড়ানোর ঘটনার প্রতিবাদে এ বিক্ষোভ হচ্ছে বলে জানিয়েছে ভারতের স্থানীয় গণমাধ্যম।

২ দিন আগে