ট্রাম্প নোবেল না পাওয়ায় হোয়াইট হাউসের ক্ষোভ

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

শান্তিতে নোবেল পাননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বছর পুরস্কার জিতেছেন ভেনেজুয়েলার মারিয়া কোরিনা মাচাদো, যিনি গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় সংগ্রাম করছেন। হোয়াইট হাউসের মুখপাত্র স্টিভেন চুয়াং ট্রাম্পকে নোবেল না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করে বলেছেন, নোবেল কমিটি শান্তির চেয়ে রাজনীতিকে অগ্রাধিকার দিয়েছে।

শান্তিতে নোবেল পুরস্কার দাবি ও প্রচার চালিয়ে বিশ্ববাসীর মনোযোগ আকর্ষণ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি এ নিয়ে গণমাধ্যমে কথা বলতে রীতিমতো বাধ্য হয়েছিলেন নরওয়েজিয়ান নোবেল কমিটির সদস্যরাও।

ডোনাল্ড ট্রাম্প নোবেল পাননি তা এখন অনেকেরই জানা। জেনেছেন হোয়াইট হাউসের কর্মকর্তারাও। শুক্রবার প্রতিক্রিয়াও দেখিয়েছেন হোয়াইট হাউসের মুখপাত্র স্টিভেন চুয়াং।

বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে স্ট্রেইটস টাইমস জানিয়েছে, পোস্টে স্টিভেন লিখেছেন, নোবেল কমিটি প্রমাণ করলো তারা শান্তির চেয়ে রাজনীতিকে অগ্রাধিকার দেয়। তবে প্রেসিডেন্ট ট্রাম্প শান্তিচুক্তি করে যাবেন। যুদ্ধের অবসান ঘটাবেন এবং জীবন রক্ষা করবেন।

স্টিভেন চুয়াং আরও লিখেছেন, ‘তাঁর (ট্রাম্প) হৃদয় মানবতার প্রতি নিবেদিত এবং ইচ্ছাশক্তির জোরে পর্বত সরানোর মতো মানুষ আর কেউ কখনো আসবে না।’

শান্তিতে এ বছর নোবেল পেয়েছেন মারিয়া কোরিনা মাচাদো। ভেনেজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় তাঁর নিরলস প্রচেষ্টার জন্য এই পুরস্কার দেওয়ার কথা জানিয়েছে নরওয়েজিয়ান নোবেল কমিটি।

বাংলাদেশ সময় আজ শুক্রবার নরওয়ের অসলোতে এই পুরস্কার ঘোষণা করা হয়। নরওয়েজিয়ান নোবেল কমিটি জানিয়েছে, স্বৈরাচার থেকে গণতন্ত্রে ন্যায়সঙ্গত ও শান্তিপূর্ণ রূপান্তরের সংগ্রাম করছেন মারিয়া। এ জন্য তাঁকে পুরস্কৃত করা হয়েছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ইন্দোনেশিয়ায় বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৯১৬

ক্ষতিগ্রস্ত তামিয়াং জেলার বাসিন্দারা খাবার ও পানির তীব্র সংকটে ভুগছেন, বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় ভোগান্তি চরমে। প্রাদেশিক ও কেন্দ্রীয় সরকারের বরাত দিয়ে শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

১ দিন আগে

আলাস্কায় ৭ মাত্রার ভূমিকম্প, কাঁপল কানাডার সীমান্ত অঞ্চলও

ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটি আলাস্কার জুনো থেকে প্রায় ২৩০ মাইল (৩৭০ কিলোমিটার) উত্তর-পশ্চিমে এবং ইউকনের হোয়াইটহর্স থেকে ১৫৫ মাইল (২৫০) পশ্চিমে আঘাত হেনেছে।

১ দিন আগে

ভারতের নাইটক্লাবে অগ্নিকাণ্ড, নিহত ২৩

বিবিসি জানিয়েছে, ‘বার্চ বাই রোমিও লেন’ নামের সেই নাইটক্লাবটি অবস্থান গোয়ার উত্তরাঞ্চলীয় জেলা আরপোরা’র বাগা বিচে অবস্থিত। বাগা বিচ গোয়ার সবচেয়ে জনপ্রিয় সমুদ্র তীরগুলোর মধ্যে অন্যতম।

১ দিন আগে

দক্ষিণ আফ্রিকায় হোস্টেলে বন্দুকধারীদের গুলিতে নিহত ১১

দক্ষিণ আফ্রিকার রাজধানী প্রিটোরিয়ার পশ্চিমে সলসভিলের একটি হোস্টেলে বন্দুকধারীদের গুলিতে অন্তত ১১ জন নিহত হয়েছেন। শনিবার স্থানীয় সময় ভোরে তিনজন বন্দুকধারী সেখানে ঢুকে এলোপাতাড়ি গুলি চালালে শিশু-কিশোরসহ ২৫ জন গুলিবিদ্ধ হন। আহতদের মধ্যে ১৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

২ দিন আগে