
ডেস্ক, রাজনীতি ডটকম

শান্তিতে নোবেল পাননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বছর পুরস্কার জিতেছেন ভেনেজুয়েলার মারিয়া কোরিনা মাচাদো, যিনি গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় সংগ্রাম করছেন। হোয়াইট হাউসের মুখপাত্র স্টিভেন চুয়াং ট্রাম্পকে নোবেল না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করে বলেছেন, নোবেল কমিটি শান্তির চেয়ে রাজনীতিকে অগ্রাধিকার দিয়েছে।
শান্তিতে নোবেল পুরস্কার দাবি ও প্রচার চালিয়ে বিশ্ববাসীর মনোযোগ আকর্ষণ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি এ নিয়ে গণমাধ্যমে কথা বলতে রীতিমতো বাধ্য হয়েছিলেন নরওয়েজিয়ান নোবেল কমিটির সদস্যরাও।
ডোনাল্ড ট্রাম্প নোবেল পাননি তা এখন অনেকেরই জানা। জেনেছেন হোয়াইট হাউসের কর্মকর্তারাও। শুক্রবার প্রতিক্রিয়াও দেখিয়েছেন হোয়াইট হাউসের মুখপাত্র স্টিভেন চুয়াং।
বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে স্ট্রেইটস টাইমস জানিয়েছে, পোস্টে স্টিভেন লিখেছেন, নোবেল কমিটি প্রমাণ করলো তারা শান্তির চেয়ে রাজনীতিকে অগ্রাধিকার দেয়। তবে প্রেসিডেন্ট ট্রাম্প শান্তিচুক্তি করে যাবেন। যুদ্ধের অবসান ঘটাবেন এবং জীবন রক্ষা করবেন।
স্টিভেন চুয়াং আরও লিখেছেন, ‘তাঁর (ট্রাম্প) হৃদয় মানবতার প্রতি নিবেদিত এবং ইচ্ছাশক্তির জোরে পর্বত সরানোর মতো মানুষ আর কেউ কখনো আসবে না।’
শান্তিতে এ বছর নোবেল পেয়েছেন মারিয়া কোরিনা মাচাদো। ভেনেজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় তাঁর নিরলস প্রচেষ্টার জন্য এই পুরস্কার দেওয়ার কথা জানিয়েছে নরওয়েজিয়ান নোবেল কমিটি।
বাংলাদেশ সময় আজ শুক্রবার নরওয়ের অসলোতে এই পুরস্কার ঘোষণা করা হয়। নরওয়েজিয়ান নোবেল কমিটি জানিয়েছে, স্বৈরাচার থেকে গণতন্ত্রে ন্যায়সঙ্গত ও শান্তিপূর্ণ রূপান্তরের সংগ্রাম করছেন মারিয়া। এ জন্য তাঁকে পুরস্কৃত করা হয়েছে।

শান্তিতে নোবেল পাননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বছর পুরস্কার জিতেছেন ভেনেজুয়েলার মারিয়া কোরিনা মাচাদো, যিনি গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় সংগ্রাম করছেন। হোয়াইট হাউসের মুখপাত্র স্টিভেন চুয়াং ট্রাম্পকে নোবেল না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করে বলেছেন, নোবেল কমিটি শান্তির চেয়ে রাজনীতিকে অগ্রাধিকার দিয়েছে।
শান্তিতে নোবেল পুরস্কার দাবি ও প্রচার চালিয়ে বিশ্ববাসীর মনোযোগ আকর্ষণ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি এ নিয়ে গণমাধ্যমে কথা বলতে রীতিমতো বাধ্য হয়েছিলেন নরওয়েজিয়ান নোবেল কমিটির সদস্যরাও।
ডোনাল্ড ট্রাম্প নোবেল পাননি তা এখন অনেকেরই জানা। জেনেছেন হোয়াইট হাউসের কর্মকর্তারাও। শুক্রবার প্রতিক্রিয়াও দেখিয়েছেন হোয়াইট হাউসের মুখপাত্র স্টিভেন চুয়াং।
বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে স্ট্রেইটস টাইমস জানিয়েছে, পোস্টে স্টিভেন লিখেছেন, নোবেল কমিটি প্রমাণ করলো তারা শান্তির চেয়ে রাজনীতিকে অগ্রাধিকার দেয়। তবে প্রেসিডেন্ট ট্রাম্প শান্তিচুক্তি করে যাবেন। যুদ্ধের অবসান ঘটাবেন এবং জীবন রক্ষা করবেন।
স্টিভেন চুয়াং আরও লিখেছেন, ‘তাঁর (ট্রাম্প) হৃদয় মানবতার প্রতি নিবেদিত এবং ইচ্ছাশক্তির জোরে পর্বত সরানোর মতো মানুষ আর কেউ কখনো আসবে না।’
শান্তিতে এ বছর নোবেল পেয়েছেন মারিয়া কোরিনা মাচাদো। ভেনেজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় তাঁর নিরলস প্রচেষ্টার জন্য এই পুরস্কার দেওয়ার কথা জানিয়েছে নরওয়েজিয়ান নোবেল কমিটি।
বাংলাদেশ সময় আজ শুক্রবার নরওয়ের অসলোতে এই পুরস্কার ঘোষণা করা হয়। নরওয়েজিয়ান নোবেল কমিটি জানিয়েছে, স্বৈরাচার থেকে গণতন্ত্রে ন্যায়সঙ্গত ও শান্তিপূর্ণ রূপান্তরের সংগ্রাম করছেন মারিয়া। এ জন্য তাঁকে পুরস্কৃত করা হয়েছে।

নির্বাচনের কয়েকদিন আগেই বিজেপিতে যোগ দেন মৈথিলী। তখন তিনি বলেছিলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের উন্নয়নমূলক কাজে আমি অনুপ্রাণিত। আমি সমাজের সেবা করতে চাই। বিহারের উন্নয়নে ভূমিকা রাখতে চাই।’
১ দিন আগে
পারমাণবিক অস্ত্রধারী এই দেশটির রাজনীতিতে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে সেনাবাহিনী। কখনও কখনও তারা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেছে, আবার অনেক সময় পর্দার আড়ালে থেকে কলকাঠি নেড়েছে।
১ দিন আগে
বিবিসি জানিয়েছে ২০২১ সালের ৬ই জানুয়ারির বক্তৃতার সম্পাদনা "ভুলবশত এমন ধারণা দিয়েছে যে প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি সহিসংতাকে উসকে দিয়েছেন"। বিবিসি এজন্য দুঃখ প্রকাশ করেছে। কিন্তু বলেছে তারা এজন্য কোনো আর্থিক ক্ষতিপূরণ দেবে না।
১ দিন আগে
আল জাজিরা জানিয়েছে, ইথিওপিয়া প্রথমবারের মতো মারবুর্গ ভাইরাস রোগের প্রাদুর্ভাব নিশ্চিত করেছে। দেশের দক্ষিণাঞ্চলে এই ভাইরাসের মোট ৯ জন রোগী শনাক্ত হয়েছেন বলে জানানো হয়েছে।
১ দিন আগে