
ডেস্ক, রাজনীতি ডটকম

সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, আগামী বছর রমজান মাস শুরু হতে পারে ১৯ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার। প্রাথমিক হিসাব অনুযায়ী এখন রমজান শুরু হতে বাকি রয়েছে প্রায় ১৩৯ দিন।
আমিরাত জ্যোতির্বিজ্ঞান সমিতির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান বলেন, রমজান মাসের নতুন চাঁদ জন্ম নেবে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ইউএই সময় বিকেল ৪টা ১ মিনিটে। তবে সেদিন সূর্যাস্তের মাত্র এক মিনিট পরই চাঁদ অস্ত যাবে, ফলে চাঁদ দেখা সম্ভব হবে না। এ কারণে রোজা শুরু হওয়ার সম্ভাব্য দিন বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি)। তবে এটি চাঁদ দেখা কমিটির আনুষ্ঠানিক ঘোষণার ওপর নির্ভর করবে।
আল জারওয়ান আরও জানান, রমজানের শুরুতে আবুধাবিতে রোজার দৈর্ঘ্য হবে প্রায় ১২ ঘণ্টা ৪৬ মিনিট, যা মাস শেষে বেড়ে দাঁড়াবে প্রায় ১৩ ঘণ্টা ২৫ মিনিটে। একই সঙ্গে দিনের আলোর সময়ও বাড়বে শুরুতে ১১ ঘণ্টা ৩২ মিনিট থেকে মাস শেষে হবে প্রায় ১২ ঘণ্টা ১২ মিনিট।
তাপমাত্রা সম্পর্কেও তিনি বলেন, রমজানের শুরুতে আবুধাবিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ২৮ ডিগ্রি সেলসিয়াস। মাসের শেষ দিকে তা বেড়ে দাঁড়াবে ১৯ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসে। শুরুতে উত্তর দিকের শীতল বাতাস প্রবাহিত হলেও রমজানের শেষভাগে বসন্তকালীন আবহাওয়া ও পশ্চিমা বাতাস প্রবল হবে বলে জানান তিনি।
এছাড়া আল জারওয়ান সতর্ক করে বলেন, পুরো রমজান মাসে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মৌসুমি গড় হিসেবে এ সময়ে বৃষ্টির পরিমাণ ১৫ মিলিমিটারেরও বেশি হতে পারে।
সূত্র: গালফ নিউজ

সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, আগামী বছর রমজান মাস শুরু হতে পারে ১৯ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার। প্রাথমিক হিসাব অনুযায়ী এখন রমজান শুরু হতে বাকি রয়েছে প্রায় ১৩৯ দিন।
আমিরাত জ্যোতির্বিজ্ঞান সমিতির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান বলেন, রমজান মাসের নতুন চাঁদ জন্ম নেবে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ইউএই সময় বিকেল ৪টা ১ মিনিটে। তবে সেদিন সূর্যাস্তের মাত্র এক মিনিট পরই চাঁদ অস্ত যাবে, ফলে চাঁদ দেখা সম্ভব হবে না। এ কারণে রোজা শুরু হওয়ার সম্ভাব্য দিন বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি)। তবে এটি চাঁদ দেখা কমিটির আনুষ্ঠানিক ঘোষণার ওপর নির্ভর করবে।
আল জারওয়ান আরও জানান, রমজানের শুরুতে আবুধাবিতে রোজার দৈর্ঘ্য হবে প্রায় ১২ ঘণ্টা ৪৬ মিনিট, যা মাস শেষে বেড়ে দাঁড়াবে প্রায় ১৩ ঘণ্টা ২৫ মিনিটে। একই সঙ্গে দিনের আলোর সময়ও বাড়বে শুরুতে ১১ ঘণ্টা ৩২ মিনিট থেকে মাস শেষে হবে প্রায় ১২ ঘণ্টা ১২ মিনিট।
তাপমাত্রা সম্পর্কেও তিনি বলেন, রমজানের শুরুতে আবুধাবিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ২৮ ডিগ্রি সেলসিয়াস। মাসের শেষ দিকে তা বেড়ে দাঁড়াবে ১৯ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসে। শুরুতে উত্তর দিকের শীতল বাতাস প্রবাহিত হলেও রমজানের শেষভাগে বসন্তকালীন আবহাওয়া ও পশ্চিমা বাতাস প্রবল হবে বলে জানান তিনি।
এছাড়া আল জারওয়ান সতর্ক করে বলেন, পুরো রমজান মাসে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মৌসুমি গড় হিসেবে এ সময়ে বৃষ্টির পরিমাণ ১৫ মিলিমিটারেরও বেশি হতে পারে।
সূত্র: গালফ নিউজ

ক্ষতিগ্রস্ত তামিয়াং জেলার বাসিন্দারা খাবার ও পানির তীব্র সংকটে ভুগছেন, বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় ভোগান্তি চরমে। প্রাদেশিক ও কেন্দ্রীয় সরকারের বরাত দিয়ে শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
২০ ঘণ্টা আগে
ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটি আলাস্কার জুনো থেকে প্রায় ২৩০ মাইল (৩৭০ কিলোমিটার) উত্তর-পশ্চিমে এবং ইউকনের হোয়াইটহর্স থেকে ১৫৫ মাইল (২৫০) পশ্চিমে আঘাত হেনেছে।
২১ ঘণ্টা আগে
বিবিসি জানিয়েছে, ‘বার্চ বাই রোমিও লেন’ নামের সেই নাইটক্লাবটি অবস্থান গোয়ার উত্তরাঞ্চলীয় জেলা আরপোরা’র বাগা বিচে অবস্থিত। বাগা বিচ গোয়ার সবচেয়ে জনপ্রিয় সমুদ্র তীরগুলোর মধ্যে অন্যতম।
২১ ঘণ্টা আগে
দক্ষিণ আফ্রিকার রাজধানী প্রিটোরিয়ার পশ্চিমে সলসভিলের একটি হোস্টেলে বন্দুকধারীদের গুলিতে অন্তত ১১ জন নিহত হয়েছেন। শনিবার স্থানীয় সময় ভোরে তিনজন বন্দুকধারী সেখানে ঢুকে এলোপাতাড়ি গুলি চালালে শিশু-কিশোরসহ ২৫ জন গুলিবিদ্ধ হন। আহতদের মধ্যে ১৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
১ দিন আগে