শহিদুল আলমদের জাহাজের ওপর ‘ইসরায়েলি’ সামরিক বিমানের মহড়া

প্রতিবেদক, রাজনীতি ডটকম
গাজার পথে চলেছে কনশেন্স জাহাজ, যেটি থাউজান্ড ম্যাডলিনস টু গাজা (টিএমটিজি) নামে নৌ বহরের অংশ। ছবি: রয়টার্স

খ্যাতিমান আলোকচিত্রী শহিদুল আলমসহ বিভিন্ন দেশের সাংবাদিক, চিকিৎসক ও অধিকার কর্মীরা যে জাহাজে চড়ে গাজার দিকে যাচ্ছেন, তার ওপর একটি সামরিক বিমানকে চক্কর দিতে দেখা গেছে। বিমানটিকে ইসরায়েলের বলে ধারণা করছেন জাহাজে থাকা স্বেচ্ছাসেবকরা। এর মাধ্যমে তাদের ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে বলে মনে করছেন তারা।

গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সব জাহাজ ও সেগুলোতে থাকা অধিকার কর্মীদের আটকের পর ইসরায়েলি অবরোধ ভাঙতে গাজা অভিমুখে নতুন করে রওনা হয়েছে আরও ১১টি জাহাজ। থাউজান্ড ম্যাডলিনস টু গাজা (টিএমটিজি) নামে নৌ বহরটির একটি জাহাজ ‘কনশেন্স’, যে জাহাজে বাংলাদেশের পতাকা উড়িয়েছেন শহিদুল আলম।

ইসরাইলি হামলার আশঙ্কার মধ্যে গাজার উদ্দেশে দুঃসাহসিক এই যাত্রাটি লাইভ সম্প্রচার করা হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সেই সঙ্গে প্রতি মুহূর্তের আপডেট জানাচ্ছেন স্বেচ্ছাসেবকরা।

রোববার (৫ অক্টোবর) বিকেলে শহিদুল ইসলামের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে মিডল ইস্ট আইয়ের একটি ভিডিও প্রতিবেদন শেয়ার করা হয়। ভিডিওতে জাহাজের ওপর একটি সামরিক বিমান উড়তে দেখা যায়।

ভিডিওতে জাহাজের অন্যতম অধিকার কর্মী উইলিয়াম আলেকজান্ডার বলছিলেন, একটি বড় সামরিক বিমান আমাদের চারপাশে কয়েকবার চক্কর দেওয়ার পর এইমাত্র আমাদের মাথার ওপর দিয়ে উড়ে গেল। এটা নিঃসন্দেহে একটা অপ্রয়োজনীয় কর্মকাণ্ড। তারা আমাদের ওপর একটি চক্কর দিয়েই সম্ভবত সব তথ্য সংগ্রহ করতে পারত। এরপর তারা থাউজান্ড ম্যাডলিনস ফ্লিটের দিকে গেছে, সম্ভবত আরও কিছু তথ্য নেওয়ার জন্য।

আলেকজান্ডার আরও বলেন, আমি শতভাগ নিশ্চিত, এটি ইসরায়েলের বিমান। আমাদের মাথার ওপর দিয়ে আর কে এভাবে সামরিক বিমান ওড়াতে পারে, তা আমার জানা নেই। আমার ধারণা, তারা আমাদের ভয় দেখানোর চেষ্টা করছে। কিন্তু এখন পর্যন্ত সবকিছু ভালো।

এরপর ভিডিওতে সামরিক বিমানটির দিকে ইঙ্গিত করে জাহাজের আরেক স্বেচ্ছাসেবককে বলতে শোনা যায়, তারা এখানে উত্তেজনা তৈরি করতে চায়। সতর্ক থাকুন। ধীরে ধীরে এগোন। স্বাভাবিক থাকুন। তাদেরকে আমাদের সঙ্গে খেলতে দেবেন না।

এরপর উইলিয়াম জাহাজের ভেতরের ওষুধ ও মেডিকেল সরঞ্জাম দেখিয়ে বলেন, আমার পেছনে প্রচুর ওষুধ ও স্বাস্থ্যসেবা সরঞ্জাম রয়েছে। এগুলো আমরা কনশেন্সে করে গাজায় নিয়ে যাচ্ছি।

এরপর দিয়া দাউদ নামে জরুরি মেডিসিন বিশেষজ্ঞ বলেন, আমরা এই কনশেন্স ফ্লোটিলায় গাজার উদ্দেশে রওয়ানা হয়েছি সচেতনতা তৈরির জন্য। আমরা গাজা উপত্যকার চিকিৎসকদের জন্য চিকিৎসা সামগ্রী নিয়ে যাচ্ছি।

জাহাজের ক্যাপ্টেন ম্যাডেলেইন হাবিব বলেন, আমি সত্যিই আশা করছি এবার আমরা গাজায় পৌঁছাব। সত্যিকারে একটি শান্তি প্রক্রিয়ার আশা করছি, আরও আশা করছি আমাদের আটকানো হবে না।

তিনি বলেন, আমরা ফিলিস্তিনিদের জন্য একটি স্থায়ী করিডোর চাই, যেন তারা সমুদ্রসীমায় প্রবেশ করতে পারে। আমরা শুধু ত্রাণ নিয়ে আসার জন্য মানবিক করিডোরের কথা বলছি না, বলছি এমন একটি করিডোরের কথা, যেন ফিলিস্তিনিরা সমুদ্রে বাণিজ্য করতে পারে, যা তাদের মৌলিক অধিকার।

ভিডিওতে ওই জাহাজে থাকা মার্কিন প্রামাণ্যচিত্র নির্মাতা টম হায়েস বলেন, একজন আমেরিকান হিসেবে আমার এখন কী করা উচিত? সব আমেরিকানের কী করা উচিত? বৈশ্বিক সম্প্রদায়ের কী করা উচিত? আমাদের অবশ্যই প্রতিটি ফোরামে সম্ভাব্য প্রতিটি উপায়ে নিরলসভাবে কাজ করতে হবে, যেন ফিলিস্তিনিদের স্বাধীনতা ও নিজেদের ভবিষ্যৎ নির্ধারণের পথ সুগম হয়।

এর আগে শহিদুল আলম এক বার্তায় জানান, রোববার তাদের গাজায় পৌঁছানোর কথা ছিল। কিন্তু জাহাজ ধীর গতিতে চলার কারণে তাদের আরও দেরি হবে।

ফেসবুক পোস্টে শহিদুল আলম বলেন, শান্ত সমুদ্র আর দারুণ রোদ। গত রাতটা খোলা ডেকে ঘুমিয়েছি। আজ আমাদের গাজায় পৌঁছানোর কথা ছিল। কিন্তু ছোট নৌকাগুলোর কাছাকাছি থাকতে গতি কমিয়ে দেওয়ায় এখন আরও দেরি হবে।

গত মাসের শুরুর দিকে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নামে একটি নৌ বহর গাজার উদ্দেশে রওনা হয়। তবে ইসরায়েলি নৌ বাহিনী এই বহরের ৪৪টি জাহাজের পাশাপাশি সেগুলোতে থাকা ৫০০ জনেরও বেশি কর্মীকে আটক করে নিয়ে যায়। ইসরায়েল এর আগেও গাজামুখী জাহাজে হামলা চালিয়ে যাত্রীদের বহিষ্কার ও পণ্য জব্দ করেছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

সেই তথ্যচিত্রের জন্য ট্রাম্পের কাছে দুঃখপ্রকাশ বিবিসির

এর আগে ট্রাম্পের বক্তব্য ভুলভাবে সম্পাদনা করে প্রকাশের জন্য গত সোমবার বিবিসিকে চিঠি দেন ট্রাম্পের আইনজীবীরা। ওই চিঠিতে ট্রাম্পের বক্তব্য থাকা তথ্যচিত্রটি প্রত্যাহার করে ক্ষমা চাইতে এবং ‘যথাযথভাবে ক্ষতিপূরণ’ দিতে বলা হয়। এর জন্য বিবিসিকে শুক্রবার পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে।

১২ ঘণ্টা আগে

যুদ্ধবিরতির এক মাস: দিনে গড়ে ৯ ফিলিস্তিনিকে হত্যা

অধিকৃত পশ্চিম তীরেও অব্যাহত আছে নেতানিয়াহু বাহিনীর হামলা ও অভিযান। হেবরনের উত্তরাঞ্চলে বেইত উমর শহরে দখলদারদের গুলিতে কয়েকজন শিশু নিহত হয়েছে। আনতাবা শহরে ইসরাইলি বাহিনীর সঙ্গে ফিলিস্তিনিদের লড়াই ও কয়েকজনকে আটকের খবর পাওয়া গেছে। জেরুজালেমে দখলদারদের অভিযানের সময় গুলিতে আহত হন অনেকে।

১৩ ঘণ্টা আগে

সেনাপ্রধানের ক্ষমতা বাড়িয়ে পাকিস্তানের সংবিধান সংশোধন, বিরোধীদের ওয়াকআউট

সংশোধনী অনুযায়ী, পাকিস্তানের সেনাবাহিনীর পাশাপাশি নৌ বাহিনী ও বিমান বাহিনীও এখন থেকে সেনাপ্রধানের অধীনে থাকবে। তার মেয়াদ শেষ হওয়ার পরও পদমর্যাদা বজায় থাকবে। সমালোচকরা বলছেন, এ পরিবর্তনের ফলে সামরিক বাহিনী ও ক্ষমতাসীন জোটের হাতে ক্ষমতা কেন্দ্রীভূত হবে।

১ দিন আগে

যুদ্ধবিরতির পরও গাজায় ১৫শ ভবন ধ্বংস করেছে ইসরায়েল

স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, গত ১০ অক্টোবর হামাসের সঙ্গে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে গাজার যেসব এলাকায় ইসরায়েলের নিয়ন্ত্রণ ছিল সেখানে দেড় হাজারের বেশি ভবন ধ্বংস করেছে দখলদার বাহিনী। খবর বিবিসির।

২ দিন আগে