ডেস্ক, রাজনীতি ডটকম
ভারতশাসিত জম্মু কাশ্মিরের পহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনায় পাকিস্তানের সংশ্লিষ্টতার সন্দেহ করছে ভারত। দেশটির শীর্ষস্থানীয় কর্মকর্তারা বলছেন, সীমান্তের ওপার থেকে সন্ত্রাসবাদী বিভিন্ন হামলায় সমর্থন দেওয়া হয়ে থাকে। পহেলগামে হামলার পরদিনও সীমান্ত পেরিয়ে সন্ত্রাসীরা প্রবেশের চেষ্টা করেছে বলে তথ্য দিয়েছেন তারা।
এ পরিস্থিতিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে এসেছেন। নয়াদিল্লি বিমানবন্দরেই পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রির সঙ্গে বৈঠক করে পরিস্থিতি পর্যালোচনা করেন তিনি। পরে সন্ধ্যায় বসেন কেবিনেট কমিটি অন সিকিউরিটির (সিসিএস) বৈঠকে। সে বৈঠকে পাকিস্তানের বিরুদ্ধে পাঁচটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (২৩ এপ্রিল) নরেন্দ্র মোদির সভাপতিত্বে ভারতের নিরাপত্তা বিষয়ক সর্বোচ্চ কমিটির ওই বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকের পর জরুরি সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বৈঠকের আলোচনা ও সিদ্ধান্তের কথা জানান।
বিক্রম মিশ্রি বলেন, বৈঠকে সন্ত্রাসী হামলায় সীমান্তের ওপারের যোগসাজশ তুলে ধরা হয়। কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু-কাশ্মীরে সাফল্যের সঙ্গে নির্বাচন হওয়ার পরই এই আক্রমণ হলো। এমন এক সময়ে এই হামলা হলো যখন সেখানে ধারাবাহিকভাবে উন্নয়ন ও প্রবৃদ্ধি হচ্ছে।
কাশ্মির হামলা পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত
বুধবার রাতে সংবাদ সম্মেলনে বৈঠক থেকে পাকিস্তানের বিরুদ্ধে নেওয়া পাঁচ সিদ্ধান্তের কথা তুলে ধরেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। তিনি বলেন, সন্ত্রাসী হামলার গুরুত্ব অনুধাবন করে এ সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে—
এই পাঁচটি সিদ্ধান্তের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য সিন্ধু জলচুক্তিটি খুবই তাৎপর্যপূর্ণ। কারণ এর আগে কখনো যুদ্ধের সময়ও এই চুক্তি রদ করা হয়নি। এবার চুক্তিটি স্থগিত করায় সিন্ধুসহ পাঞ্জাবের নদীগুলোর পানি পাকিস্তানে যাওয়া নিয়ে যে চুক্তি হয়েছি্ল, তা কার্যকর হবে না। এই নদীর পানি না পেলে পাকিস্তান বিপাকে পড়বে। সিন্ধু ছাড়াও বিতস্তা, চন্দ্রভাগা, ঝিলম, শতদ্রু, ইরাবতী নদীর পানি পাকিস্তানে যায়।
সাবেক পররাষ্ট্রসচিব বিবেক কাটজু ভারতীয় গণমাধ্যমকে বলেন, আমরা যা প্রমাণ করবার চেষ্টা করছি, তা হলো— এই আক্রমণ ভারত বরদাশত করতে পারে না। পাকিস্তানের বিরুদ্ধে ভারত আর কী ব্যবস্থা নেয়, তা দেখতে হবে। অতীতেও ভারত তা নিয়েছে। দেশের মানুষের মনোভাব পুরোপুরি পাকিস্তানের বিরুদ্ধে চলে গেছে। পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা এবার ভাবতে পারে ভারত।
পহেলগামে পর্যটকদের ওপর হামলার পরই ভারত অভিযোগ করে, এর পেছনে পাকিস্তানের হাত রয়েছে। বুধবারও পাকিস্তান থেকে ‘সন্ত্রাসবাদী’রা ভারতে ঢুকতে চেয়েছিল এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষে দুই ‘জঙ্গি’ নিহত হয়েছে বলে ভারত জানিয়েছে।
বিবিসির খবরে বলা হয়েছে, এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। তবে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলোর উদ্ধৃতি দিয়ে বেশ কয়েকটি সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (টিআরএফ) নামক একটি সশস্ত্র সংগঠন এর পেছনে থাকতে পারে।
টিআরএফ পাকিস্তানভিত্তিক সশস্ত্র সংগঠন লস্কর-ই-তৈয়বার ছায়া সংগঠন হিসেবে পরিচিত।
কাশ্মির হামলার জের ধরে বুধবার ভারতের অনেক স্থানে পাকিস্তানের পতাকা পোড়ানো হয়। ছবি: সংগৃহীত
পহেলগামের ঘটনায় বিশ্বের বিভিন্ন দেশের নেতারা নিন্দা জানানোর পর প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তানও। দেশটির পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘ভারতের অবৈধভাবে অধিকৃত জম্মু ও কাশ্মিরের অনন্তনাগ জেলায় হামলায় পর্যটকদের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।’
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ দেশটির গণমাধ্যমকে বলেন, এই হামলার সঙ্গে পাকিস্তানের কোনো সম্পর্ক নেই। এগুলো সবই তাদের দেশীয় বিদ্রোহ। তাদের বিভিন্ন রাজ্যে সরকারের বিরুদ্ধে বিদ্রোহ চলছে। এক-দুটো নয়, নাগাল্যান্ড থেকে কাশ্মীর, দক্ষিণ ছত্তিশগড় ও মণিপুরসহ কয়েক ডজন রাজ্যে বিদ্রোহ চলছে।
পাকিস্তান সন্ত্রাসবাদকে সমর্থন করে না জানিয়ে খাজা আসিফ বলেন, পাকিস্তান ‘সন্ত্রাসে’র পক্ষে নেই। পাকিস্তান সবসময় যেকোনো ধরনের সন্ত্রান্সের বিরুদ্ধে।
কাশ্মিরের পহেলগামে হামলার পরপরই ঘটনাস্থলে ছুটে যায় সেনাবাহিনী। ছবি: সংগৃহীত
ভারতে নিযুক্ত পাকিস্তানের সাবেক হাইকমিশনার আব্দুল বাসিত সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, আমি আত্মবিশ্বাসী যে ভারতের যেকোনো ধরনের দুঃসাহসিক কাজ ব্যর্থ করতে পাকিস্তান সবভাবে প্রস্তুত। আমার কোনো সন্দেহ নেই যে এবার পাকিস্তানের তরফে যথাযোগ্য জবাব দেওয়া হবে।
মঙ্গলবার কাশ্মীরের জনপ্রিয় পর্যটন স্পট পহেলগামে পর্যটকদের একটি গ্রুপের ওপর বন্দুকধারীরা গুলি চালায়। এতে এখন পর্যন্ত ২৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। আহত হয়ে হাসপাতালে আছেন অনেকে।
পহেলগাম এলাকাটি ‘ভারতের সুইজারল্যান্ড’ হিসেবে পরিচিত। হামলার ঘটনা ঘটেছে বাইসরনে। এটি পহেলগাম থেকে পাঁচ কিলোমিটার দূরে পর্বতের মাঝে একটি জায়গা।
জম্ম ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ বলেছেন, বেসামরিক নাগরিকদের ওপর হামলার যেসব ঘটনা সাম্প্রতিক ঘটেছে তার মধ্যেই এটিই সবচেয়ে বড় হামলা।
[তথ্যসূত্র: বিবিসি বাংলা, ডয়েচে ভেলে বাংলা, এএনআই, দ্য হিন্দু]
ভারতশাসিত জম্মু কাশ্মিরের পহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনায় পাকিস্তানের সংশ্লিষ্টতার সন্দেহ করছে ভারত। দেশটির শীর্ষস্থানীয় কর্মকর্তারা বলছেন, সীমান্তের ওপার থেকে সন্ত্রাসবাদী বিভিন্ন হামলায় সমর্থন দেওয়া হয়ে থাকে। পহেলগামে হামলার পরদিনও সীমান্ত পেরিয়ে সন্ত্রাসীরা প্রবেশের চেষ্টা করেছে বলে তথ্য দিয়েছেন তারা।
এ পরিস্থিতিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে এসেছেন। নয়াদিল্লি বিমানবন্দরেই পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রির সঙ্গে বৈঠক করে পরিস্থিতি পর্যালোচনা করেন তিনি। পরে সন্ধ্যায় বসেন কেবিনেট কমিটি অন সিকিউরিটির (সিসিএস) বৈঠকে। সে বৈঠকে পাকিস্তানের বিরুদ্ধে পাঁচটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (২৩ এপ্রিল) নরেন্দ্র মোদির সভাপতিত্বে ভারতের নিরাপত্তা বিষয়ক সর্বোচ্চ কমিটির ওই বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকের পর জরুরি সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বৈঠকের আলোচনা ও সিদ্ধান্তের কথা জানান।
বিক্রম মিশ্রি বলেন, বৈঠকে সন্ত্রাসী হামলায় সীমান্তের ওপারের যোগসাজশ তুলে ধরা হয়। কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু-কাশ্মীরে সাফল্যের সঙ্গে নির্বাচন হওয়ার পরই এই আক্রমণ হলো। এমন এক সময়ে এই হামলা হলো যখন সেখানে ধারাবাহিকভাবে উন্নয়ন ও প্রবৃদ্ধি হচ্ছে।
কাশ্মির হামলা পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত
বুধবার রাতে সংবাদ সম্মেলনে বৈঠক থেকে পাকিস্তানের বিরুদ্ধে নেওয়া পাঁচ সিদ্ধান্তের কথা তুলে ধরেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। তিনি বলেন, সন্ত্রাসী হামলার গুরুত্ব অনুধাবন করে এ সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে—
এই পাঁচটি সিদ্ধান্তের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য সিন্ধু জলচুক্তিটি খুবই তাৎপর্যপূর্ণ। কারণ এর আগে কখনো যুদ্ধের সময়ও এই চুক্তি রদ করা হয়নি। এবার চুক্তিটি স্থগিত করায় সিন্ধুসহ পাঞ্জাবের নদীগুলোর পানি পাকিস্তানে যাওয়া নিয়ে যে চুক্তি হয়েছি্ল, তা কার্যকর হবে না। এই নদীর পানি না পেলে পাকিস্তান বিপাকে পড়বে। সিন্ধু ছাড়াও বিতস্তা, চন্দ্রভাগা, ঝিলম, শতদ্রু, ইরাবতী নদীর পানি পাকিস্তানে যায়।
সাবেক পররাষ্ট্রসচিব বিবেক কাটজু ভারতীয় গণমাধ্যমকে বলেন, আমরা যা প্রমাণ করবার চেষ্টা করছি, তা হলো— এই আক্রমণ ভারত বরদাশত করতে পারে না। পাকিস্তানের বিরুদ্ধে ভারত আর কী ব্যবস্থা নেয়, তা দেখতে হবে। অতীতেও ভারত তা নিয়েছে। দেশের মানুষের মনোভাব পুরোপুরি পাকিস্তানের বিরুদ্ধে চলে গেছে। পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা এবার ভাবতে পারে ভারত।
পহেলগামে পর্যটকদের ওপর হামলার পরই ভারত অভিযোগ করে, এর পেছনে পাকিস্তানের হাত রয়েছে। বুধবারও পাকিস্তান থেকে ‘সন্ত্রাসবাদী’রা ভারতে ঢুকতে চেয়েছিল এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষে দুই ‘জঙ্গি’ নিহত হয়েছে বলে ভারত জানিয়েছে।
বিবিসির খবরে বলা হয়েছে, এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। তবে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলোর উদ্ধৃতি দিয়ে বেশ কয়েকটি সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (টিআরএফ) নামক একটি সশস্ত্র সংগঠন এর পেছনে থাকতে পারে।
টিআরএফ পাকিস্তানভিত্তিক সশস্ত্র সংগঠন লস্কর-ই-তৈয়বার ছায়া সংগঠন হিসেবে পরিচিত।
কাশ্মির হামলার জের ধরে বুধবার ভারতের অনেক স্থানে পাকিস্তানের পতাকা পোড়ানো হয়। ছবি: সংগৃহীত
পহেলগামের ঘটনায় বিশ্বের বিভিন্ন দেশের নেতারা নিন্দা জানানোর পর প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তানও। দেশটির পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘ভারতের অবৈধভাবে অধিকৃত জম্মু ও কাশ্মিরের অনন্তনাগ জেলায় হামলায় পর্যটকদের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।’
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ দেশটির গণমাধ্যমকে বলেন, এই হামলার সঙ্গে পাকিস্তানের কোনো সম্পর্ক নেই। এগুলো সবই তাদের দেশীয় বিদ্রোহ। তাদের বিভিন্ন রাজ্যে সরকারের বিরুদ্ধে বিদ্রোহ চলছে। এক-দুটো নয়, নাগাল্যান্ড থেকে কাশ্মীর, দক্ষিণ ছত্তিশগড় ও মণিপুরসহ কয়েক ডজন রাজ্যে বিদ্রোহ চলছে।
পাকিস্তান সন্ত্রাসবাদকে সমর্থন করে না জানিয়ে খাজা আসিফ বলেন, পাকিস্তান ‘সন্ত্রাসে’র পক্ষে নেই। পাকিস্তান সবসময় যেকোনো ধরনের সন্ত্রান্সের বিরুদ্ধে।
কাশ্মিরের পহেলগামে হামলার পরপরই ঘটনাস্থলে ছুটে যায় সেনাবাহিনী। ছবি: সংগৃহীত
ভারতে নিযুক্ত পাকিস্তানের সাবেক হাইকমিশনার আব্দুল বাসিত সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, আমি আত্মবিশ্বাসী যে ভারতের যেকোনো ধরনের দুঃসাহসিক কাজ ব্যর্থ করতে পাকিস্তান সবভাবে প্রস্তুত। আমার কোনো সন্দেহ নেই যে এবার পাকিস্তানের তরফে যথাযোগ্য জবাব দেওয়া হবে।
মঙ্গলবার কাশ্মীরের জনপ্রিয় পর্যটন স্পট পহেলগামে পর্যটকদের একটি গ্রুপের ওপর বন্দুকধারীরা গুলি চালায়। এতে এখন পর্যন্ত ২৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। আহত হয়ে হাসপাতালে আছেন অনেকে।
পহেলগাম এলাকাটি ‘ভারতের সুইজারল্যান্ড’ হিসেবে পরিচিত। হামলার ঘটনা ঘটেছে বাইসরনে। এটি পহেলগাম থেকে পাঁচ কিলোমিটার দূরে পর্বতের মাঝে একটি জায়গা।
জম্ম ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ বলেছেন, বেসামরিক নাগরিকদের ওপর হামলার যেসব ঘটনা সাম্প্রতিক ঘটেছে তার মধ্যেই এটিই সবচেয়ে বড় হামলা।
[তথ্যসূত্র: বিবিসি বাংলা, ডয়েচে ভেলে বাংলা, এএনআই, দ্য হিন্দু]
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি সংসদকে বলেন, আমরা ২০৩০ দ্বিপাক্ষিক সম্পর্ক রোডম্যাপের আওতায় সহযোগিতার বিষয়টি পর্যালোচনা করব। নেতানিয়াহু সরকারের কর্মকাণ্ডই এ সিদ্ধান্তকে দরকারি করে তুলেছে।
১৫ ঘণ্টা আগেবিবৃতিতে আরও বলা হয়, অসাধারণ সামরিক নেতৃত্ব, সাহস ও বীরত্ব, পাকিস্তানের সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত সংহতি রক্ষা এবং শত্রুর বিরুদ্ধে সাহসী প্রতিরক্ষার স্বীকৃতি হিসেবে মন্ত্রিসভা জেনারেল সৈয়দ আসিম মুনিরকে ফিল্ড মার্শাল র্যাংক দেওয়ার প্রস্তাব অনুমোদন করা হলো।
১৫ ঘণ্টা আগেফিলিস্তিনের গাজায় দ্রুতই পর্যাপ্ত ত্রাণ না পৌঁছলে আগামী ৪৮ ঘণ্টায় ১৪ হাজার শিশুর মৃত্যু হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতিসংঘের মানবিক সহায়তা কার্যক্রম বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল টম ফ্লেচার।
১ দিন আগেকাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনেকে কেন্দ্র করে ভারত-পাকিস্তানের মধ্যে চার দিনব্যাপী সামরিক সংঘর্ষ যুদ্ধবিরতির মাধ্যমে শেষ হলেও দুই দেশই নিজেদের বিজয়ী বলে দাবি করছে। তবে এ সংঘাতে সবচেয়ে বেশি লাভবান হয়েছে চীন। এতে অপ্রত্যাশিত বিজয়ী হিসেবে আবির্ভূত হয়েছে চীনের প্রতিরক্ষা শিল্প। ভারত-পাকিস্তা
১ দিন আগে