মেক্সিকো ও কানাডার ওপর শুল্ক স্থগিত ট্রাম্পের

ডেস্ক, রাজনীতি ডটকম

মেক্সিকো ও কানাডার ওপর কঠোর শুল্ক আরোপ সাময়িকভাবে স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর বদলে দুই প্রতিবেশী দেশের কাছ থেকে সীমান্ত ও অপরাধ দমনসংক্রান্ত কিছু ছাড় আদায় করেছেন তিনি। তবে চীনের ওপর শুল্ক এখনও কার্যকর রয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) ৩০ দিনের জন্য শুল্ক স্থগিত রাখার সিদ্ধান্ত নেন তিনি।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউম ট্রাম্পের অনুরোধের পরিপ্রেক্ষিতে অবৈধ অভিবাসন ও মাদক পাচার রোধে সীমান্ত নিরাপত্তা জোরদার করতে সম্মত হয়েছেন। এর ফলে, মঙ্গলবার থেকে কার্যকর হতে যাওয়া ২৫ শতাংশ শুল্ক সাময়িকভাবে ৩০ দিনের জন্য স্থগিত করা হয়েছে।

কানাডা যুক্তরাষ্ট্রের সীমান্তে নতুন প্রযুক্তি ও অতিরিক্ত নিরাপত্তা কর্মী মোতায়েন করবে এবং সংঘবদ্ধ অপরাধ, ফেন্টানিল পাচার ও অর্থপাচার রোধে যৌথ পদক্ষেপ নেবে।

অন্যদিকে, মেক্সিকো তাদের উত্তরের সীমান্তে ১০ হাজার ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েন করতে সম্মত হয়েছে, যা অবৈধ অভিবাসন ও মাদক পাচার প্রতিরোধে ভূমিকা রাখবে।

এছাড়া, যুক্তরাষ্ট্র মেক্সিকোতে শক্তিশালী অস্ত্র পাচার বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছে বলে জানিয়েছেন শেইনবাউম। ট্রাম্প জানিয়েছেন, তিনি আগামী এক মাসের মধ্যে কানাডা ও মেক্সিকোর সঙ্গে অর্থনৈতিক চুক্তির চেষ্টা করবেন। ১৯৯০-এর দশকে স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তির পর থেকে তিন দেশের অর্থনীতি ঘনিষ্ঠভাবে সংযুক্ত হয়েছে।

তবে চীনের ক্ষেত্রে কোনো ছাড় আসেনি। দেশটির ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত বহাল রয়েছে এবং মঙ্গলবার রাত থেকে তা কার্যকর হওয়ার কথা।

হোয়াইট হাউসের এক মুখপাত্র জানিয়েছেন, ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে এই সপ্তাহের শেষের দিকে কথা বলবেন।

ট্রাম্প সতর্ক করে বলেছেন, চীন যদি আমাদের দেশে ফেন্টানিল পাঠানো বন্ধ না করে, তাহলে তাদের ওপর শুল্ক আরও অনেক বেশি হবে। সূত্র রয়টার্স

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

এবার পুতিন-জেলেনস্কিকে মুখোমুখি নিয়ে বসবেন ট্রাম্প

এ বৈঠকের দিন-তারিখ নিয়ে অবশ্য কোনো তরহ্য মেলেনি। নির্ধারণ হয়নি বৈঠকের স্থানও। তবে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মের্ৎস আভাস দিয়েছেন, সপ্তাহ দুয়েকের মধ্যেই ত্রিপাক্ষিক বৈঠকটি হতে পারে।

৩ ঘণ্টা আগে

বৈঠকে ট্রাম্প-জেলেনস্কি, যেসব শর্ত আলোচনায়

বৈঠকের আগে মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় ওভাল অফিসে সাংবাদিকদের ট্রাম্প বলেছেন, যুদ্ধ বন্ধে অনেক অগ্রগতি হচ্ছে। এ সময় জেলেনস্কি বলেন, কূটনৈতিকভাবে যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্টের পরিকল্পনায় ইউক্রেনের সমর্থন আছে।

১১ ঘণ্টা আগে

ব্যাটল অব হ্যাস্টিংসের ইতিহাস

ইংল্যান্ডের সিংহাসন তখন ছিল এক জটিল রাজনৈতিক টানাপোড়েনের কেন্দ্র। ইংরেজ রাজা এডওয়ার্ড দ্য কনফেসর ১০৬৬ সালের জানুয়ারিতে উত্তরাধিকারী ছাড়াই মারা যান। তাঁর মৃত্যুর পর সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়াল—কে ইংল্যান্ডের নতুন রাজা হবেন? রাজ্যের প্রধান অভিজাতেরা হ্যারল্ড গডউইনসনকে রাজা ঘোষণা করলেন।

১৭ ঘণ্টা আগে

মায়ানমারে নির্বাচনের তারিখ ঘোষণা করল জান্তা

যুদ্ধবিধ্বস্ত দেশটিতে প্রায় পাঁচ বছরের মধ্যে প্রথম নির্বাচনের জন্য একটি রোডম্যাপ তৈরি করা হয়েছে।তবে সমালোচকরা ইতোমধ্যেই এই নির্বাচনকে ধোঁকাবাজি বলে উল্লেখ করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

১৮ ঘণ্টা আগে