সৌদি আরবের কাছে এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি করবে যুক্তরাষ্ট্র

ডেস্ক, রাজনীতি ডটকম
মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠকের আগে ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের জানিয়েছেন, সৌদি আরবের কাছে এফ-৩৫ বিমান বিক্রি করবে যুক্তরাষ্ট্র। ছবি: সংগৃহীত

সৌদি আরবের কাছে যুক্তরাষ্ট্র এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি করবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ‘আমরা এফ-৩৫ বিমান বিক্রি করতে যাচ্ছি। তারা আমাদের দারুণ মিত্র।’

বিবিসির খবরে বলা হয়েছে, মঙ্গলবার (১৮ নভেম্বর) সাংবাদিকদের এ কথা বলেন ট্রাম্প। এ দিনই সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে হোয়াইট হাউজে তার বৈঠক হওয়ার কথা রয়েছে। সাত বছর আগে সাংবাদিক জামাল খাসোগজি হত্যাকাণ্ডের পর সালমান এই প্রথম হোয়াইট হাউজে আসছেন।

মোহাম্মদ বিন সালমান এর আগে ২০১৮ সালে ট্রাম্পের প্রথম মেয়াদের সময় যুক্তরাষ্ট্র সফর করেছিলেন। ওই বছরেই খাসোগজি ইস্তান্বুলে হত্যাকাণ্ডের শিকার হন।

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা পর্যালোচনায় বলা হয়েছিল, জামাল খাসোগজির বিরুদ্ধে অপারেশনের অনুমোদন দিয়েছিলেন যুবরাজ সালমান। তবে তিনি ওই হত্যাকাণ্ডে কোনো ধরনের ভূমিকা থাকার অভিযোগ প্রত্যাখ্যান করেন।

সালমান যুক্তরাষ্ট্রে না গেলেও গত মে মাসেই রিয়াদে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সেখানেই যুক্তরাষ্ট্র সৌদি আরবের কাছে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রিতে সম্মত হয়। এটিকে হোয়াইট হাউজ ৬০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ চুক্তির অংশ হিসেবে ‘অস্ত্র বিক্রিতে ইতিহাসের সবচেয়ে বড় সমঝোতা’ হিসেবে আখ্যায়িত করেছিলে।

সৌদি আরব যুক্তরাষ্ট্রের অস্ত্রের বড় ক্রেতা। তবে তাদের কাছে যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির খবরে উদ্বেগ প্রকাশ করেছেন ইসরায়েলের কর্মকর্তারা। দেশটির সামরিক কৌশলকে এটি ক্ষতিগ্রস্ত করবে বলে তারা যুক্তরাষ্ট্র ও স্থানীয় সংবাদ মাধ্যমে বলছেন।

ইসরায়েল আবার মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র এবং ওই অঞ্চলে একমাত্র ইসরায়েলের হাতেই এফ-৩৫ যুদ্ধবিমান আছে।

মঙ্গলবারের বৈঠকে ট্রাম্প ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের জন্য তার আব্রাহাম অ্যাকর্ডে সইয়ের জন্য সৌদি আরবকে চাপ দিতে পারেন। সৌদি আরব এ চুক্তির জন্য ফিলিস্তিন রাষ্ট্রের পথ খুঁজে বের করাকে শর্ত হিসেবে উল্লেখ করে আসছে।

নির্মাতা প্রতিষ্ঠান লকহিড মার্টিনের তথ্য, একটি এফ-৩৫ যুদ্ধবিমানের গড় মূল্য প্রায় সাড়ে ৮২ মিলিয়ন ডলার। এ বিমানে আছে ‘স্টেলথ’ প্রযুক্তি, যার বদৌলতে এ বিমান ওড়ার সময় শত্রুপক্ষের রাডারে তার অস্তিত্ব ধরা পড়বে না। তা ছাড়া শত্রুপক্ষের বিমানের চোখে পড়ার আগেই সে নিজেই তাকে দেখতে পাবে।

বিমানটির পাইলটের হেলমেটে বসানো আছে একটি ডিসপ্লে সিস্টেম, যেখানে অন্যদিকে মুখ করে থাকা অবস্থাতেও শত্রু বিমানের দিকে গুলি করতে পারবে। পাইলট শত্রু লক্ষ্যবস্তুর গতিবিধি চিহ্নিত করতে পারবেন, শত্রু রাডার ‘জ্যাম’ বা অকার্যকর করে দিতে পারবেন এবং আক্রমণ প্রতিহত করতে পারবেন। তা ছাড়া এ বিমানের যাবতীয় তথ্য-উপাত্ত অপারেশন কমান্ডারের সঙ্গে শেয়ার করা যাবে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ফ্রান্স থেকে ১০০টি রাফাল যুদ্ধবিমান পাচ্ছে ইউক্রেন

প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপীয় ইউনিয়নের মাধ্যমে অর্থায়নের চেষ্টা করবে ফ্রান্স। এ ছাড়া জব্দ করা রাশিয়ান সম্পদও ব্যবহারের পরিকল্পনা করা হচ্ছে। এটি এমন একটি বিতর্কিত পদক্ষেপ যা ২৭ সদস্যের ব্লককে বিভক্ত করছে।

১৩ ঘণ্টা আগে

ট্রাম্পের ২০ দফা গাজা পরিকল্পনায় অনুমোদন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের

এ পরিকল্পনায় ফিলিস্তিনি ভূখণ্ডে একটি আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী (আইএসএফ) মোতায়েনের কথা বলা হয়েছে, যা প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। অন্যদিকে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের সম্ভাবনার প্রস্তাবের বরাবরই বিরোধী ইসরায়েল।

১৫ ঘণ্টা আগে

আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে হাসিনার মামলার রায়

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত ‘গণহত্যা’ সহ মানবতাবিরোধী বিভিন্ন অপরাধে শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণার বিষয়টি গুরুত্ব সহকারে প্রকাশ করছে আন্তর্জাতিক গণমাধ্যমসমূহ।

১ দিন আগে

সৌদি আরবে সড়ক দুর্ঘটনা ৪২ ভারতীয় ওমরাহযাত্রী নিহত

ওমরাহযাত্রীদের সবাই ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলেঙ্গানার বাসিন্দা ছিলেন। দুর্ঘটনার সময় বাসের অধিকাংশ যাত্রী ঘুমিয়ে ছিলেন বলে জানা গেছে।

২ দিন আগে