শহিদুল আলমদের জাহাজের ওপর ‘ইসরায়েলি’ সামরিক বিমানের মহড়া

প্রতিবেদক, রাজনীতি ডটকম
গাজার পথে চলেছে কনশেন্স জাহাজ, যেটি থাউজান্ড ম্যাডলিনস টু গাজা (টিএমটিজি) নামে নৌ বহরের অংশ। ছবি: রয়টার্স

খ্যাতিমান আলোকচিত্রী শহিদুল আলমসহ বিভিন্ন দেশের সাংবাদিক, চিকিৎসক ও অধিকার কর্মীরা যে জাহাজে চড়ে গাজার দিকে যাচ্ছেন, তার ওপর একটি সামরিক বিমানকে চক্কর দিতে দেখা গেছে। বিমানটিকে ইসরায়েলের বলে ধারণা করছেন জাহাজে থাকা স্বেচ্ছাসেবকরা। এর মাধ্যমে তাদের ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে বলে মনে করছেন তারা।

গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সব জাহাজ ও সেগুলোতে থাকা অধিকার কর্মীদের আটকের পর ইসরায়েলি অবরোধ ভাঙতে গাজা অভিমুখে নতুন করে রওনা হয়েছে আরও ১১টি জাহাজ। থাউজান্ড ম্যাডলিনস টু গাজা (টিএমটিজি) নামে নৌ বহরটির একটি জাহাজ ‘কনশেন্স’, যে জাহাজে বাংলাদেশের পতাকা উড়িয়েছেন শহিদুল আলম।

ইসরাইলি হামলার আশঙ্কার মধ্যে গাজার উদ্দেশে দুঃসাহসিক এই যাত্রাটি লাইভ সম্প্রচার করা হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সেই সঙ্গে প্রতি মুহূর্তের আপডেট জানাচ্ছেন স্বেচ্ছাসেবকরা।

রোববার (৫ অক্টোবর) বিকেলে শহিদুল ইসলামের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে মিডল ইস্ট আইয়ের একটি ভিডিও প্রতিবেদন শেয়ার করা হয়। ভিডিওতে জাহাজের ওপর একটি সামরিক বিমান উড়তে দেখা যায়।

ভিডিওতে জাহাজের অন্যতম অধিকার কর্মী উইলিয়াম আলেকজান্ডার বলছিলেন, একটি বড় সামরিক বিমান আমাদের চারপাশে কয়েকবার চক্কর দেওয়ার পর এইমাত্র আমাদের মাথার ওপর দিয়ে উড়ে গেল। এটা নিঃসন্দেহে একটা অপ্রয়োজনীয় কর্মকাণ্ড। তারা আমাদের ওপর একটি চক্কর দিয়েই সম্ভবত সব তথ্য সংগ্রহ করতে পারত। এরপর তারা থাউজান্ড ম্যাডলিনস ফ্লিটের দিকে গেছে, সম্ভবত আরও কিছু তথ্য নেওয়ার জন্য।

আলেকজান্ডার আরও বলেন, আমি শতভাগ নিশ্চিত, এটি ইসরায়েলের বিমান। আমাদের মাথার ওপর দিয়ে আর কে এভাবে সামরিক বিমান ওড়াতে পারে, তা আমার জানা নেই। আমার ধারণা, তারা আমাদের ভয় দেখানোর চেষ্টা করছে। কিন্তু এখন পর্যন্ত সবকিছু ভালো।

এরপর ভিডিওতে সামরিক বিমানটির দিকে ইঙ্গিত করে জাহাজের আরেক স্বেচ্ছাসেবককে বলতে শোনা যায়, তারা এখানে উত্তেজনা তৈরি করতে চায়। সতর্ক থাকুন। ধীরে ধীরে এগোন। স্বাভাবিক থাকুন। তাদেরকে আমাদের সঙ্গে খেলতে দেবেন না।

এরপর উইলিয়াম জাহাজের ভেতরের ওষুধ ও মেডিকেল সরঞ্জাম দেখিয়ে বলেন, আমার পেছনে প্রচুর ওষুধ ও স্বাস্থ্যসেবা সরঞ্জাম রয়েছে। এগুলো আমরা কনশেন্সে করে গাজায় নিয়ে যাচ্ছি।

এরপর দিয়া দাউদ নামে জরুরি মেডিসিন বিশেষজ্ঞ বলেন, আমরা এই কনশেন্স ফ্লোটিলায় গাজার উদ্দেশে রওয়ানা হয়েছি সচেতনতা তৈরির জন্য। আমরা গাজা উপত্যকার চিকিৎসকদের জন্য চিকিৎসা সামগ্রী নিয়ে যাচ্ছি।

জাহাজের ক্যাপ্টেন ম্যাডেলেইন হাবিব বলেন, আমি সত্যিই আশা করছি এবার আমরা গাজায় পৌঁছাব। সত্যিকারে একটি শান্তি প্রক্রিয়ার আশা করছি, আরও আশা করছি আমাদের আটকানো হবে না।

তিনি বলেন, আমরা ফিলিস্তিনিদের জন্য একটি স্থায়ী করিডোর চাই, যেন তারা সমুদ্রসীমায় প্রবেশ করতে পারে। আমরা শুধু ত্রাণ নিয়ে আসার জন্য মানবিক করিডোরের কথা বলছি না, বলছি এমন একটি করিডোরের কথা, যেন ফিলিস্তিনিরা সমুদ্রে বাণিজ্য করতে পারে, যা তাদের মৌলিক অধিকার।

ভিডিওতে ওই জাহাজে থাকা মার্কিন প্রামাণ্যচিত্র নির্মাতা টম হায়েস বলেন, একজন আমেরিকান হিসেবে আমার এখন কী করা উচিত? সব আমেরিকানের কী করা উচিত? বৈশ্বিক সম্প্রদায়ের কী করা উচিত? আমাদের অবশ্যই প্রতিটি ফোরামে সম্ভাব্য প্রতিটি উপায়ে নিরলসভাবে কাজ করতে হবে, যেন ফিলিস্তিনিদের স্বাধীনতা ও নিজেদের ভবিষ্যৎ নির্ধারণের পথ সুগম হয়।

এর আগে শহিদুল আলম এক বার্তায় জানান, রোববার তাদের গাজায় পৌঁছানোর কথা ছিল। কিন্তু জাহাজ ধীর গতিতে চলার কারণে তাদের আরও দেরি হবে।

ফেসবুক পোস্টে শহিদুল আলম বলেন, শান্ত সমুদ্র আর দারুণ রোদ। গত রাতটা খোলা ডেকে ঘুমিয়েছি। আজ আমাদের গাজায় পৌঁছানোর কথা ছিল। কিন্তু ছোট নৌকাগুলোর কাছাকাছি থাকতে গতি কমিয়ে দেওয়ায় এখন আরও দেরি হবে।

গত মাসের শুরুর দিকে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নামে একটি নৌ বহর গাজার উদ্দেশে রওনা হয়। তবে ইসরায়েলি নৌ বাহিনী এই বহরের ৪৪টি জাহাজের পাশাপাশি সেগুলোতে থাকা ৫০০ জনেরও বেশি কর্মীকে আটক করে নিয়ে যায়। ইসরায়েল এর আগেও গাজামুখী জাহাজে হামলা চালিয়ে যাত্রীদের বহিষ্কার ও পণ্য জব্দ করেছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

জর্জিয়ায় প্রেসিডেন্ট প্রাসাদে ঢোকার চেষ্টা, পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষ

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা বাহিনী জলকামান ও পিপার স্প্রে ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করে।

১৭ ঘণ্টা আগে

গাজা নিয়ে ট্রাম্প, হামাস ও ইসরায়েলের অবস্থানে এখনো 'অস্পষ্টতা'

১৮ ঘণ্টা আগে

ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরও ৭০ ফিলিস্তিনি

১৮ ঘণ্টা আগে

ফ্লোটিলা থেকে আটক ১৩৭ জনকে তুরস্কে পাঠাল ইসরাইল

এর আগে ফিলিস্তিনের গাজাগামী ত্রাণবাহী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র সব জাহাজ আটক করেছে ইসরাইলি কমান্ডোরা। ফ্লোটিলা বহরের নৌযানগুলোতে থাকা অধিকারকর্মীদেরও আটক করেছে ইসরাইল। তাদের মধ্যে রয়েছেন সুইডিশ অধিকারকর্মী গ্রেটা থুনবার্গ। ইসরাইলের এমন পদক্ষেপকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ উল্লেখ করে নিন্দা জানিয়েছে

১ দিন আগে