উত্তেজনার মধ্যে সফল ক্ষেপণাস্ত্রের পরীক্ষা পাকিস্তানের

ডেস্ক, রাজনীতি ডটকম
প্রকাশ: ০৩ মে ২০২৫, ১৭: ১৬

কাশ্মীরের পেহেলেগামে হামলার ঘটনায় ভারত-পাকিস্তান উত্তেজনা তুঙ্গে। আক্রান্ত হলে ভারতে পাল্টা পারমাণবিক হামলার হুমকি দিয়েছে পাকিস্তান। কূটনৈতিক সম্পর্কে তৈরি হয়েছে টানাপোড়েন। এর মধ্যেই পাকিস্তান এবার মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। খবর দ্য ডনের

শনিবার (৩ মে) পাকিস্তান সেনাবাহিনীর ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। ক্ষেপণাস্ত্রটির সফল উৎক্ষেপণের একটি ভিডিও-ও প্রকাশ করেছে আইএসপিআর।

পেহেলগামের ঘটনার আবহে যখন ভারত-পাকিস্তানের মধ্যে সম্পর্কের টানাপড়েন চলছে, তখন ইসলামাবাদের এই দাবি বেশ আলোচনার জন্ম দিয়েছে। পাকিস্তানের একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ৪৫০ কিলোমিটারের মধ্যে ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য এই ক্ষেপণাস্ত্রটির নাম ‘আবদালি’। পাকিস্তান সেনাবাহিনীর ‘সিন্ধু’ নামক মহড়ায় ক্ষেপণাস্ত্রটির সফল উৎক্ষেপণ করা হয়।

আইএসপিআরের বিবৃতিতে বলা হয়েছে, ‘সেনাবাহিনীর প্রস্তুতি নিশ্চিত করার লক্ষ্যে ও প্রযুক্তিগত মাপকাঠিকে বৈধতা দিয়ে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়।’ প্রযুক্তিগত উন্নতি এবং পরিকাঠামোগত প্রস্তুতি খতিয়ে দেখার পর নিরাপত্তা রক্ষায় পাকিস্তান যে প্রস্তুত, সেই বিষয়ে ‘পূর্ণ আস্থা’ রয়েছে প্রধানমন্ত্রী ও সামরিক কর্মকর্তাদের।

এই ক্ষেপণাস্ত্রটি পরমাণু অস্ত্র বহনে সক্ষম কি না, তা স্পষ্ট নয়। তবে জানা গেছে, ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণের সময় উপস্থিত ছিলেন পাকিস্তান সেনাবাহিনীর বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তারা।

পেহেলগামের হামলার ঘটনার পর জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় টানা নয়দিন ধরে সংঘর্ষ চলেছে পাকিস্তান ও ভারতের। এই ঘটনা সীমান্তে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। আতঙ্গে দিন অতিবাহিত করছেন সীমান্তবর্তী দু’দেশের বাসিন্দারা। এমন পরিস্থিতিতে ইসলামাবাদের সফল ক্ষেপণাস্ত্র পরীক্ষার দাবি স্বভাবতই ভারতকে উদ্বিগ্ন করবে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

তেহরানের আকাশে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি ইসরায়েলের

ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে, তারা ইরানের রাজধানী তেহরানের আকাশে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন বলেন, আমরা তেহরানের আকাশ পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়েছি। ইরানের এক-তৃতীয়াংশ ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস করে দিয়েছি। খবর বিবিসির।

৭ ঘণ্টা আগে

ইরান-ইসরায়েল দ্বন্দ্ব: উভই পক্ষের সঙ্গেই সম্পর্ক রাখতে চায় ভারত

ইসরায়েলের সাম্প্রতিক হামলায় ইরানে অন্তত ২২৪ জন নিহত হয়েছেন। এদের মধ্যে দেশটির বিজ্ঞানী ও সামরিক কর্মকর্তারাও রয়েছেন। জবাবে ইরান ইসরায়েলের ওপর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে ইসরায়েলেও হতাহতের ঘটনা ঘটে।

৯ ঘণ্টা আগে

‘হাত ধরে একসঙ্গে দাঁড়ানোর’ আহ্বান জানান ইরানের প্রেসিডেন্ট

ন্যায়বিচার চাওয়াকে জনগণের অধিকার হিসেবে উল্লেখ করে পেজেশকিয়ান বলেন, ‘এই আগ্রাসনের মুখে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। ন্যায়বিচার চাওয়াটা আমাদের জাতির অধিকার। আমরা আমাদের অবস্থানে অটল থাকব।’

১০ ঘণ্টা আগে

ইসরায়েলি বাহিনী শখ করে শিশু হত্যা করছে

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করেছে, ইসরায়েলের সাম্প্রতিক হামলায় দেশটির অসংখ্য শিশু নিহত হয়েছে। হামলার লক্ষ্য ছিল তেহরানের হাকিম শিশু হাসপাতালও।

১১ ঘণ্টা আগে